ETV Bharat / bharat

বায়ুসেনার বিমানে কুয়েত থেকে কেরলে পৌঁছল 45 জন ভারতীয়র দেহ - Kuwait Fire Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 10:35 AM IST

Updated : Jun 14, 2024, 11:13 AM IST

Kuwait Fire Tragedy: কুয়েতের এক বহুতলে বিধ্বংসী আগুনে মোট 49 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে 45 জন ভারতীয়র দেহ নিয়ে কেরলের কোচিতে ফিরল বায়ুসেনার বিমান ৷ বিমানে ছিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংও। কুয়েতের ভারতীয় দূতাবাস শুক্রবার সকালে এখবর জানায় ৷

Kuwait Fire Tragedy
বায়ুসেনার বিমান (ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 14 জুন: দক্ষিণ কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের দেহ ফিরিয়ে আনল বায়ুসেনার বিশেষ বিমান ৷ দিল্লিতে থাকা আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার ভারতীয়দের দেহ নিয়ে বিমান ফিরবে। প্রথমে কেরলে অবতরণ করবে ওই বিমান। কারণ, মৃতদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। তারপর দিল্লিতে পৌঁছবে ৷

এদিন ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, "কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় 45 জন ভারতীয়র দেহ বহনকারী একটি বিশেষ আইএএফ বিমান কোচির উদ্দেশ্যে রওনা হয়েছে ৷" তারপর কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে উল্লেখ করে লেখা হয়েছে, যিনি কুয়েত প্রশাসনের সঙ্গে কথা বলে দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তিনিও এই বিমানে রয়েছেন।" ভারতীয়দের মরদেহ গ্রহণের জন্য কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ বাহিনী এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ৷

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, কেরলের এর্নাকুলামে কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় 45 জন ভারতীয়র মৃতদেহ আইএএফের বিশেষ বিমান কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৷

প্রসঙ্গত, গত পরশু, বুধবার কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত 45 জন ভারতীয়ের মধ্যে কেরলের বাসিন্দা 23 জন। এর্নাকুলাম রেঞ্জের ডিআইজি পুট্টা বিমলাদিত্য বলেন, "আমরা মৃতদেহ গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করেছি ৷ আমরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি ৷ মৃতদেহগুলি গ্রহণ করে তাদের যথাযথভাবে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷ 23টি মৃতদেহ কেরলের, 7টি তামিলনাড়ুর এবং 1টি কর্ণাটকের ৷ প্রতিটি মরদেহের জন্য একটি করে গাড়ির বন্দোবস্ত করা হয়েছে ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবার কুয়েতে পৌঁছন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতেই সেদেশে যান তিনি। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিহত ভারতীয়দের মধ্যে 23 জন কেরল, সাত জন তামিলনা়ড়ু, তিন জন উত্তরপ্রদেশ এবং দু'জন ওড়িশার, একজন বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

নয়াদিল্লি, 14 জুন: দক্ষিণ কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের দেহ ফিরিয়ে আনল বায়ুসেনার বিশেষ বিমান ৷ দিল্লিতে থাকা আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার ভারতীয়দের দেহ নিয়ে বিমান ফিরবে। প্রথমে কেরলে অবতরণ করবে ওই বিমান। কারণ, মৃতদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। তারপর দিল্লিতে পৌঁছবে ৷

এদিন ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, "কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় 45 জন ভারতীয়র দেহ বহনকারী একটি বিশেষ আইএএফ বিমান কোচির উদ্দেশ্যে রওনা হয়েছে ৷" তারপর কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকে উল্লেখ করে লেখা হয়েছে, যিনি কুয়েত প্রশাসনের সঙ্গে কথা বলে দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তিনিও এই বিমানে রয়েছেন।" ভারতীয়দের মরদেহ গ্রহণের জন্য কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ বাহিনী এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ৷

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, কেরলের এর্নাকুলামে কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় 45 জন ভারতীয়র মৃতদেহ আইএএফের বিশেষ বিমান কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৷

প্রসঙ্গত, গত পরশু, বুধবার কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত 45 জন ভারতীয়ের মধ্যে কেরলের বাসিন্দা 23 জন। এর্নাকুলাম রেঞ্জের ডিআইজি পুট্টা বিমলাদিত্য বলেন, "আমরা মৃতদেহ গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করেছি ৷ আমরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি ৷ মৃতদেহগুলি গ্রহণ করে তাদের যথাযথভাবে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷ 23টি মৃতদেহ কেরলের, 7টি তামিলনাড়ুর এবং 1টি কর্ণাটকের ৷ প্রতিটি মরদেহের জন্য একটি করে গাড়ির বন্দোবস্ত করা হয়েছে ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবার কুয়েতে পৌঁছন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। আহতদের চিকিৎসার বিষয়টি দেখভাল করতে এবং নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনতেই সেদেশে যান তিনি। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিহত ভারতীয়দের মধ্যে 23 জন কেরল, সাত জন তামিলনা়ড়ু, তিন জন উত্তরপ্রদেশ এবং দু'জন ওড়িশার, একজন বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Last Updated : Jun 14, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.