চণ্ডীগড়, 12 মার্চ: রাজনৈতিক সংকট হরিয়ানায় ৷ বিজেপি-জেজেপি জোটের মধ্যে বিবাদের মধ্যেই মঙ্গলবার পদত্যাগ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা আজ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ।
লোকসভা নির্বাচনের মুখে আসন ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র জোটে ফাটল ধরবে বলে জল্পনা চলছিল ৷ তারই মধ্যে আজ সকালে ইস্তফা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও তাঁর গোটা মন্ত্রিসভা ৷ সূত্র জানিয়েছে, খট্টর চণ্ডীগড়ে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে । তিনি সাতজন নির্দল বিধায়ককেও আমন্ত্রণ জানিয়েছেন । সেই বৈঠকেই স্থির হতে পারে হরিয়ানার রাজনীতির ভবিষ্যতের রূপরেখা ৷ জেজেপিকে জোটের বাইরে রেখে হরিয়ানায় বিজেপির ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে আলোচনা করার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাথমিক এজেন্ডায় ৷
উল্লেখ্য, হরিয়ানায় বর্তমানে 90 সদস্যের বিধানসভায় বিজেপির 41 জন বিধায়ক রয়েছে এবং জেজেপি-র রয়েছে 10 জন বিধায়ক । সাতজন নির্দল বিধায়কের মধ্যে ছয়জনের সমর্থনও রয়েছে শাসকজোটের পাশে ৷ প্রধান বিরোধী দল কংগ্রেসের 30 জন বিধায়ক এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টির একটি করে আসন রয়েছে ।
বিজেপি এবং জেজেপি-র মধ্যে আসন ভাগাভাগির অমীমাংসিত ইস্যু থেকে এই ফাটল দেখা দিয়েছে । সোমবার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং আসন বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি । উচ্চপর্যায়ের আলোচনার পরও পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসন বণ্টনের ফর্মুলা তৈরি হয়নি বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: