ETV Bharat / bharat

স্কুলের 'উন্নতি'তে বলির নিদান, ভয়ে কেঁদে উঠতেই গলা টিপে খুন দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে - Hathras Black Magic Horror

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

Hathras School Horror: উত্তরপ্রদেশের হাথরাসের স্কুলে এক ভয়াবহ ঘটনা ! স্কুলের উন্নতির জন্য স্কুলেরই এক খুদে পড়ুয়ার বলি দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷ এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Hathras School Horror
হাথরাসে শিশু বলি (প্রতীকী ছবি)

হাথরাস, 27 সেপ্টেম্বর: হোস্টেলের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল 11 বছরের শিশুটি ৷ সেই সময় ঘর থেকে তুলে নিয়ে যান স্কুলের কয়েকজন শিক্ষক ৷ পরের দিন সকালে ঘরের মেঝেতে মিলল ওই খুদের নিথর দেহ ৷ অভিযোগ, স্কুলের উন্নতির জন্য শিশুটিকে বলি দেওয়ার জন্যই তুলে নিয়ে যান কয়েকজন শিক্ষক ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গত 23 সেপ্টেম্বর কোতওয়ালি এলাকার ডিএল পাব্লিক স্কুলে ঘটনাটি ঘটে ৷ তবে ঘটনার 3 দিন পর প্রকাশ্যে আনা হয় ৷ পুলিশ সূত্রে খবর, 23 তারিখ গভীর রাতে পড়ুয়াদের ঘুমিয়ে যাওয়ার পর ঘটনাটি ঘটানো হয় ৷ ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় শ্রেণির ছাত্রটিকে তুলে নিয়ে যাওয়া হয় বলি দেওয়ার স্থানে ৷ কিন্তু, সেখানে যাওয়ার পরই ঘুম ভেঙে যায় খুদের ৷ ভয়ে চিৎকার করে ওঠে সে ৷ এরপর তাকে গলা টিপে খুন করা হয় ৷ এমনই উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে বলে জানিয়েছে পুলিশ ৷

কী বললেন শিশুর পরিবার ? (ইটিভি ভারত)

এই ঘটনায় স্কুলের মালিক যশোধন সিং, স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল, প্রিন্সিপাল লক্ষণ সিং, শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি এবং বীরপাল সিং-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ভারতীয় ন্যয় সংহীতার 103(1) ধারায় একটি এফআইআর রুজু করা হয়েছে ৷

স্কুলটি কোতওয়ালি থানার অন্তর্গত রাসগাওয়াঁ এলাকায় অবস্থিত ৷ এই স্কুলেরই হোস্টেলে থাকত 11 বছরের শিশুটি ৷ কোতওয়ালি এলাকার চাঁদপা গ্রামের বাসিন্দা ওই খুদে ৷ পুলিশ জানিয়েছে, পরের দিন সকালে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় বাকি পড়ুয়ারা ৷ খবর দেওয়া হয় শিশুটির পরিবারকেও ৷ এরপর শরীর খারাপের অজুহাত দেখিয়ে শিশুটিকে গাড়ি করে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ডিরেক্টর তথা মালিকের ছেলে দীনেশ বাঘেল ৷ সেই সময় তাঁর পথ আটকে দেন শিশুটির মা-বাবা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷

ঘটনাস্থলে পৌঁছিয়ে হোস্টেলের ম্যানেজারকে আটক করে পুলিশ ৷ শিশুটির গলায় হাতের ছাপ দেখতে পান পুলিশকর্মীরা ৷ এরপরই ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ সেখানেই জানা যায়, গলা টিপে খুন করা হয়েছে খুদেটিকে ৷ এরপর খুদের বাবা কৃষ্ণ কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে সাহপাউ থানার পুলিশ ৷ তদন্তের পর বাকিদের গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশ আধিকারিক হিমাংশু মাথুর জানান, স্কুলের উন্নতির জন্য তন্ত্র সাধনার সিদ্ধান্ত নেন স্কুলের মালিক ৷ তার জন্য শিশুর বলি দেওয়ার কথাও বলেন তিনি ৷ সেই মতো পুরো পরিকল্পনা করা হয় ৷

হাথরাস, 27 সেপ্টেম্বর: হোস্টেলের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল 11 বছরের শিশুটি ৷ সেই সময় ঘর থেকে তুলে নিয়ে যান স্কুলের কয়েকজন শিক্ষক ৷ পরের দিন সকালে ঘরের মেঝেতে মিলল ওই খুদের নিথর দেহ ৷ অভিযোগ, স্কুলের উন্নতির জন্য শিশুটিকে বলি দেওয়ার জন্যই তুলে নিয়ে যান কয়েকজন শিক্ষক ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গত 23 সেপ্টেম্বর কোতওয়ালি এলাকার ডিএল পাব্লিক স্কুলে ঘটনাটি ঘটে ৷ তবে ঘটনার 3 দিন পর প্রকাশ্যে আনা হয় ৷ পুলিশ সূত্রে খবর, 23 তারিখ গভীর রাতে পড়ুয়াদের ঘুমিয়ে যাওয়ার পর ঘটনাটি ঘটানো হয় ৷ ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় শ্রেণির ছাত্রটিকে তুলে নিয়ে যাওয়া হয় বলি দেওয়ার স্থানে ৷ কিন্তু, সেখানে যাওয়ার পরই ঘুম ভেঙে যায় খুদের ৷ ভয়ে চিৎকার করে ওঠে সে ৷ এরপর তাকে গলা টিপে খুন করা হয় ৷ এমনই উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে বলে জানিয়েছে পুলিশ ৷

কী বললেন শিশুর পরিবার ? (ইটিভি ভারত)

এই ঘটনায় স্কুলের মালিক যশোধন সিং, স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল, প্রিন্সিপাল লক্ষণ সিং, শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি এবং বীরপাল সিং-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ভারতীয় ন্যয় সংহীতার 103(1) ধারায় একটি এফআইআর রুজু করা হয়েছে ৷

স্কুলটি কোতওয়ালি থানার অন্তর্গত রাসগাওয়াঁ এলাকায় অবস্থিত ৷ এই স্কুলেরই হোস্টেলে থাকত 11 বছরের শিশুটি ৷ কোতওয়ালি এলাকার চাঁদপা গ্রামের বাসিন্দা ওই খুদে ৷ পুলিশ জানিয়েছে, পরের দিন সকালে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় বাকি পড়ুয়ারা ৷ খবর দেওয়া হয় শিশুটির পরিবারকেও ৷ এরপর শরীর খারাপের অজুহাত দেখিয়ে শিশুটিকে গাড়ি করে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ডিরেক্টর তথা মালিকের ছেলে দীনেশ বাঘেল ৷ সেই সময় তাঁর পথ আটকে দেন শিশুটির মা-বাবা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷

ঘটনাস্থলে পৌঁছিয়ে হোস্টেলের ম্যানেজারকে আটক করে পুলিশ ৷ শিশুটির গলায় হাতের ছাপ দেখতে পান পুলিশকর্মীরা ৷ এরপরই ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ সেখানেই জানা যায়, গলা টিপে খুন করা হয়েছে খুদেটিকে ৷ এরপর খুদের বাবা কৃষ্ণ কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে সাহপাউ থানার পুলিশ ৷ তদন্তের পর বাকিদের গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশ আধিকারিক হিমাংশু মাথুর জানান, স্কুলের উন্নতির জন্য তন্ত্র সাধনার সিদ্ধান্ত নেন স্কুলের মালিক ৷ তার জন্য শিশুর বলি দেওয়ার কথাও বলেন তিনি ৷ সেই মতো পুরো পরিকল্পনা করা হয় ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.