ETV Bharat / bharat

গুগলের সাহায্যে সরাসরি পৌঁছে যাবেন মহাকুম্ভ মেলায়, কীভাবে জেনে নিন - MAHAKUMBH MELA 2025

2025 সালের মহাকুম্ভ মেলার জন্য তার নীতিতে বদল আনছে গুগল ৷ ম্যাপে আসছে বিশাল পরিবর্তন ৷ 45 কোটি ভক্ত দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে যাবেন ।

Mahakumbh Mela 2025
কুম্ভমেলা 2025 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 5:26 PM IST

Updated : Nov 5, 2024, 7:05 PM IST

প্রয়াগরাজ, 5 নভেম্বর: পুণ্যার্থীদের 2025 সালের মহাকুম্ভ মেলায় পৌঁছে যেতে সাহায্য করবে গুগল ৷ এর জন্য বিশ্বের বৃহত্তম ডিজিটাল জায়ান্ট তাদের নীতিতে পরিবর্তন আনছে । এই বিষয়ে সোমবারই গুগল এবং প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । কুম্ভে আগত ভক্তদের কীভাবে গুগল সাহায্য করবে তা জেনে নিন ।

13 জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ: বিশ্বের বৃহত্তম মেলা অর্থাৎ মহাকুম্ভ 13 জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে । একদিকে উত্তরপ্রদেশ সরকার মেলার প্রস্তুতিতে পুরোদমে জোর দিচ্ছে ৷ অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিও কুম্ভমেলার জন্য তাদের প্রস্তুতি নিচ্ছে । অনুমান করা হচ্ছে, পরের বছর প্রায় 40-45 কোটি মানুষ কুম্ভমেলায় আসতে পারেন । তাই আগেভাগে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে ৷

প্রস্তুতি নিয়েছে গুগলও: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলও মহাকুম্ভের প্রস্তুতি নিয়েছে । সোমবার গুগল ম্যাপে মহাকুম্ভ আনার জন্য এই ডিজিটাল জায়ান্ট এবং প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এতে পুণ্যার্থীরা উপকৃত হবেন ৷ তারা মোবাইলে ম্যাপের সাহায্যে প্রয়াগরাজে নামার সঙ্গে সঙ্গে কুম্ভের তীরে সহজেই পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে ।

গুগল প্রথমবার এটি করল: এতদিন পর্যন্ত গুগল তাদের ম্যাপে শুধুমাত্র স্থায়ী জায়গাগুলি অন্তর্ভুক্ত করত । এটি গুগল নীতির অংশ । এই প্রথমবারের মতো গুগল মানচিত্রে একটি অস্থায়ীভাবে বসতি স্থাপন করা শহরকে অন্তর্ভুক্ত করবে । বিশ্বের সবচেয়ে বড় কুম্ভমেলার জন্য গুগল তার নীতি পরিবর্তন করেছে । নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে গুগল ম্যাপে কুম্ভ স্থানটি দেখা যাবে ।

মহাকুম্ভের অতিরিক্ত মেলা অফিসার বিবেক চতুর্বেদী বলেছেন, "গুগলও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডিজিটাল কুম্ভের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে । নিয়ম পরিবর্তন করে তাঁবুর শহরকে ম্যাপে জায়গা দিতে চলেছে গুগল । যার কারণে দেশ ও বিদেশ থেকে আগত কোটি কোটি ভক্তকে আর অন্যকে ঠিকানা জিজ্ঞেস করতে হবে না ৷ মোবাইলে উপস্থিত গুগল ম্যাপ দেখে তাঁরা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ।" এ ছাড়াও প্রয়াগরাজের কোনও মন্দির, মঠ বা অন্য কোনও স্থানে যেতে হলে সেখানেও যাওয়া যাবে সহজেই ।

প্রয়াগরাজ, 5 নভেম্বর: পুণ্যার্থীদের 2025 সালের মহাকুম্ভ মেলায় পৌঁছে যেতে সাহায্য করবে গুগল ৷ এর জন্য বিশ্বের বৃহত্তম ডিজিটাল জায়ান্ট তাদের নীতিতে পরিবর্তন আনছে । এই বিষয়ে সোমবারই গুগল এবং প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । কুম্ভে আগত ভক্তদের কীভাবে গুগল সাহায্য করবে তা জেনে নিন ।

13 জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ: বিশ্বের বৃহত্তম মেলা অর্থাৎ মহাকুম্ভ 13 জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে । একদিকে উত্তরপ্রদেশ সরকার মেলার প্রস্তুতিতে পুরোদমে জোর দিচ্ছে ৷ অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিও কুম্ভমেলার জন্য তাদের প্রস্তুতি নিচ্ছে । অনুমান করা হচ্ছে, পরের বছর প্রায় 40-45 কোটি মানুষ কুম্ভমেলায় আসতে পারেন । তাই আগেভাগে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে ৷

প্রস্তুতি নিয়েছে গুগলও: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলও মহাকুম্ভের প্রস্তুতি নিয়েছে । সোমবার গুগল ম্যাপে মহাকুম্ভ আনার জন্য এই ডিজিটাল জায়ান্ট এবং প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এতে পুণ্যার্থীরা উপকৃত হবেন ৷ তারা মোবাইলে ম্যাপের সাহায্যে প্রয়াগরাজে নামার সঙ্গে সঙ্গে কুম্ভের তীরে সহজেই পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে ।

গুগল প্রথমবার এটি করল: এতদিন পর্যন্ত গুগল তাদের ম্যাপে শুধুমাত্র স্থায়ী জায়গাগুলি অন্তর্ভুক্ত করত । এটি গুগল নীতির অংশ । এই প্রথমবারের মতো গুগল মানচিত্রে একটি অস্থায়ীভাবে বসতি স্থাপন করা শহরকে অন্তর্ভুক্ত করবে । বিশ্বের সবচেয়ে বড় কুম্ভমেলার জন্য গুগল তার নীতি পরিবর্তন করেছে । নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে গুগল ম্যাপে কুম্ভ স্থানটি দেখা যাবে ।

মহাকুম্ভের অতিরিক্ত মেলা অফিসার বিবেক চতুর্বেদী বলেছেন, "গুগলও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডিজিটাল কুম্ভের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে । নিয়ম পরিবর্তন করে তাঁবুর শহরকে ম্যাপে জায়গা দিতে চলেছে গুগল । যার কারণে দেশ ও বিদেশ থেকে আগত কোটি কোটি ভক্তকে আর অন্যকে ঠিকানা জিজ্ঞেস করতে হবে না ৷ মোবাইলে উপস্থিত গুগল ম্যাপ দেখে তাঁরা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ।" এ ছাড়াও প্রয়াগরাজের কোনও মন্দির, মঠ বা অন্য কোনও স্থানে যেতে হলে সেখানেও যাওয়া যাবে সহজেই ।

Last Updated : Nov 5, 2024, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.