ETV Bharat / bharat

'বিজেপি সরকার অবাধ ও স্বচ্ছ ভোট চায় না', অরুণ গোয়েলের ইস্তফায় আক্রমণ কংগ্রেস-তৃণমূলের - Congress on Election Commissioner

Congress on Election Commissioner Arun Goel: শনিবার রাতে আচমকা ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ৷ তাঁর এই পদক্ষেপে বিজেপি সরকারকেই দুষল কংগ্রেস ও তৃণমূল ৷

ETV Bharat
নির্বাচন কমিশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 6:05 PM IST

চেন্নাই, 10 মার্চ: "বিজেপি সরকার অবাধ ও স্বচ্ছ নির্বাচন চায় না", বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ৷ লোকসভা নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে ৷ এদিকে এর মধ্যে হঠাৎ শনিবারই পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ৷ এই ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী কংগ্রেস ও তৃণমূল ৷ 2022 সালের 21 নভেম্বর নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন অরুণ গোয়েল ৷

কেসি বেণুগোপাল বলেন, "এই ঘটনায় আমরা স্তম্ভিত ৷ নির্বাচনের দিন ঘোষণার আর খুব বেশি দিন নেই ৷ তার মধ্যে নির্বাচন কমিশনার ইস্তফা দিলেন ৷ এখন একজনই নির্বাচন কমিশন রয়েছেন ৷ পুরো দেশ দুশ্চিন্তায় রয়েছে ৷ ভারত সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না ৷"

তিনি আরও বলেন, "এর আগে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন এবং কমিশনার নির্বাচনের নিয়ামক সংস্থা থেকে দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর জায়গায় মন্ত্রিসভার একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এখন পুরো বিষয়টাই সরকারের অধীনে চলে গিয়েছে ৷ এই পদ্ধতি থেকে স্বচ্ছতার বিষয়টি হারিয়ে গিয়েছে ৷"

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সোশাল মিডিয়ায় বলেন, "এটা চিন্তার বিষয়, দু'জন নির্বাচন কমিশনারের কেউই আর নেই ৷ হঠাৎ নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দিলেন ৷ আরেক জন নির্বাচন কমিশনের পদটি ফাঁকাই পড়ে আছে ৷ একজন মাত্র মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন ৷ মোদি সরকার একটা নতুন নির্বাচন আইন তৈরি করেছে ৷ যাতে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর পছন্দের এক মন্ত্রীর ভোটেই নির্বাচন কমিশনার নির্বাচিত হবেন ৷"

আরও পড়ুন: দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

চেন্নাই, 10 মার্চ: "বিজেপি সরকার অবাধ ও স্বচ্ছ নির্বাচন চায় না", বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ৷ লোকসভা নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে ৷ এদিকে এর মধ্যে হঠাৎ শনিবারই পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ৷ এই ঘটনায় বিজেপি সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী কংগ্রেস ও তৃণমূল ৷ 2022 সালের 21 নভেম্বর নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন অরুণ গোয়েল ৷

কেসি বেণুগোপাল বলেন, "এই ঘটনায় আমরা স্তম্ভিত ৷ নির্বাচনের দিন ঘোষণার আর খুব বেশি দিন নেই ৷ তার মধ্যে নির্বাচন কমিশনার ইস্তফা দিলেন ৷ এখন একজনই নির্বাচন কমিশন রয়েছেন ৷ পুরো দেশ দুশ্চিন্তায় রয়েছে ৷ ভারত সরকার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না ৷"

তিনি আরও বলেন, "এর আগে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন এবং কমিশনার নির্বাচনের নিয়ামক সংস্থা থেকে দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর জায়গায় মন্ত্রিসভার একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এখন পুরো বিষয়টাই সরকারের অধীনে চলে গিয়েছে ৷ এই পদ্ধতি থেকে স্বচ্ছতার বিষয়টি হারিয়ে গিয়েছে ৷"

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সোশাল মিডিয়ায় বলেন, "এটা চিন্তার বিষয়, দু'জন নির্বাচন কমিশনারের কেউই আর নেই ৷ হঠাৎ নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দিলেন ৷ আরেক জন নির্বাচন কমিশনের পদটি ফাঁকাই পড়ে আছে ৷ একজন মাত্র মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন ৷ মোদি সরকার একটা নতুন নির্বাচন আইন তৈরি করেছে ৷ যাতে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর পছন্দের এক মন্ত্রীর ভোটেই নির্বাচন কমিশনার নির্বাচিত হবেন ৷"

আরও পড়ুন: দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.