ETV Bharat / bharat

কিছুক্ষণ পরই আইসিএসই-আইএসসি'র ফলপ্রকাশ, এক ক্লিকে কীভাবে দেখবেন রেজাল্ট - ICSE and ISC Result 2024 - ICSE AND ISC RESULT 2024

ICSE Result 2024: গত 2 মে মাধ্যমিকের ফলপ্রকাশের পর এবার আইসিএসই ও আইএসসি'র ফলপ্রকাশ হচ্ছে আজ ৷ সোমবার সকাল 11টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে আইসিএসই (ICSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ৷ কোথায় এবং কীভাবে রেজাল্ট দেখা যাবে, জেনে নিন ৷

ICSE Result 2024
আইসিএসই-আইএসসি'র ফলপ্রকাশ আজই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 8:49 AM IST

Updated : May 6, 2024, 9:56 AM IST

নয়াদিল্লি, 6 মে: প্রকাশিত হতে চলেছে আইসিএসই ও আইএসসি'র ফলাফল ৷ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) আজ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSE, ক্লাস 10) এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC-ক্লাস 12) পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ৷ আজ সকাল 11টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হতে চলেছে ৷

সকাল 11টায় CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org বা results.cisce.org-এ গেলে পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের রেজাল্ট। এই ওয়েবসাইটে ফল ঘোষণার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে বোর্ডের তরফে ৷ সেখান থেকে পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে মার্কশিট। রেজাল্ট জানতে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষার্থীদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ-ইন করলেই রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা ৷

এবারে ICSE এবং ISC পরীক্ষা 21 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং 3 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে, দু'টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য 4 এপ্রিল তা শেষ হয়। 26 ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির রসায়নবিদ্যার পেপারের পরীক্ষা 'অনিবার্য কারণবশত' পিছিয়ে যাওয়ার জন্য 21 মার্চ তা ফের নেওয়া হয় ৷ একইভাবে দ্বাদশ শ্রেণিরই মনোবিদ্যা পেপারের পরীক্ষাও 27 মে থেকে পিছিয়ে 4 এপ্রিল নেওয়া হয় ৷ জানা যায়, ওই পেপারের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল ৷

  • অনলাইনে কীভাবে ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
  1. শুরুতেই results.cisce.org- লিঙ্কটি সকাল 11টায় অ্যাক্টিভেট হবে। আপাতত এখন দেখা যাচ্ছে, ICSE & ISC Year 2024 Examination Results- ICSE results will be published on 06/05/2024 11:00 AM IST আর ISC results will be published on 06/05/2024 11:00 AM IST। 11টা বাজলেই সেখানে রেজাল্ট দেখার জায়গা আসবে।
  2. হোমপেজে কোর্স, ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা থাকবে। সেই ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। আর কোর্সের যে বক্স থাকবে, তাতে ICSE এবং ISC লেখা থাকবে। যে কোনও একটা বেছে নিতে হবে।
  3. এসবের পর শো রেজাল্ট (Show Result)-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের। তাহলেই খুলে যাবে রেজাল্ট। যে পরীক্ষার্থীরা মার্কশিট প্রিন্ট করতে চায়, তারা প্রিন্ট রেজাল্ট (Print Result)-এ ক্লিক করে তা ডাউনলোড হয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. দেশজুড়ে নিট পরীক্ষা, কেন্দ্রে প্রবেশের সময় কী কী মাথায় রাখতে হবে?
  2. প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
  3. উচ্চ মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনিতে এবার 'তৎকাল', ফল জানা যাবে এক সপ্তাহে

নয়াদিল্লি, 6 মে: প্রকাশিত হতে চলেছে আইসিএসই ও আইএসসি'র ফলাফল ৷ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) আজ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSE, ক্লাস 10) এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC-ক্লাস 12) পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ৷ আজ সকাল 11টায় বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হতে চলেছে ৷

সকাল 11টায় CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org বা results.cisce.org-এ গেলে পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের রেজাল্ট। এই ওয়েবসাইটে ফল ঘোষণার পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে বোর্ডের তরফে ৷ সেখান থেকে পরীক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে মার্কশিট। রেজাল্ট জানতে আইসিএসই ও আইএসসি-র পরীক্ষার্থীদের ইউনিক আইডি, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। লিঙ্কে গিয়ে ইউনিক আইডি ও রোল নম্বর দিয়ে লগ-ইন করলেই রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা ৷

এবারে ICSE এবং ISC পরীক্ষা 21 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং 3 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে, দু'টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য 4 এপ্রিল তা শেষ হয়। 26 ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির রসায়নবিদ্যার পেপারের পরীক্ষা 'অনিবার্য কারণবশত' পিছিয়ে যাওয়ার জন্য 21 মার্চ তা ফের নেওয়া হয় ৷ একইভাবে দ্বাদশ শ্রেণিরই মনোবিদ্যা পেপারের পরীক্ষাও 27 মে থেকে পিছিয়ে 4 এপ্রিল নেওয়া হয় ৷ জানা যায়, ওই পেপারের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল ৷

  • অনলাইনে কীভাবে ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
  1. শুরুতেই results.cisce.org- লিঙ্কটি সকাল 11টায় অ্যাক্টিভেট হবে। আপাতত এখন দেখা যাচ্ছে, ICSE & ISC Year 2024 Examination Results- ICSE results will be published on 06/05/2024 11:00 AM IST আর ISC results will be published on 06/05/2024 11:00 AM IST। 11টা বাজলেই সেখানে রেজাল্ট দেখার জায়গা আসবে।
  2. হোমপেজে কোর্স, ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা থাকবে। সেই ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। আর কোর্সের যে বক্স থাকবে, তাতে ICSE এবং ISC লেখা থাকবে। যে কোনও একটা বেছে নিতে হবে।
  3. এসবের পর শো রেজাল্ট (Show Result)-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের। তাহলেই খুলে যাবে রেজাল্ট। যে পরীক্ষার্থীরা মার্কশিট প্রিন্ট করতে চায়, তারা প্রিন্ট রেজাল্ট (Print Result)-এ ক্লিক করে তা ডাউনলোড হয়ে যাবে ৷

আরও পড়ুন:

  1. দেশজুড়ে নিট পরীক্ষা, কেন্দ্রে প্রবেশের সময় কী কী মাথায় রাখতে হবে?
  2. প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
  3. উচ্চ মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনিতে এবার 'তৎকাল', ফল জানা যাবে এক সপ্তাহে
Last Updated : May 6, 2024, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.