সিমলা, 29 ফেব্রুয়ারি: হিমাচলপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট দেওয়া 6 জন কংগ্রেস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিলেন সে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি । স্পিকারের নির্দেশ অনুযায়ী ওই 6 জন বিধায়ককে বরখাস্ত করা হয়েছে ।
হিমাচলপ্রদেশের অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া আজ বলেন, "এই 6 জন বিধায়ক দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন । আমি এই 6 জন বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করছি, যার মধ্যে রয়েছেন সুধীর শর্মা, রাজেন্দ্র রানা, দেবেন্দ্র ভুট্টো, ইন্দ্রদত্ত লক্ষণপাল, রবি ঠাকুর, চৈতন্য শর্মা । আমার আদেশের পর এঁরা কেউই আর হিমাচল বিধানসভার সদস্য থাকবেন না ।"
বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করেছিলেন স্পিকার পাঠানিয়া ৷ উল্লেখ্য, সংসদীয় বিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন চৌহান দলত্যাগ বিরোধী ট্রাইব্যুনালের সামনে ক্রস ভোটিং করা কংগ্রেস বিধায়কদের বিধানসভার অযোগ্য হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন ।
বিজেপি নেতা এবং শীর্ষ আইনজীবী সত্য পাল জৈন ক্রস ভোটিং করা বিধায়কদের পক্ষে সওয়াল করেন দলত্যাগ বিরোধী ট্রাইব্যুনালের চেয়ারম্যান অধ্যক্ষের সামনে ৷ কংগ্রেসের মতে, এই 6 জন বিধায়ক দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন, তাই এই সমস্ত বিধায়কদের বিধানসভার অযোগ্য ঘোষণা করা উচিত । তবে সত্য পাল জৈন যুক্তি দিয়েছিলেন যে, রাজ্যসভা নির্বাচনে ভোট দেওয়া এই আইনের আওতায় আসে না । বুধবার স্পিকার কুলদীপ পাঠানিয়া এ বিষয়ে সিদ্ধান্ত রিজার্ভ রেখেছিলেন ৷ তবে আজ তিনি ঘোষণা করে দেন যে, ওই 6 জন বিধায়কের বিধায়ক পদ তিনি খারিজ করে দিচ্ছেন ৷
আরও পড়ুন: