ETV Bharat / bharat

গাছ লাগানোর জন্য ব্য়াঙ্কে লক্ষ লক্ষ টাকা ঋণ ! জানুন 'ট্রি ম্যান' কনস্টেবলকে - Tree Man

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 7:26 PM IST

Tree Man of Haryana: রোজগারের সবটা দিয়েই গাছ লাগান দেবেন্দ্র সুরা ৷ এর জন্য ব্যাঙ্ক থেকে 35 লক্ষ টাকা লোনও নিয়েছেন তিনি ৷ গাছই প্রাণ হরিয়ানার কনস্টেবল ট্রি ম্যানের ৷

Haryana News
ট্রি ম্যান দেবেন্দ্র সুরা (ইটিভি ভারত)

চণ্ডীগড়, 2 জুন: গাছ থাকলেই যে মানুষ ও বাকি প্রাণীরা বাঁচতে পারবে, তা বুঝেছেন এক কনস্টেবল ৷ তাই বিগত এক দশক ধরে সবুজ সংরক্ষণের উদ্দেশ্যে গাছ লাগিয়ে চলেছেন তিনি ৷ উত্তর ভারতের তীব্র তাপপ্রবাহের মধ্যেও চণ্ডীগড় পুলিশের কনস্টেবল দেবেন্দ্র সুরা সবুজের দূত হিসেবে কাজ করে চলেছেন ৷ সুবজকে বাঁচাতে তাঁর এই প্রচারের জন্য দেবেন্দ্রকে লোকে চেনে 'ট্রি ম্যান' নামে ৷

2014 সাল থেকে প্রকৃতি সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করে চলেছেন দেবেন্দ্র ৷ গাছ লাগানোর জন্য তিনি নিজের পুরো বেতন খরচ করেন ৷ প্রকৃতির প্রতি এই ভালোবাসার জন্য তিনি লক্ষাধিক টাকা ধারও করেছেন ৷ হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা দেবেন্দ্র নিজের এলাকাতে একটি নার্সারি তৈরি করেছেন ৷ নাম দিয়েছেন জনতা নার্সারি ৷

এটি স্থাপনের জন্য তিনি ব্য়াঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ সাধারণ জীবনযাপনে অভ্য়স্ত দেবেন্দ্র প্রকৃতিকে ভালোবেসে প্রতি বছর হাজার হাজার গাছ লাগান ৷ এক দশকেরও বেশি সময়ে তিনি বিভিন্ন জায়গায় আড়াই লক্ষেরও বেশি গাছ লাগিয়েছেন বলে জানান দেবেন্দ্র ৷ তাঁর কথায়, গাছ লাগানোর জন্য এখনও পর্যন্ত তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ছ'বারে 35 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ তিনি প্রথমেই বাড়িতে বলেছিলেন তাঁর বেতন বৃক্ষরোপণে ব্যয় করবেন ৷ তাঁর অবসরপ্রাপ্ত সেনাকর্মী বাবা সংসারের ব্যয়ভার বহন করবেন ৷

Tree Man
হরিয়ানার ট্রি ম্যান দেবেন্দ্র সুরা (ইটিভি ভারত)

দেবেন্দ্র জানিয়েছেন, তিনি তাঁর জীবনের জন্য দিনে দু'বেলা খাবারের ব্যবস্থা করতে পারেন ৷ আর এর জন্য তিনি খুব খুশি ৷ তবে বৃক্ষরোপণ অভিযানের সময়ও তাঁকে বিভিন্ন চ্য়ালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷ এক্ষেত্রে চণ্ডীগড় পুলিশের ডিজিপি, এসএসপি-সহ অনেক আইএএস ও আইপিএস অফিসার সাহায্য করেছেন ৷

প্রকৃতি প্রেমী দেবেন্দ্র সময় পেলেই হরিয়ানার বিভিন্ন জেলা যেমন সোনিপত, রোহতক, মহেন্দ্রগড়, কারনাল ও অন্য জায়গায় ভ্রমণ করেন ৷ সব জায়গায় তাঁর মতো প্রকৃতি প্রেমীদের সহায়তায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেন ৷ এর আগে পঞ্চায়েত ও অন্য সরকারি সংস্থা থেকে অনুমোদন নেওয়ার পর তিনি পঞ্চায়েতের জমি ও অন্য খালি সরকারি জমিতে সম্মিলিতভাবে গাছ লাগান ৷ তিনি জানান, এখন বিভিন্ন জেলা থেকে যুবকরা তাঁকে বৃক্ষরোপণের জন্য ডাকাডাকি করে ৷

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি 2023 সালে দিল্লি আইআইটিতে দেবেন্দ্র সুরাকে সম্মানিত করেন ৷ বর্তমানে কনস্টেবল দেবেন্দ্র চণ্ডীগড় পুলিশের ভিআইপি নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত রয়েছেন ৷ তিনি সেক্টর 3 পুলিশ স্টেশনে থাকেন ৷ সেখান থেকে সাইকেলে চেপে স্থানীয় এলাকাগুলিতে প্রকৃতি সংরক্ষণের জন্য সচেতনতার কাজ করেন ৷ দেবেন্দ্র জানিয়েছেন, তাঁর দুটি সাইকেল আছে ৷ একটি চণ্ডীগড়ে ও একটি সোনিপতে ৷ কাছাকাছি জায়গাগুলি তিনি সাইকেলে যাতায়াত করেন ৷ দূরে কোথাও যেতে গেলে তিনি ট্রেন ও বাসের মতো পাবলিক ট্রান্সপোর্টগুলিতে যান ৷

