ETV Bharat / bharat

এপ্রিলেই তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই ! প্রবল তাপপ্রবাহের সতর্কতা 3 রাজ্যে - HEATWAVE PREDICTION FOR TELANGANA - HEATWAVE PREDICTION FOR TELANGANA

Heatwave Alert: 8 এপ্রিল আইএমডি রায়ালসিমা, উত্তর কর্ণাটক, তেলেঙ্গানার বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সোমবার হাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দিল্লিতে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকলেও রাত এবং ভোরবেলায় বেশ ঠান্ডা হয়ে যাবে ৷

Heatwave Alert
এপ্রিলেই তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই! প্রবল তাপপ্রবাহের সতর্কতা তিন রাজ্যে
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 5:22 PM IST

নয়াদিল্লি, 8 এপ্রিল: ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বা আবহাওয়া দফতর সোমবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালাসিমা, তেলেঙ্গানা এবং অভ্যন্তরীণ কর্ণাটকে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ৷ 9 এপ্রিল পর্যন্ত পূর্ব, মধ্য এবং উপকূলীয় ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দেশের রাজধানী দিল্লিতে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকলেও রাত এবং ভোরবেলায় গরম কম থাকবে ৷

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, 8 এপ্রিল রায়ালাসিমা, উত্তর কর্ণাটক, তেলেঙ্গানার বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 8 এপ্রিল কর্ণাটকে, বেলাগাভি, বিদর, বিজয়পুরা, বাগালকোট, গাদাগ, কালবুর্গি, হাভেরি, ধারওয়াড়, কোপ্পাল, রাইচুর, ইয়াদাগিরি, বল্লারি, চিত্রদুর্গ, দাভানগের এবং বিজয়নগরে তাপপ্রবাহ চলতে পারে ।

আইএমডি তার সকালের বুলেটিনে বলেছে, “আগামী 2 দিনে কর্ণাটকের উত্তরের সমস্ত জেলা এবং বেঙ্গালুরুর গ্রামীণ ও শহুরে এলাকা, রামনগর, শিবমোগা, দাভানাগেরে, মহীশূর, মান্ডা, হাসান এবং তুমকুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আইএমডি সোমবার মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং মারাঠওয়াড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে । "পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং মারাঠওয়াড়ার বিভিন্ন স্থানে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়) সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) পূর্বাভাস রয়েছে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার উপর বিভিন্ন স্থানে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) সম্ভাবনা রয়েছে ৷ হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে পশ্চিমবঙ্গ ও সিকিমে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ অরুণাচল প্রদেশ, কেরল ও মাহে এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের বিচ্ছিন্ন এলাকায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

এছাড়াও, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মারাঠওয়াড়া, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 এপ্রিল থেকে11 এপ্রিল এবং মধ্য মহারাষ্ট্রে বজ্রপাত-সহ ঝড়, এবং ঝোড়ো হাওয়া (হাওয়ার বেগ 30-50 কিলোমিটার প্রতি ঘণ্টা)-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন:

  1. ঘূর্ণাবর্তের জেরে হালকা বৃষ্টি দক্ষিণে, এক ধাক্কায় পারদ নামল 5 ডিগ্রি
  2. তপ্ত বেঙ্গালুরুতে রেকর্ড তাপমাত্রা, আরও তীব্র জল সংকট
  3. নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দিতে এআই প্রযুক্তি ব্যবহার সিদ্ধান্ত আইএমডির

নয়াদিল্লি, 8 এপ্রিল: ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বা আবহাওয়া দফতর সোমবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালাসিমা, তেলেঙ্গানা এবং অভ্যন্তরীণ কর্ণাটকে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ৷ 9 এপ্রিল পর্যন্ত পূর্ব, মধ্য এবং উপকূলীয় ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দেশের রাজধানী দিল্লিতে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকলেও রাত এবং ভোরবেলায় গরম কম থাকবে ৷

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, 8 এপ্রিল রায়ালাসিমা, উত্তর কর্ণাটক, তেলেঙ্গানার বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 8 এপ্রিল কর্ণাটকে, বেলাগাভি, বিদর, বিজয়পুরা, বাগালকোট, গাদাগ, কালবুর্গি, হাভেরি, ধারওয়াড়, কোপ্পাল, রাইচুর, ইয়াদাগিরি, বল্লারি, চিত্রদুর্গ, দাভানগের এবং বিজয়নগরে তাপপ্রবাহ চলতে পারে ।

আইএমডি তার সকালের বুলেটিনে বলেছে, “আগামী 2 দিনে কর্ণাটকের উত্তরের সমস্ত জেলা এবং বেঙ্গালুরুর গ্রামীণ ও শহুরে এলাকা, রামনগর, শিবমোগা, দাভানাগেরে, মহীশূর, মান্ডা, হাসান এবং তুমকুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

আইএমডি সোমবার মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং মারাঠওয়াড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে । "পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং মারাঠওয়াড়ার বিভিন্ন স্থানে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়) সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) পূর্বাভাস রয়েছে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার উপর বিভিন্ন স্থানে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) সম্ভাবনা রয়েছে ৷ হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে পশ্চিমবঙ্গ ও সিকিমে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার (হাওয়ার বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায়) পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ অরুণাচল প্রদেশ, কেরল ও মাহে এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের বিচ্ছিন্ন এলাকায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

এছাড়াও, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মারাঠওয়াড়া, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 এপ্রিল থেকে11 এপ্রিল এবং মধ্য মহারাষ্ট্রে বজ্রপাত-সহ ঝড়, এবং ঝোড়ো হাওয়া (হাওয়ার বেগ 30-50 কিলোমিটার প্রতি ঘণ্টা)-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

আরও পড়ুন:

  1. ঘূর্ণাবর্তের জেরে হালকা বৃষ্টি দক্ষিণে, এক ধাক্কায় পারদ নামল 5 ডিগ্রি
  2. তপ্ত বেঙ্গালুরুতে রেকর্ড তাপমাত্রা, আরও তীব্র জল সংকট
  3. নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দিতে এআই প্রযুক্তি ব্যবহার সিদ্ধান্ত আইএমডির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.