হাথরস (উত্তরপ্রদেশ), 3 জুলাই: লাশের উপর লাশ ৷ এককথায় যাকে বলে মৃত্যুমিছিল ! হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্য়া বেড়েই চলেছে ৷ বুধবার পদপিষ্ট হয়ে মৃতের সংখ্য়া দাঁড়াল 121 জন ৷ আহত হয়েছেন 31 জন ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ পদপিষ্ট হওয়ার ঘটনায় দায়িত্ব কার, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিক বৈঠকে জানান, 121 জনের মধ্যে 6 জন অন্য রাজ্যের বাসিন্দা ৷ মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে 1 জন করে এবং হরিয়ানার 4 জন সৎসঙ্গে যোগ দিতে হাথরসে এসেছিলেন ৷
President of Russia Vladimir Putin sent a condolence message to President Droupadi Murmu and Prime Minister Narendra Modi over the tragic accident in Uttar Pradesh.
— ANI (@ANI) July 3, 2024
President of Russia Vladimir Putin wrote " kindly accept the most sincere condolences over the tragic accident in… pic.twitter.com/o96uvvE2kh
বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যে, পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় সংগঠনের প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকর-সহ বাকি আয়োজকদের নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এদিকে এফআইআর-এ নাম নেই স্বঘোষিত গডম্যান ভোলে বাবার ৷ মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না ৷ ভোলে বাবা খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷
अनुमति से तीन गुना ज्यादा भीड़, मौके पर प्रशासन नहीं, भीड़ मैनेजमेंट का इंतजाम नहीं, भीषण गर्मी से बचने का कोई उपाय नहीं, कोई मेडिकल टीम नहीं, घटना के बाद एंबुलेंस नहीं, मदद के लिए फोर्स नहीं, अस्पताल में डॉक्टर और सुविधाएं नहीं... लापरवाहियों की इतनी लंबी लिस्ट लेकिन किसी की…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 3, 2024
এই ঘটনার তদন্তে সামনে আসছে, ওই সৎসঙ্গ অনুষ্ঠানে প্রায় 80 হাজার ভক্তের জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই মতো ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন ৷ কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 2 লক্ষ 50 হাজারেরও বেশি ভক্ত ৷ স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷
ভোলে বাবা ওই এলাকায় বাবা নারায়ণ হরি নামেও পরিচিত ৷ তিনি আদৌ তাঁর আশ্রমের ভিতরেই রয়েছেন, নাকি অন্যত্র চলে গিয়েছেন, এ বিষয়ে আধিকারিকরা কিছুই জানাতে পারেননি ৷ তবে পুলিশের একাংশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজের আশ্রমের মধ্য়েই রয়েছেন ৷ উত্তরপ্রদেশের মৈনপুরীর বিচওয়ান গ্রামে ভোলে বাবার আশ্রমের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পিটিআই সূত্রে খবর, সেখানে মিডিয়ার কারও প্রবেশের অনুমতি নেই ৷
#WATCH | Hathras Stampede incident | Hathras: " ... i will not be able to tell what we have found. there are no specific things to collect from here, it is only the belongings of the devotees such as shoes and sheets used for sitting..," says a member of the forensic unit who… pic.twitter.com/IVs9uMDAoU
— ANI (@ANI) July 3, 2024
অন্যদিকে, মৃতদের মধ্যে 116 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেইসঙ্গে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷
এই হেল্পলাইন নম্বরগুলি হল:-
আগ্রা জোন কন্ট্রোল- 7839866849
আলীগড় রেঞ্জ কন্ট্রোল- 7839855724
আগ্রা রেঞ্জ কন্ট্রোল- 7839855724
হাথরস কন্ট্রোল- 9454417377
ইটা কন্ট্রোল- 9454417438
আলীগড় কন্ট্রোল- 7007459568
মঙ্গলবার রতিভানপুরের ফুলরাই গ্রামে ভোলে বাবার সৎসঙ্গের অনুষ্ঠান চলছিল ৷ অনুষ্ঠান শেষ হওয়ার পর সকলে একসঙ্গে বের হওয়ার সময় অংশগ্রহণকারীদের অনেকে ভোলে বাবার পায়ের ধুলো নিতে তাঁর দিকে এগিয়ে যাচ্ছিলেন ৷ উলটো দিকে অনেকে বেরিয়ে যাওয়ার পথে হাঁটছিলেন ৷ তখনই অংশগ্রহণকারীদের মধ্যে প্রচণ্ড ঠেলাঠেলি হয় ৷ পদপিষ্টের ঘটনা ঘটে ৷
এফআইআরে বলা হয়েছে, সৎসঙ্গ শেষ হওয়ার পরই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান স্বঘোষিত গুরু তথা ধর্ম প্রচারক ভোলে বাবা ওরফে সুরজপাল ৷ এদিকে তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য সেই সময় ছুটে যান ভক্তরা ৷ এই অবস্থায় জিটি রোডের উপরে প্রায় 3 মিটার গভীর জল এবং কাদায় দাঁড়িয়ে থাকা ভিড়কে সামলাতে হিমশিম খেয়ে যান অনুষ্ঠানের আয়োজক এবং পুলিশ প্রশাসন ৷ আর তাতেই ভিড়ের চাপ বেড়ে যায় এবং পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ৷
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল ৷ সঙ্গে ডগ স্কোয়াডও পৌঁছয় ঘটনাস্থলে ৷ দলের এক সদস্য জানান, এলাকা ঘুরে তেমন বিশেষ কিছু পাওয়া যায়নি ৷ শুধুমাত্র ভক্তদের জুতো এবং বাকি কিছু জিনিস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি ৷