ETV Bharat / bharat

4 লক্ষ খরচ, পাত পেড়ে খেলেন 1500 লোক ! গাড়ির ‘শ্রাদ্ধ’ করলেন ব্যবসায়ী - FUNERAL FOR LUCKY CAR

প্রিয় গাড়িকে বিদায় জানালেন সঞ্জয় পোলারা ৷ জমজমাট আয়োজনে খরচ হল 4 লক্ষ টাকা ৷ খাওয়াদাওয়া করলেন গ্রামের 1500 লোক ৷

Gujarat family holds funeral for their lucky car
গাড়ির ‘শ্রাদ্ধ’ করলেন ব্যবসায়ী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 7:02 PM IST

আমরেলি (গুজরাত), 9 নভেম্বর: প্রিয় মানুষের অন্ত্যেষ্টি ক্রিয়া অনেকেই ধুমধাম করে পালন করেন ৷ এলাহী বন্দোবস্ত করেন প্রিয় মানুষরটির সম্মানে ৷ কিন্তু তা বলে গাড়ির ‘শ্রাদ্ধ’ ! কখনও শুনেছেন ? তাও যদিও হয় 4 লক্ষ টাকা খরচ করে, দেড় হাজার লোককে খাইয়ে ৷ এই ঘটনাই ঘটেছে গুজরাতের আমরেলি জেলায় ৷ জমজমাট আয়োজনে প্রিয় গাড়িকে বিদায় জানালেন সঞ্জয় পোলারা ৷

কী হয়েছে ?

12 বছর ধরে সঙ্গ দিয়েছে গাড়িটি । ফলে ওয়াগন আর মডেলের গাড়িটির সঙ্গে ‘আত্মার সম্পর্ক’ হয়ে গিয়েছিল গুজরাতি পরিবারটির ৷ তাঁদের বিশ্বাস, গাড়িটি তাঁদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে ৷ ফলে যখন নতুন গাড়ি কেনার সময় এসেছে, পুরনো গাড়িটিকে ফেলে দিতে পারেননি তাঁরা ৷ 1,500 লোক খাইয়ে, 4 লক্ষ টাকা খরচে জমকালো অনুষ্ঠান করে বিদায় জানিয়েছেন প্রিয় গাড়িকে ৷

4 লক্ষ খরচ, পাত পেড়ে খেলেন 1500 লোক ! গাড়ির ‘শ্রাদ্ধ’ করলেন ব্যবসায়ী (ইটিভি ভারত)

কী করেছে পোলারা পরিবার ?

15 ফুট গভীর গর্ত করে গাড়িটিকে সমাধি দেওয়া হয়েছে । গাঁদা ফুলের মালা এবং গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে প্রিয় ওয়াগন আর’টিকে ৷ গাড়ির মালিক সঞ্জয় পোলারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাড়িটি তাঁর পরিবারের জন্য সমৃদ্ধি এবং সম্মান এনেছে ।

তিনি বলেন, “আমি এই গাড়িটি 12 বছর আগে কিনেছিলাম ৷ এটি আমার পরিবারে সমৃদ্ধি এনেছিল । ব্যবসায় সাফল্যের পাশাপাশি আমার পরিবারও সম্মান অর্জন করেছে । গাড়িটি আমার এবং আমার পরিবারের জন্য ভাগ্যবান । তাই এটি বিক্রি করার পরিবর্তে, শ্রদ্ধা হিসাবে আমার খামারে সমাধি দিয়েছি ৷”

অনুষ্ঠানের আগে পোলারা গ্রামের প্রায় 2,000 লোককে চার পৃষ্ঠার একটি আমন্ত্রণ পাঠান । ওই আমন্ত্রণপত্রে লেখা ছিল, “এই গাড়িটি 2006 সাল থেকে পরিবারের সদস্যের মতো ৷ এটি আমাদের সৌভাগ্য নিয়ে এসেছে । আমরা সমৃদ্ধি অর্জন করেছি, সমাজে আমাদের সম্মান বেড়েছে । আমরা এই গাড়িটিকে আমাদের স্মৃতিতে চিরতরে রাখতে চাই ৷ সে কারণেই আমরা এই গাড়িটির একটি সমাধি (দাফন) করার পরিকল্পনা করেছি ৷”

আরও পড়ুন

আমরেলি (গুজরাত), 9 নভেম্বর: প্রিয় মানুষের অন্ত্যেষ্টি ক্রিয়া অনেকেই ধুমধাম করে পালন করেন ৷ এলাহী বন্দোবস্ত করেন প্রিয় মানুষরটির সম্মানে ৷ কিন্তু তা বলে গাড়ির ‘শ্রাদ্ধ’ ! কখনও শুনেছেন ? তাও যদিও হয় 4 লক্ষ টাকা খরচ করে, দেড় হাজার লোককে খাইয়ে ৷ এই ঘটনাই ঘটেছে গুজরাতের আমরেলি জেলায় ৷ জমজমাট আয়োজনে প্রিয় গাড়িকে বিদায় জানালেন সঞ্জয় পোলারা ৷

কী হয়েছে ?

12 বছর ধরে সঙ্গ দিয়েছে গাড়িটি । ফলে ওয়াগন আর মডেলের গাড়িটির সঙ্গে ‘আত্মার সম্পর্ক’ হয়ে গিয়েছিল গুজরাতি পরিবারটির ৷ তাঁদের বিশ্বাস, গাড়িটি তাঁদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে ৷ ফলে যখন নতুন গাড়ি কেনার সময় এসেছে, পুরনো গাড়িটিকে ফেলে দিতে পারেননি তাঁরা ৷ 1,500 লোক খাইয়ে, 4 লক্ষ টাকা খরচে জমকালো অনুষ্ঠান করে বিদায় জানিয়েছেন প্রিয় গাড়িকে ৷

4 লক্ষ খরচ, পাত পেড়ে খেলেন 1500 লোক ! গাড়ির ‘শ্রাদ্ধ’ করলেন ব্যবসায়ী (ইটিভি ভারত)

কী করেছে পোলারা পরিবার ?

15 ফুট গভীর গর্ত করে গাড়িটিকে সমাধি দেওয়া হয়েছে । গাঁদা ফুলের মালা এবং গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে প্রিয় ওয়াগন আর’টিকে ৷ গাড়ির মালিক সঞ্জয় পোলারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাড়িটি তাঁর পরিবারের জন্য সমৃদ্ধি এবং সম্মান এনেছে ।

তিনি বলেন, “আমি এই গাড়িটি 12 বছর আগে কিনেছিলাম ৷ এটি আমার পরিবারে সমৃদ্ধি এনেছিল । ব্যবসায় সাফল্যের পাশাপাশি আমার পরিবারও সম্মান অর্জন করেছে । গাড়িটি আমার এবং আমার পরিবারের জন্য ভাগ্যবান । তাই এটি বিক্রি করার পরিবর্তে, শ্রদ্ধা হিসাবে আমার খামারে সমাধি দিয়েছি ৷”

অনুষ্ঠানের আগে পোলারা গ্রামের প্রায় 2,000 লোককে চার পৃষ্ঠার একটি আমন্ত্রণ পাঠান । ওই আমন্ত্রণপত্রে লেখা ছিল, “এই গাড়িটি 2006 সাল থেকে পরিবারের সদস্যের মতো ৷ এটি আমাদের সৌভাগ্য নিয়ে এসেছে । আমরা সমৃদ্ধি অর্জন করেছি, সমাজে আমাদের সম্মান বেড়েছে । আমরা এই গাড়িটিকে আমাদের স্মৃতিতে চিরতরে রাখতে চাই ৷ সে কারণেই আমরা এই গাড়িটির একটি সমাধি (দাফন) করার পরিকল্পনা করেছি ৷”

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.