ETV Bharat / bharat

হিমাচলে সংকটে কংগ্রেস, সুখু না-থাকলে কে হবেন মুখ্যমন্ত্রী ? - সুখবিন্দর সিং সুখু

Himachal Political Crisis: সংকটে হিমাচলপ্রদেশের কংগ্রেস সরকার । মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনের সময় 6 জন বিধায়ক-সহ মোট 9 জন বিধায়ক ক্রস ভোট দিয়েছেন ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার যদিও বা টিকে থাকে, তবে এটি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তাঁর আসন হারাচ্ছেন ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 1:36 PM IST

Updated : Feb 28, 2024, 6:01 PM IST

সিমলা, 28 ফেব্রুয়ারি: মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে 6 কংগ্রেস এবং 3 নির্দল বিধায়কের ক্রস ভোটিংয়ের পর হিমাচলে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে । সরকার নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নির্বাচনে হেরে যাওয়াটা বেশ অস্বস্তির বিষয় ৷ এই অবস্থায় সরকারের শুধু ক্ষমতা নয়, বিশ্বাসযোগ্যতাও সংকটে পড়েছে । বুধবার সকালে ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিং-এর সাংবাদিক বৈঠকে কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছেন ৷ বিধায়কদের উপেক্ষা করা-সহ একাধিক অভিযোগ জানিয়েছে বিক্রমাদিত্য সিং আজ পদত্যাগ করেছেন ৷

সুখবিন্দর সুখুর বিদায় চূড়ান্ত ! সূত্রের দাবি, হিমাচলপ্রদেশে সরকার বাঁচানো কংগ্রেসের কাছে একটি চ্যালেঞ্জ ৷ তবে এই সংকটও তারা কাটিয়ে উঠতে পারে, কারণ রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট দেওয়া বিদ্রোহী বিধায়করা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন । সূত্রের খবর, যে বিধায়করা ক্রস ভোটিং করেছেন, তাঁরা দলের সমর্থনে দাঁড়িয়েছেন কিন্তু তাঁরা সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে । এমন পরিস্থিতিতে, সুখবিন্দর সিং সুখুর পদত্যাগ নিশ্চিত বলে মনে করা হচ্ছে, কারণ তাঁর প্রস্থান কংগ্রেস সরকারকে বাঁচাতে পারবে ।

হাইকমান্ডের নজরে হিমাচল: উত্তর ভারতের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হিমাচলপ্রদেশ । এমন পরিস্থিতিতে গোটা ঘটনার দিকে নজর রাখছে কংগ্রেস হাইকমান্ড । সমস্যা সমাধানকারী হিসাবে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং কর্ণাটকের ডেপুটি সিএম ডিকে শিবকুমারকে সিমলায় পাঠানো হয়েছে । যাঁরা বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে দেখা করে তাঁদের বোঝানোর চেষ্টা করবেন । সূত্রের খবর, যে কংগ্রেস বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর মুখ বদলানোর দাবিতে অনড় ।

কে হবেন মুখ্যমন্ত্রী ? মুখ্যমন্ত্রীর মুখ বদল করে সরকার বাঁচানোই আগে প্রয়োজন বলে মনে করছেন সবাই । হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রশ্ন উঠেছে সুখুর বিদায়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন । সূত্রের মতে, হিমাচল সরকারের ডেপুটি সিএম মুকেশ অগ্নিহোত্রীর নাম নিয়ে ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু হাইকমান্ডের পাঠানো পর্যবেক্ষকরা বিধায়কদের মন যাচাই করতে চাইছেন ৷ এটি লক্ষণীয় যে, 2022 সালের বিধানসভা নির্বাচনেও যখন কংগ্রেস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তখন মুকেশ অগ্নিহোত্রীর নাম মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিল, কিন্তু সুখবিন্দর সুখু সেই দৌড়ে জয়ী হন ৷ মাত্র 14 মাস পরে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, হাইকমান্ডকে আবার মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হচ্ছে ।

