ETV Bharat / bharat

সন্ধে হলেই মদের আবদার ! মদ্যপ স্ত্রীর হাত থেকে রেহাই পেতে কাউন্সেলিং সেন্টারে ব্যক্তি

প্রতিদিন সন্ধ্যেয় নেশা করার অভ্যাস ৷ বিয়ের দু'মাস যেতেই বউয়ের এহেন 'অত্যাচারে' অতিষ্ঠ ব্যক্তি ৷ বিচার চাইতে ছুটলেন কাউন্সেলরের কাছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

UP News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: প্রতিদিন সন্ধ্যে হলেই মদ চাই ৷ স্ত্রী-র এহেন আবদারে অতিষ্ঠ দু'মাসের বিবাহিত জীবন ৷ স্ত্রীকে মদ্যপান থেকে বিরত করতে কাউন্সেলিং সেন্টারে ছুটে গেলেন ব্যক্তি ৷ করবা চৌথের দিন এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৷

ওই ব্যক্তি কাউন্সেলরকে জানান, স্ত্রী-র মদ খাওয়ার জন্য প্রতিনিয়ত বাড়িতে অশান্তি হয় ৷ ঝগড়া লেগেই থাকে ৷ তাঁর আরও অভিযোগ, কখনও কখনও তাঁর স্ত্রীও তাঁকেও জোর করে মদ খাইয়ে মাতাল হতে বাধ্য করেন । এই কারণে তিনি তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছেন ৷ এরপর তাঁর স্ত্রীও পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করলে পুলিশ দু'জনের মধ্যে মিটমাট করানোর জন্য পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠায় ।

পারিবারিক কাউন্সেলিংয়ের কাউন্সেলর সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী উভয়ে কাউন্সেলিংয়ে এলে ঘটনাস্থলেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । স্বামীর অভিযোগ, সন্ধ্যার পর তাঁর স্ত্রী মদ্যপান শুরু করেন । এর পাশাপাশি তাকে জোরপূর্বক মদ পান করিয়ে মাতাল করে । মূল্যবৃদ্ধির কারণে তিনি স্ত্রীকে প্রতিদিন মদ খাওয়াতে পারবেন না । তাও স্ত্রী তাঁকে প্রতিদিন মদ খেতে বাধ্য করে । স্বামীর অভিযোগ, স্ত্রী একবারে তিন থেকে চার পেগ পান করেন ৷ অথচ তিনি মদ্যপান একেবারেই পছন্দ করেন না । যদিও স্ত্রী এই সব অভিযোগ স্বীকার করেছেন ।

বীরাঙ্গনা নগরে বসবাসকারী স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন । এখন তিনি বাপের বাড়িতে রয়েছেন ৷ এই বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন । এরপর স্বামীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় । স্বামী জানান, দুই মাস আগে তাঁদের বিয়ে হয় । প্রথমবার মদ খাওয়ার কথা বলে স্ত্রী । এরপরে, তিনি প্রতিদিন মদ খেতে শুরু করেন এবং তাঁকেও এটি খেতে বাধ্য করেন । স্ত্রীর মদ্যপানের অভ্যাসে বিরক্ত হয়ে তাঁকে বাপের বাড়ি রেখে আসেন ৷ এই ক্ষেত্রে মহিলা থানার হেড কিরণ রাওয়াত জানিয়েছেন, স্বামী-স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের বুঝিয়েছেন কাউন্সেলর । এরপর স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতে রাজি হয়েছেন ।

ঝাঁসি (উত্তরপ্রদেশ), 20 অক্টোবর: প্রতিদিন সন্ধ্যে হলেই মদ চাই ৷ স্ত্রী-র এহেন আবদারে অতিষ্ঠ দু'মাসের বিবাহিত জীবন ৷ স্ত্রীকে মদ্যপান থেকে বিরত করতে কাউন্সেলিং সেন্টারে ছুটে গেলেন ব্যক্তি ৷ করবা চৌথের দিন এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৷

ওই ব্যক্তি কাউন্সেলরকে জানান, স্ত্রী-র মদ খাওয়ার জন্য প্রতিনিয়ত বাড়িতে অশান্তি হয় ৷ ঝগড়া লেগেই থাকে ৷ তাঁর আরও অভিযোগ, কখনও কখনও তাঁর স্ত্রীও তাঁকেও জোর করে মদ খাইয়ে মাতাল হতে বাধ্য করেন । এই কারণে তিনি তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছেন ৷ এরপর তাঁর স্ত্রীও পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করলে পুলিশ দু'জনের মধ্যে মিটমাট করানোর জন্য পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠায় ।

পারিবারিক কাউন্সেলিংয়ের কাউন্সেলর সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী উভয়ে কাউন্সেলিংয়ে এলে ঘটনাস্থলেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । স্বামীর অভিযোগ, সন্ধ্যার পর তাঁর স্ত্রী মদ্যপান শুরু করেন । এর পাশাপাশি তাকে জোরপূর্বক মদ পান করিয়ে মাতাল করে । মূল্যবৃদ্ধির কারণে তিনি স্ত্রীকে প্রতিদিন মদ খাওয়াতে পারবেন না । তাও স্ত্রী তাঁকে প্রতিদিন মদ খেতে বাধ্য করে । স্বামীর অভিযোগ, স্ত্রী একবারে তিন থেকে চার পেগ পান করেন ৷ অথচ তিনি মদ্যপান একেবারেই পছন্দ করেন না । যদিও স্ত্রী এই সব অভিযোগ স্বীকার করেছেন ।

বীরাঙ্গনা নগরে বসবাসকারী স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন । এখন তিনি বাপের বাড়িতে রয়েছেন ৷ এই বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন । এরপর স্বামীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় । স্বামী জানান, দুই মাস আগে তাঁদের বিয়ে হয় । প্রথমবার মদ খাওয়ার কথা বলে স্ত্রী । এরপরে, তিনি প্রতিদিন মদ খেতে শুরু করেন এবং তাঁকেও এটি খেতে বাধ্য করেন । স্ত্রীর মদ্যপানের অভ্যাসে বিরক্ত হয়ে তাঁকে বাপের বাড়ি রেখে আসেন ৷ এই ক্ষেত্রে মহিলা থানার হেড কিরণ রাওয়াত জানিয়েছেন, স্বামী-স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের বুঝিয়েছেন কাউন্সেলর । এরপর স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতে রাজি হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.