ETV Bharat / bharat

নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই, অল্পের জন্য রক্ষা 2 পাইলটের - Sukhoi fighter crashes - SUKHOI FIGHTER CRASHES

Sukhoi fighter crashes: নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাইলট ও সহ-পাইলট ৷

ETV BHARAT
নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 2:55 PM IST

Updated : Jun 4, 2024, 3:59 PM IST

মুম্বই, 4 জুন: মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ নাসিক রেঞ্জের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ডিআর করালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাইলট এবং সহ-পাইলট অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷ তাঁরা নিরাপদে ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হন ৷ তাঁরা সামান্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ৷

নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই (নিজস্ব ভিডিয়ো)

আইপিএস অফিসার জানিয়েছেন, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর 1.20তে নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে বেরিয়ে পড়েন পাইলট ও সহ-পাইলট ৷

যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

মুম্বই, 4 জুন: মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ নাসিক রেঞ্জের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ডিআর করালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাইলট এবং সহ-পাইলট অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷ তাঁরা নিরাপদে ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হন ৷ তাঁরা সামান্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ৷

নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই (নিজস্ব ভিডিয়ো)

আইপিএস অফিসার জানিয়েছেন, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর 1.20তে নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে বেরিয়ে পড়েন পাইলট ও সহ-পাইলট ৷

যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Jun 4, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.