যে বিধায়করা ক্রস ভোটিং করেছেন: হিমাচলের অনেক বিধায়ক দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন । বিশেষ করে ধর্মশালার বিধায়ক সুধীর শর্মা এবং সুজনপুরের বিধায়ক রাজেন্দ্র রানা গত বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন । তাঁর সোশাল মিডিয়া পোস্টেও তাঁর অসন্তোষ প্রকাশ পেয়েছে ৷ উভয় বিধায়ককে মন্ত্রী পদের দৌড়ে বলে মনে করা হয়েছিল, কিন্তু 14 মাস পরে তাঁরা দুজনেই মন্ত্রী হতে অস্বীকার করেন । মঙ্গলবার সুধীর শর্মা এবং রাজেন্দ্র রানা ছাড়াও, কংগ্রেস বিধায়ক ইন্দ্রদত্ত লখনপাল, দেবেন্দ্র কুমার ভুট্টো, রবি ঠাকুর এবং চৈতন্য শর্মা ক্রস ভোটিং করেন । এছাড়াও, নির্দল বিধায়ক আশিস শর্মা, হোশিয়ার সিং এবং কেএল ঠাকুরও বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দিয়েছেন । রাজ্যসভা ভোটের পরে হরিয়ানার পঞ্চকুলায় ক্যাম্প করেছিলেন কংগ্রেস বিধায়করা । এই বিধায়করা সিআরপিএফ এবং হরিয়ানা পুলিশের সুরক্ষায় হরিয়ানায় পৌঁছন । এইভাবে 6 কংগ্রেস এবং 3 নির্দল বিধায়কের অসন্তোষ সুখু সরকারকে মাঝপথে আটকে দিয়েছে ।

রাজ্যসভা নির্বাচনে কী হল ? মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে মোট 9 জন বিধায়ক ক্রস ভোট দিয়েছেন । যার কারণে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি এবং বিজেপি প্রার্থী হর্ষ মহাজন পেয়েছেন 34-34 ভোট । এরপর বিজেপি প্রার্থী হর্ষ মহাজন লটারির মাধ্যমে রাজ্যসভার দৌড়ে জিতেছেন । এটি কংগ্রেসকে খুবই অস্বস্তিতে ফেলেছে ৷ কারণ কংগ্রেসের 40 জন বিধায়ক নিয়ে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার রয়েছে । যেখানে বিজেপির মাত্র 25 জন বিধায়ক আর নির্দল বিধায়ক 3 জন । হিমাচলের রাজ্যসভা নির্বাচনে জয়ের সংখ্যা ছিল 35 । যার থেকে বিজেপি অনেক দূরে ছিল ৷ কিন্তু কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণে কংগ্রেসকে হারতে হয়েছে ৷ নির্দল বিধায়করাও সরকারের সঙ্গে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু 3 জন নির্দল এবং 6 জন কংগ্রেস বিধায়ক ক্রস-ভোট করেছেন এবং বিজেপি প্রার্থীকে 34 ভোট পাইয়ে দিয়েছেন ।

আরও পড়ুন:

  1. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের
  2. সিধু মুসেওয়ালা খুনের 2 বছর পর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁর 58 বছরের মা
  3. রাজীব গান্ধি হত্যা মামলায় দোষী সান্থানের মৃত্যু চেন্নাইয়ে

সিমলা, 28 ফেব্রুয়ারি: মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে 6 কংগ্রেস এবং 3 নির্দল বিধায়কের ক্রস ভোটিংয়ের পর হিমাচলে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে । সরকার নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নির্বাচনে হেরে যাওয়াটা বেশ অস্বস্তির বিষয় ৷ এই অবস্থায় সরকারের শুধু ক্ষমতা নয়, বিশ্বাসযোগ্যতাও সংকটে পড়েছে । বুধবার সকালে ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিং-এর সাংবাদিক বৈঠকে কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছেন ৷ বিধায়কদের উপেক্ষা করা-সহ একাধিক অভিযোগ জানিয়েছে বিক্রমাদিত্য সিং আজ পদত্যাগ করেছেন ৷

সুখবিন্দর সুখুর বিদায় চূড়ান্ত ! সূত্রের দাবি, হিমাচলপ্রদেশে সরকার বাঁচানো কংগ্রেসের কাছে একটি চ্যালেঞ্জ ৷ তবে এই সংকটও তারা কাটিয়ে উঠতে পারে, কারণ রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট দেওয়া বিদ্রোহী বিধায়করা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন । সূত্রের খবর, যে বিধায়করা ক্রস ভোটিং করেছেন, তাঁরা দলের সমর্থনে দাঁড়িয়েছেন কিন্তু তাঁরা সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে । এমন পরিস্থিতিতে, সুখবিন্দর সিং সুখুর পদত্যাগ নিশ্চিত বলে মনে করা হচ্ছে, কারণ তাঁর প্রস্থান কংগ্রেস সরকারকে বাঁচাতে পারবে ।

হাইকমান্ডের নজরে হিমাচল: উত্তর ভারতের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হিমাচলপ্রদেশ । এমন পরিস্থিতিতে গোটা ঘটনার দিকে নজর রাখছে কংগ্রেস হাইকমান্ড । সমস্যা সমাধানকারী হিসাবে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং কর্ণাটকের ডেপুটি সিএম ডিকে শিবকুমারকে সিমলায় পাঠানো হয়েছে । যাঁরা বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে দেখা করে তাঁদের বোঝানোর চেষ্টা করবেন । সূত্রের খবর, যে কংগ্রেস বিধায়করা বিদ্রোহ ঘোষণা করেছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর মুখ বদলানোর দাবিতে অনড় ।

