ETV Bharat / bharat

বন্ধ ঘরে আপত্তিকর অবস্থায় প্রেমিকের সঙ্গে স্ত্রী ! দু’জনকে খুন করে আত্মসমর্পণ স্বামীর - Husband Murders Wife and Lover - HUSBAND MURDERS WIFE AND LOVER

Madhya Pradesh Double Murder: প্রেমিকের সঙ্গে বন্ধ ঘরে আপত্তিকর অবস্থায় স্ত্রী ৷ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও তার প্রেমিককে খুন করলেন স্বামী ৷ পরে থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Datia Double Murder
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 6:05 PM IST

Updated : Jul 20, 2024, 7:06 PM IST

দাতিয়া (মধ্যপ্রদেশ), 20 জুলাই: স্ত্রী ও তাঁর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ মধ্যপ্রদেশের দাতিয়ায় এই ঘটনাটি ঘটেছ ৷ পুলিশ জানিয়েছে, খুনের পর রক্তমাখা অস্ত্রটি নিয়ে থানায় হাজির হন অভিযুক্ত ৷ সেখানে আত্মসমর্পণ করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর সিভিল লাইন থানার পুলিশ জানতে পেরেছে, স্থানীয় খাতি বাবা কলোনিতে বাড়ি রবি বংশকরের ৷ 11 বছর আগে তিনি বিয়ে করেন পূজা নামের এক মহিলাকে ৷ তাঁদের তিন সন্তান রয়েছে ৷ রবি পেশায় গাড়ির চালক ৷ শনিবার তিনি বাড়িতেই ছিলেন ৷ সন্তানেরা স্কুলে চলে যাওয়ার পর তিনি বাজারে সবজি কিনতে যান ৷

পুলিশের কাছে রবি দাবি করেছেন যে, বাজার যাওয়ার সময় তিনি মাঝপথ থেকে বাড়িতে ফিরে আসেন ৷ ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ ৷ দরজা কিছুটা ফাঁক করে তিনি ঘরের মধ্যে স্ত্রী পূজা ও স্ত্রীর প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখতে পান ৷ তখনই তিনি ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করেন ৷ আর স্ত্রী পূজা ও তার প্রেমিককে হত্যা করেন ৷ তারপর কুড়ুলটি নিয়ে থানায় চলে আসেন ৷

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে পূজার প্রেমিকের নামও রবি ৷ রবি পূজার দূরসম্পর্কের আত্মীয় ছিলেন ৷ আট মাস আগে তাঁদের সম্পর্ক তৈরি হয় ৷ বছর কুড়ির রবি ডাবরার বাসিন্দা ছিলেন ৷ পূজার স্বামী না থাকার সুযোগে তিনি প্রায়ই আসতেন পূজার বাড়িতে ৷ এদিনও সেভাবেই এসেছিলেন ৷ কিন্তু পূজার স্বামী এসে যাওয়ায় তাঁর মর্মান্তিক পরিণতি হল ৷

এ দিন ঘটনাস্থলে যান মধ্যপ্রদেশের দাতিয়ার পুলিশ সুপার বীরেন্দ্র মিশ্র ৷ তিনি জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে ।

দাতিয়া (মধ্যপ্রদেশ), 20 জুলাই: স্ত্রী ও তাঁর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ মধ্যপ্রদেশের দাতিয়ায় এই ঘটনাটি ঘটেছ ৷ পুলিশ জানিয়েছে, খুনের পর রক্তমাখা অস্ত্রটি নিয়ে থানায় হাজির হন অভিযুক্ত ৷ সেখানে আত্মসমর্পণ করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে ৷

প্রাথমিক তদন্তের পর সিভিল লাইন থানার পুলিশ জানতে পেরেছে, স্থানীয় খাতি বাবা কলোনিতে বাড়ি রবি বংশকরের ৷ 11 বছর আগে তিনি বিয়ে করেন পূজা নামের এক মহিলাকে ৷ তাঁদের তিন সন্তান রয়েছে ৷ রবি পেশায় গাড়ির চালক ৷ শনিবার তিনি বাড়িতেই ছিলেন ৷ সন্তানেরা স্কুলে চলে যাওয়ার পর তিনি বাজারে সবজি কিনতে যান ৷

পুলিশের কাছে রবি দাবি করেছেন যে, বাজার যাওয়ার সময় তিনি মাঝপথ থেকে বাড়িতে ফিরে আসেন ৷ ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ ৷ দরজা কিছুটা ফাঁক করে তিনি ঘরের মধ্যে স্ত্রী পূজা ও স্ত্রীর প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখতে পান ৷ তখনই তিনি ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করেন ৷ আর স্ত্রী পূজা ও তার প্রেমিককে হত্যা করেন ৷ তারপর কুড়ুলটি নিয়ে থানায় চলে আসেন ৷

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে পূজার প্রেমিকের নামও রবি ৷ রবি পূজার দূরসম্পর্কের আত্মীয় ছিলেন ৷ আট মাস আগে তাঁদের সম্পর্ক তৈরি হয় ৷ বছর কুড়ির রবি ডাবরার বাসিন্দা ছিলেন ৷ পূজার স্বামী না থাকার সুযোগে তিনি প্রায়ই আসতেন পূজার বাড়িতে ৷ এদিনও সেভাবেই এসেছিলেন ৷ কিন্তু পূজার স্বামী এসে যাওয়ায় তাঁর মর্মান্তিক পরিণতি হল ৷

এ দিন ঘটনাস্থলে যান মধ্যপ্রদেশের দাতিয়ার পুলিশ সুপার বীরেন্দ্র মিশ্র ৷ তিনি জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে ।

Last Updated : Jul 20, 2024, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.