হায়দরাবাদ : ঘর পরিষ্কারের দিকে মন দিলেও আমরা বেশিরভাগ সময়ই সুইচবোর্ড পরিষ্কার করতে ভুলে যাই ৷ পরিষ্কার ঘরে নোংরা সুইচবোর্ড দেখতে খুব খারাপ লাগে ৷ তবে এগুলি পরিষ্কার করা সহজ নয় ৷ সাবধানতা অবলম্বন না করলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ৷ তাই সুইচবোর্ড পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি ৷ রাবারের চটি ও গ্লাভস পরা উচিত । এছাড়াও সুইচবোর্ডগুলি পরিষ্কার করার আগে দেখুন মূল বিদ্যুৎ সংযোগটি বন্ধ রয়েছে কি না ৷ মেন সুইচ বন্ধ করে তবেই পরিষ্কারের কাজে হাত দিন ৷
শেভিং ক্রিম : সুইচবোর্ড পরিষ্কার করার আগে এটি একটি সুতির কাপড় দিয়ে প্রথমে মুছে নিন ৷ এরপর সুইচবোর্ডে শেভিং ক্রিম লাগিয়ে এক মিনিট রেখে দিন । এবার একটি টুথব্রাশ নিয়ে সুইচবোর্ড ঘষুন । দুই মিনিট পর একটি সুতির কাপড় নিয়ে মুছে নিন । মনে রাখবেন, শেভিং ক্রিম সুইচবোর্ডের উপরের দিকে দেবেন এটির ভিতরে নয় । যদি দাগ শক্ত হয় তবে আপনি ফের একইভাবে পরিষ্কার করুন ৷ সবশেষে, সুইচবোর্ড পরিষ্কার করতে একটি হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিন ।
নেলপলিশ রিমুভার : সুইচবোর্ডের জেদি দাগ তোলার জন্য খুব ভালো ক্লিনার হিসেবে কাজ করে নেলপলিশ রিমুভার ৷ সুইচবোর্ড পরিষ্কার করতে নেলপলিশ রিমুভারে তুলো ডুবিয়ে তারপর তা দিয়ে সুইচের উপরিতলে ঘষে নিন । একবার ব্যবহারের হরই পার্থক্য দেখতে পাবেন । একবারে দাগ না উঠলে ফের একইভাবে পরিষ্কার করুন ।
নুন ও লেবুর মিশ্রণ : এই মিশ্রণের সাহায্যেও সুইচবোর্ড পরিষ্কার করা যেতে পারে ৷ একটি লেবুকে দুটি অর্ধেক করে টুকরো টুকরো করে নুনের মধ্যে ভরে রাখুন । এবার সুইচবোর্ডে সেই লেবু ঘষুন । দুই মিনিট রেখে ঘষে পরিষ্কার করে মুছে নিন । সবশেষে, লেবু ও নুনের অবশিষ্টাংশ তুলতে একটি ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নিন ।
বেকিং সোডা এবং লেবুর মিশ্রণ : এই মিশ্রণ দিয়েও সুইচবোর্ডের দাগ পরিষ্কার করতে পারেন ৷ একটি পাত্রে বেকিং সোডা এবং লেবু মিশিয়ে টুথব্রাশ দিয়ে সুইচবোর্ডে লাগান । কিছুক্ষণ রেখে একটি ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নিন ।
টয়লেট ক্লিনার : বাজারে বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার পাওয়া যায় । তবে, হারপিক হলে আরও ভালো পরিষ্কার হবে ৷ টুথব্রাশে হারপিক লাগিয়ে সুইচবোর্ডে ঘষুন । এটি 5 মিনিটের জন্য রেখে দিন ৷ এরপর ভেজা সুতির কাপড় ব্যবহার করে পরিষ্কার করুন ।
আরও পড়ুন :