কে হবেন মুখ্যমন্ত্রী ? মুখ্যমন্ত্রীর মুখ বদল করে সরকার বাঁচানোই আগে প্রয়োজন বলে মনে করছেন সবাই । হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর প্রশ্ন উঠেছে সুখুর বিদায়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন । সূত্রের মতে, হিমাচল সরকারের ডেপুটি সিএম মুকেশ অগ্নিহোত্রীর নাম নিয়ে ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু হাইকমান্ডের পাঠানো পর্যবেক্ষকরা বিধায়কদের মন যাচাই করতে চাইছেন ৷ এটি লক্ষণীয় যে, 2022 সালের বিধানসভা নির্বাচনেও যখন কংগ্রেস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তখন মুকেশ অগ্নিহোত্রীর নাম মুখ্যমন্ত্রী পদের দৌড়ে ছিল, কিন্তু সুখবিন্দর সুখু সেই দৌড়ে জয়ী হন ৷ মাত্র 14 মাস পরে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, হাইকমান্ডকে আবার মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হচ্ছে ।

যে বিধায়করা ক্রস ভোটিং করেছেন: হিমাচলের অনেক বিধায়ক দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন । বিশেষ করে ধর্মশালার বিধায়ক সুধীর শর্মা এবং সুজনপুরের বিধায়ক রাজেন্দ্র রানা গত বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন । তাঁর সোশাল মিডিয়া পোস্টেও তাঁর অসন্তোষ প্রকাশ পেয়েছে ৷ উভয় বিধায়ককে মন্ত্রী পদের দৌড়ে বলে মনে করা হয়েছিল, কিন্তু 14 মাস পরে তাঁরা দুজনেই মন্ত্রী হতে অস্বীকার করেন । মঙ্গলবার সুধীর শর্মা এবং রাজেন্দ্র রানা ছাড়াও, কংগ্রেস বিধায়ক ইন্দ্রদত্ত লখনপাল, দেবেন্দ্র কুমার ভুট্টো, রবি ঠাকুর এবং চৈতন্য শর্মা ক্রস ভোটিং করেন । এছাড়াও, নির্দল বিধায়ক আশিস শর্মা, হোশিয়ার সিং এবং কেএল ঠাকুরও বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দিয়েছেন । রাজ্যসভা ভোটের পরে হরিয়ানার পঞ্চকুলায় ক্যাম্প করেছিলেন কংগ্রেস বিধায়করা । এই বিধায়করা সিআরপিএফ এবং হরিয়ানা পুলিশের সুরক্ষায় হরিয়ানায় পৌঁছন । এইভাবে 6 কংগ্রেস এবং 3 নির্দল বিধায়কের অসন্তোষ সুখু সরকারকে মাঝপথে আটকে দিয়েছে ।

রাজ্যসভা নির্বাচনে কী হল ? মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে মোট 9 জন বিধায়ক ক্রস ভোট দিয়েছেন । যার কারণে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি এবং বিজেপি প্রার্থী হর্ষ মহাজন পেয়েছেন 34-34 ভোট । এরপর বিজেপি প্রার্থী হর্ষ মহাজন লটারির মাধ্যমে রাজ্যসভার দৌড়ে জিতেছেন । এটি কংগ্রেসকে খুবই অস্বস্তিতে ফেলেছে ৷ কারণ কংগ্রেসের 40 জন বিধায়ক নিয়ে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার রয়েছে । যেখানে বিজেপির মাত্র 25 জন বিধায়ক আর নির্দল বিধায়ক 3 জন । হিমাচলের রাজ্যসভা নির্বাচনে জয়ের সংখ্যা ছিল 35 । যার থেকে বিজেপি অনেক দূরে ছিল ৷ কিন্তু কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণে কংগ্রেসকে হারতে হয়েছে ৷ নির্দল বিধায়করাও সরকারের সঙ্গে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু 3 জন নির্দল এবং 6 জন কংগ্রেস বিধায়ক ক্রস-ভোট করেছেন এবং বিজেপি প্রার্থীকে 34 ভোট পাইয়ে দিয়েছেন ।

আরও পড়ুন:

  1. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের
  2. সিধু মুসেওয়ালা খুনের 2 বছর পর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তাঁর 58 বছরের মা
  3. রাজীব গান্ধি হত্যা মামলায় দোষী সান্থানের মৃত্যু চেন্নাইয়ে
Last Updated : Feb 28, 2024, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.