ETV Bharat / bharat

বিহারে তাপপ্রবাহে 24 ঘণ্টায় 19 জনের মৃত্যু - Heat Stroke In Bihar - HEAT STROKE IN BIHAR

Heat Stroke In Bihar: বিহারে প্রচণ্ড গরম । এতে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে । গত 24 ঘন্টায় রাজ্যে 19 জনের মৃত্যু হয়েছে । অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪৫-এর কাছাকাছি ।

Heat Stroke In Bihar
বিহারে তাপপ্রবাহ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 5:57 PM IST

পটনা, 30 মে: বিহারে তীব্র দাবদাহে গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 19 জন । নিহতদের মধ্যে একজন এএসআই ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত একজন জওয়ানও রয়েছেন । বিহারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।

বিহারের বক্সারের বিভিন্ন থানা এলাকায় গত 24 ঘণ্টায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে । বুধবার উত্তরপ্রদেশের এক যুবকের মৃতদেহ পাওয়া যায় সিকরাউল থানা এলাকার রাস্তার পাশে । স্থানীয় লোকজন জানান, তীব্র রোদের কারণে তাঁর মৃত্যু হয়েছে । শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না । গভীর রাতে বক্সারের নবনগর থানা এলাকায় এক বিএমপি জওয়ানের মৃত্যু হয় । বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার বলেন, “বিএমপি সৈনিক গোর্খা রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল । ফ্ল্যাগমার্চের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।'' বৃহস্পতিবার ইটাদি পিএইচসির এক কর্মচারীকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন:

রোহতাসেও ইন্সপেক্টর-সহ তিনজনের মৃত্যু হয়েছে । রোহতাসের দেহরিতে পুলিশ লাইনে নিযুক্ত ইন্সপেক্টর দেবনাথ রাম হিটস্ট্রোকে মারা গিয়েছেন । তিনি ভোজপুরের বিহিয়ানের বাসিন্দা ছিলেন । এছাড়া করঘর বাধড়ি বাজারেও গরমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । এছাড়া সাসারাম সিটি থানার কালীস্থানের কাছে তাপপ্রবাহে এক মহিলারও মৃত্যু হয়েছে । ভোজপুরে প্রচণ্ড গরমে তিনজনের মৃত্যু হয়েছে । গজরাজগঞ্জ, বাধরা ও জগদীশপুরে তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতদের নাম চন্দ্রম গিরি (80), গুপ্ত নাথ শর্মা (60) ও কেশব প্রসাদ সিং (30) ৷

Heat Stroke In Bihar
বিহারে তাপপ্রবাহ (নিজস্ব চিত্র)

নালন্দায় গত 24 ঘণ্টায় গরমে তিনজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে বিজয় কুমার সিনহা ওরফে সুরেন্দ্র প্রসাদ নামে এক শিক্ষক, একজন হোম গার্ড জওয়ান ও একজন কৃষক রয়েছেন । মৃত হোমগার্ড জওয়ানের নাম রমেশ প্রসাদ (54) ৷ ইসলামপুর ব্লকের মোহন চক গ্রামের বাসিন্দা বিজয় কুমার সিনহা থারথারি মিডল স্কুলে চাকরি করতেন । স্কুলেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

পশ্চিম চম্পারণেও তাপপ্রবাহ দেখা গিয়েছে । এখানে দু’জন মারা গিয়েছেন । চাঁপাতিয়া থানা এলাকার মহানকুলিতে 40 বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । যা শনাক্ত করা যায়নি । রামনগরের মাজরা গ্রামে হিটস্ট্রোকে মৃত্যু হয় 16 বছরের গোলুর । গোপালগঞ্জে হিট স্ট্রোকে নেপালগামী এক পর্যটকের মৃত্যু হয়েছে । মৃত সোমনাথ আগ্রে (60) মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা । অরুণাচল থেকে আরওয়ালে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা নিক্কু আহুজা নামে এক জওয়ানের মৃত্যু হয়েছে ৷ শেখপুরায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অঙ্গনওয়াড়ি সহকারীর । বেগুসরাইয়ে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন এক কৃষক ।

আরও পড়ুন:

পটনা, 30 মে: বিহারে তীব্র দাবদাহে গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 19 জন । নিহতদের মধ্যে একজন এএসআই ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত একজন জওয়ানও রয়েছেন । বিহারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।

বিহারের বক্সারের বিভিন্ন থানা এলাকায় গত 24 ঘণ্টায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে । বুধবার উত্তরপ্রদেশের এক যুবকের মৃতদেহ পাওয়া যায় সিকরাউল থানা এলাকার রাস্তার পাশে । স্থানীয় লোকজন জানান, তীব্র রোদের কারণে তাঁর মৃত্যু হয়েছে । শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না । গভীর রাতে বক্সারের নবনগর থানা এলাকায় এক বিএমপি জওয়ানের মৃত্যু হয় । বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার বলেন, “বিএমপি সৈনিক গোর্খা রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল । ফ্ল্যাগমার্চের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয় । এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।'' বৃহস্পতিবার ইটাদি পিএইচসির এক কর্মচারীকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন:

রোহতাসেও ইন্সপেক্টর-সহ তিনজনের মৃত্যু হয়েছে । রোহতাসের দেহরিতে পুলিশ লাইনে নিযুক্ত ইন্সপেক্টর দেবনাথ রাম হিটস্ট্রোকে মারা গিয়েছেন । তিনি ভোজপুরের বিহিয়ানের বাসিন্দা ছিলেন । এছাড়া করঘর বাধড়ি বাজারেও গরমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । এছাড়া সাসারাম সিটি থানার কালীস্থানের কাছে তাপপ্রবাহে এক মহিলারও মৃত্যু হয়েছে । ভোজপুরে প্রচণ্ড গরমে তিনজনের মৃত্যু হয়েছে । গজরাজগঞ্জ, বাধরা ও জগদীশপুরে তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতদের নাম চন্দ্রম গিরি (80), গুপ্ত নাথ শর্মা (60) ও কেশব প্রসাদ সিং (30) ৷

Heat Stroke In Bihar
বিহারে তাপপ্রবাহ (নিজস্ব চিত্র)

নালন্দায় গত 24 ঘণ্টায় গরমে তিনজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে বিজয় কুমার সিনহা ওরফে সুরেন্দ্র প্রসাদ নামে এক শিক্ষক, একজন হোম গার্ড জওয়ান ও একজন কৃষক রয়েছেন । মৃত হোমগার্ড জওয়ানের নাম রমেশ প্রসাদ (54) ৷ ইসলামপুর ব্লকের মোহন চক গ্রামের বাসিন্দা বিজয় কুমার সিনহা থারথারি মিডল স্কুলে চাকরি করতেন । স্কুলেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

পশ্চিম চম্পারণেও তাপপ্রবাহ দেখা গিয়েছে । এখানে দু’জন মারা গিয়েছেন । চাঁপাতিয়া থানা এলাকার মহানকুলিতে 40 বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । যা শনাক্ত করা যায়নি । রামনগরের মাজরা গ্রামে হিটস্ট্রোকে মৃত্যু হয় 16 বছরের গোলুর । গোপালগঞ্জে হিট স্ট্রোকে নেপালগামী এক পর্যটকের মৃত্যু হয়েছে । মৃত সোমনাথ আগ্রে (60) মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা । অরুণাচল থেকে আরওয়ালে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা নিক্কু আহুজা নামে এক জওয়ানের মৃত্যু হয়েছে ৷ শেখপুরায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অঙ্গনওয়াড়ি সহকারীর । বেগুসরাইয়ে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন এক কৃষক ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.