ETV Bharat / bharat

সাংবাদিক বৈঠকে নাক দিয়ে রক্তপাত, হাসপাতালে ভর্তি কেন্দ্রীয়মন্ত্রী - HD Kumaraswamy Hospitalised

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 9:30 PM IST

Updated : Jul 28, 2024, 11:00 PM IST

HD Kumaraswamy Hospitalised: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্টিল মন্ত্রী কুমারস্বামী ৷ সাংবাদিক বৈঠকে চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

HD Kumaraswamy Hospitalised
তড়িঘড়ি হাসপাতালে ভর্তি কুমারস্বামী (ইটিভি ভারত)

বেঙ্গালুরু, 28 জুলাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ রবিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করছিলেন কর্ণাটকের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেই সময় হঠাৎ কুমারস্বামীর নাক থেকে রক্তপাত শুরু হয় ৷ রক্তে ভিজে যায় তাঁর জামা ৷ তিনি এক টুকরো কাপড় দিয়ে কোনও রকমে নাক চেপে ধরেন ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিন কর্ণাটকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে বিজেপি ও জেডিএস নেতাদের বৈঠক চলছিল ৷ এরপরই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর ছেলে অভিনেতা-রাজনীতিবিদ নিখিল কুমারস্বামী এবং জনতা দল সেকুলার (জেডিএস)-এর অন্যান্য শীর্ষ নেতারা হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

এইচডি কুমারস্বামী এদিন সকাল থেকেই ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৷ তিনি নানজানগুদ শহরের একটি মন্দিরেও যান ৷ এরপর বেশকিছু বৈঠক সেরে মাইসুরুতে আসেন ৷ বিকেলে, তিনি বেঙ্গালুরুতে পৌঁছে বিজেপি এবং জেডিএস নেতাদের বৈঠকে অংশ নেন ৷

এইচডি কুমারস্বামী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সঙ্গে সংবাদমাধ্যমের কাছে বক্তৃতা দিচ্ছিলেন ৷ বিএস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, কর্ণাটক শাখা বিজেপির সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র ও বিরোধী দলনেতা আর অশোকও সেই সময় হাজির ছিলেন ৷ হঠাৎ নাক দিয়ে রক্তপাত হয় কুমারস্বামীর। তাঁর সাদা জামাতেও রক্ত পড়ে থাকতে দেখা যায় ৷ তা সত্ত্বেও, এইচডি কুমারস্বামী আতঙ্কিত হননি ৷ ইয়েদুরাপ্পাকে সাংবাদিক বৈঠক চালিয়ে যেতে বলে নাকে হাতের তোয়ালে চেপে একপাশে চলে যান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেডিএস নেতারা জানান, কুমারস্বামীর স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই। অতিরিক্ত গরমের কারণে নাক থেকে রক্ত ​​পড়ছে। চিকিৎসকরা বিষয়টি দেখছেন ৷ তিনি শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি যাবেন বলেও জানান জেডিএস নেতারা।

বেঙ্গালুরু, 28 জুলাই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী ৷ রবিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করছিলেন কর্ণাটকের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেই সময় হঠাৎ কুমারস্বামীর নাক থেকে রক্তপাত শুরু হয় ৷ রক্তে ভিজে যায় তাঁর জামা ৷ তিনি এক টুকরো কাপড় দিয়ে কোনও রকমে নাক চেপে ধরেন ৷ তড়িঘড়ি তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিন কর্ণাটকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে বিজেপি ও জেডিএস নেতাদের বৈঠক চলছিল ৷ এরপরই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর ছেলে অভিনেতা-রাজনীতিবিদ নিখিল কুমারস্বামী এবং জনতা দল সেকুলার (জেডিএস)-এর অন্যান্য শীর্ষ নেতারা হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

এইচডি কুমারস্বামী এদিন সকাল থেকেই ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৷ তিনি নানজানগুদ শহরের একটি মন্দিরেও যান ৷ এরপর বেশকিছু বৈঠক সেরে মাইসুরুতে আসেন ৷ বিকেলে, তিনি বেঙ্গালুরুতে পৌঁছে বিজেপি এবং জেডিএস নেতাদের বৈঠকে অংশ নেন ৷

এইচডি কুমারস্বামী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সঙ্গে সংবাদমাধ্যমের কাছে বক্তৃতা দিচ্ছিলেন ৷ বিএস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, কর্ণাটক শাখা বিজেপির সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র ও বিরোধী দলনেতা আর অশোকও সেই সময় হাজির ছিলেন ৷ হঠাৎ নাক দিয়ে রক্তপাত হয় কুমারস্বামীর। তাঁর সাদা জামাতেও রক্ত পড়ে থাকতে দেখা যায় ৷ তা সত্ত্বেও, এইচডি কুমারস্বামী আতঙ্কিত হননি ৷ ইয়েদুরাপ্পাকে সাংবাদিক বৈঠক চালিয়ে যেতে বলে নাকে হাতের তোয়ালে চেপে একপাশে চলে যান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেডিএস নেতারা জানান, কুমারস্বামীর স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই। অতিরিক্ত গরমের কারণে নাক থেকে রক্ত ​​পড়ছে। চিকিৎসকরা বিষয়টি দেখছেন ৷ তিনি শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি যাবেন বলেও জানান জেডিএস নেতারা।

Last Updated : Jul 28, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.