পুনে, 2 অক্টোবর: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা মহাষ্ট্রের পুনেতে ৷ হেলিপ্যাড থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে কপ্টারটি ৷ সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তাতে ৷ ঘটনায় চপারের 2 পাইল্ট-সহ এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
স্থানীয় প্রশাসনিক আধিকারিকের মতে, বুধবার পুনের অক্সফোর্ড গলফ কোর্সের হেলিপ্যাড থেকে মুম্বইয়ের জুহুর উদ্দেশে রওনা দিয়েছিল চপারটি ৷ সকাল 6টা 45 মিনিটে বাভধানের পাহাড়ি এলাকার কাছে সেটি ভেঙে পড়ে ৷ সঙ্গে সঙ্গে তাতে আগুনও লেগে যায় ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন ৷ পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় কুমার বলেন, "দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ খবর পাওয়া মাত্রই পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷" ঘটনার তদন্তের জন্য মুম্বই থেকে একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছয় বলে জানান তিনি ৷
ভেঙে পড়ার পরই চপারটিতে আগুন লেগে যায় ৷ তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত চলছে বলে জানান পুলিশ কমিশনার ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত চপারটি দিল্লির একটি উড়ান সংস্থার ছিল ৷ স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে মুম্বই থেকে পুনিয়ত আলন এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি সুনীল তৎকারেকে আনতে যাচ্ছিল বিমানটি ৷
মহারাষ্ট্রের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত পাতিল জানান, কিছু প্রযুক্তিগত সমস্যা এবং খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান ৷ পুরো ঘটনার তদন্ত করা হবে ৷ নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
- পড়ুন: পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার
প্রসঙ্গত, মাত্র কয়েকদিনের ব্যবধানে পুনের পাহাড়ি এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের দুর্ঘটনা ঘটল ৷ গত 24 অগস্ট পুনের মুলশি তহসিলে ভেঙে পড়ে মুম্বই থেকে হায়দরাবাদগামী হেলিকপ্টার ৷
জানা গিয়েছে, গ্লোবাল ভেকট্রা কোম্পানির ওই হেলিকপ্টারে মোট 4 জন সওয়ারি ছিলেন ৷ যদিও বরাত জোরে প্রাণে বেঁচে যান 4 জনই ৷ প্রাথমিক তদন্তে মনে করা হয়, খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটে ৷