নয়াদিল্লি, 11 জুলাই: জিম মালিককে বাড়ির সামনে ধারাল অস্ত্রের কোপ ৷ ঘটনাস্থলেই মত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ মৃতের নাম সুমিত চৌধুরী ওরফে প্রেম (28) ৷ তিনি জিমের পাশাপাশি একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির ব্যবসা করতেন ৷ বুধবার উত্তর দিল্লির গামরি এক্সটেনশন রোড এলাকার ঘটনাটি ঘটেছে ৷
পুলিশ সূত্রে খবর, উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকারা বাসিন্দা ওই ব্যক্তি ৷ বেশ কয়েকজন যুবক ওই ব্যক্তির উপর হামলা চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ ৷ 21 বারেরও বেশি ও ব্যক্তির মুখে ছুরি মারা হয় বলে জানা গিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ওই ব্যক্তি স্ত্রী ও তাঁর 3 বছরের সন্তানের সঙ্গে থাকতেন ৷
ঘটনা প্রসঙ্গেই পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর পূর্ব) জয় টির্কে বলেন, "ওই ব্যক্তি বুধবার রাতে তাঁর বাড়ির বাইরে বসেছিলেন ৷ সেই সময়েই তিন-চারজন লোকের সঙ্গে তাঁর ঝগড়া হয়। যারা ওই ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণ করেন ৷ মুখে, গলায়, বুকে ও পেটে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে তারা । তাঁর মুখে 21 বারের বেশি ছুরিকাঘাতের ক্ষত চিহ্নের প্রমাণ মিলেছে ৷ ওই ব্যক্তি একটি খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত ৷ সম্প্রতি জামিন পেয়েছিলেন ৷" সিসিটিভই ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল ৷ বেশ কিছুদিন ধরেই তিনি পুলিশ হেফাজতে ছিলেন ৷ সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন ৷ সেই ঘটনার সঙ্গে হামলাকারীরা যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