চণ্ডীগড়, 2 জুন: গাছ থাকলেই যে মানুষ ও বাকি প্রাণীরা বাঁচতে পারবে, তা বুঝেছেন এক কনস্টেবল ৷ তাই বিগত এক দশক ধরে সবুজ সংরক্ষণের উদ্দেশ্যে গাছ লাগিয়ে চলেছেন তিনি ৷ উত্তর ভারতের তীব্র তাপপ্রবাহের মধ্যেও চণ্ডীগড় পুলিশের কনস্টেবল দেবেন্দ্র সুরা সবুজের দূত হিসেবে কাজ করে চলেছেন ৷ সুবজকে বাঁচাতে তাঁর এই প্রচারের জন্য দেবেন্দ্রকে লোকে চেনে 'ট্রি ম্যান' নামে ৷

2014 সাল থেকে প্রকৃতি সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করে চলেছেন দেবেন্দ্র ৷ গাছ লাগানোর জন্য তিনি নিজের পুরো বেতন খরচ করেন ৷ প্রকৃতির প্রতি এই ভালোবাসার জন্য তিনি লক্ষাধিক টাকা ধারও করেছেন ৷ হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা দেবেন্দ্র নিজের এলাকাতে একটি নার্সারি তৈরি করেছেন ৷ নাম দিয়েছেন জনতা নার্সারি ৷

এটি স্থাপনের জন্য তিনি ব্য়াঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ সাধারণ জীবনযাপনে অভ্য়স্ত দেবেন্দ্র প্রকৃতিকে ভালোবেসে প্রতি বছর হাজার হাজার গাছ লাগান ৷ এক দশকেরও বেশি সময়ে তিনি বিভিন্ন জায়গায় আড়াই লক্ষেরও বেশি গাছ লাগিয়েছেন বলে জানান দেবেন্দ্র ৷ তাঁর কথায়, গাছ লাগানোর জন্য এখনও পর্যন্ত তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ছ'বারে 35 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ তিনি প্রথমেই বাড়িতে বলেছিলেন তাঁর বেতন বৃক্ষরোপণে ব্যয় করবেন ৷ তাঁর অবসরপ্রাপ্ত সেনাকর্মী বাবা সংসারের ব্যয়ভার বহন করবেন ৷

Tree Man
হরিয়ানার ট্রি ম্যান দেবেন্দ্র সুরা (ইটিভি ভারত)

দেবেন্দ্র জানিয়েছেন, তিনি তাঁর জীবনের জন্য দিনে দু'বেলা খাবারের ব্যবস্থা করতে পারেন ৷ আর এর জন্য তিনি খুব খুশি ৷ তবে বৃক্ষরোপণ অভিযানের সময়ও তাঁকে বিভিন্ন চ্য়ালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷ এক্ষেত্রে চণ্ডীগড় পুলিশের ডিজিপি, এসএসপি-সহ অনেক আইএএস ও আইপিএস অফিসার সাহায্য করেছেন ৷

প্রকৃতি প্রেমী দেবেন্দ্র সময় পেলেই হরিয়ানার বিভিন্ন জেলা যেমন সোনিপত, রোহতক, মহেন্দ্রগড়, কারনাল ও অন্য জায়গায় ভ্রমণ করেন ৷ সব জায়গায় তাঁর মতো প্রকৃতি প্রেমীদের সহায়তায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেন ৷ এর আগে পঞ্চায়েত ও অন্য সরকারি সংস্থা থেকে অনুমোদন নেওয়ার পর তিনি পঞ্চায়েতের জমি ও অন্য খালি সরকারি জমিতে সম্মিলিতভাবে গাছ লাগান ৷ তিনি জানান, এখন বিভিন্ন জেলা থেকে যুবকরা তাঁকে বৃক্ষরোপণের জন্য ডাকাডাকি করে ৷

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি 2023 সালে দিল্লি আইআইটিতে দেবেন্দ্র সুরাকে সম্মানিত করেন ৷ বর্তমানে কনস্টেবল দেবেন্দ্র চণ্ডীগড় পুলিশের ভিআইপি নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত রয়েছেন ৷ তিনি সেক্টর 3 পুলিশ স্টেশনে থাকেন ৷ সেখান থেকে সাইকেলে চেপে স্থানীয় এলাকাগুলিতে প্রকৃতি সংরক্ষণের জন্য সচেতনতার কাজ করেন ৷ দেবেন্দ্র জানিয়েছেন, তাঁর দুটি সাইকেল আছে ৷ একটি চণ্ডীগড়ে ও একটি সোনিপতে ৷ কাছাকাছি জায়গাগুলি তিনি সাইকেলে যাতায়াত করেন ৷ দূরে কোথাও যেতে গেলে তিনি ট্রেন ও বাসের মতো পাবলিক ট্রান্সপোর্টগুলিতে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.