ETV Bharat / bharat

বিয়ের মণ্ডপে হাজির প্রেমিকা ! বরের সঙ্গে 7 বছরের সম্পর্ক বলে দাবি করলেন তরুণী - GIRLFRIEND REACHED MARRIAGE

বিয়ের আসরে এসে বিয়ে ভাঙলেন প্রেমিকা ৷ দাবি, 7 বছর ধরে বরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। আপাতত বর ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

GIRLFRIEND REACHED MARRIAGE
বিয়ের মণ্ডপে হাজির কেরলের প্রেমিকা ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2024, 5:22 PM IST

সাহারানপুর (উত্তরপ্রদেশ) , 11 ডিসেম্বর: বিয়ের মণ্ডপে পৌঁছে গেলেন বরের বান্ধবী ! সেখানেই তাঁদের সম্পর্কের কথাও স্পষ্ট করে জানালেন তরুণী ৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার হয়েছিল বলে দাবি তরুণীর ৷ তরুণীর অভিযোগের জেরে ভেঙে গেল বিয়ে ৷ বর ও তাঁর বাবাকে গ্রেফতা করল পুলিশ।

সাহারানপুরের গাগলহেড়ি থানা এলাকায় ওই বিয়ের অনুষ্ঠান ছিল ৷ আচমকাই সেখানে পৌঁছে যান বরের বান্ধবী ৷ কেরলের ওই তরুণী বিয়ের অনুষ্ঠানে পৌঁছেই তাঁদের বিভিন্ন ছবি দেখাতে থাকেন ৷ এমনকী তাঁদের প্রেমের গল্পও সকলকে বলতে থাকেন ৷ যা শুনে উপস্থিত সকলেই হতবাক। ওই তরুণী জানিয়েছেন, দিলবাহার নামে বিয়ে করতে আসা যুবক কেরালায় আসবাবপত্রে তৈরির কাজ করেন ৷ সেখানেই 7 বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে।

এমন অভিযোগ ঘিরে হট্টগোল পড়ে য়ায় অনুষ্ঠান বাড়িতে ৷ কনের বাবা পুলিশে খবর দেন ৷ বর ও তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ স্থগিত হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানও ৷ বিহারীগড় থানা এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা জুলফান নামে এক ব্যক্তির ছেলে দিলবাহারের বিয়ে ছিল ৷ মঙ্গলবার বিয়ের বরযাত্রীও সময় মতো চলে আসে কনের বাড়িতে ৷ আর তখনই বিয়ের অনুষ্ঠানে আসেন কেরলের এর্নাকুলাম জেলার ওই তরুণীও ৷ আর তাঁর অভিযোগের ভিত্তিতেই বন্ধ হয় বিয়ের আসর ৷

তরুণী জানান, দিলবাহার কেরালায় ফার্নিচার তৈরির কাজ করেন। 7 বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে নানা অজুহাত দেখাতে থাকেন। দিলবাহারের সঙ্গে তাঁর ছবিও দেখান তরুণী ৷ আরও জানান, যখন ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করে তারপরই 30 নভেম্বর কেরলের একটি থানায় দিলবাহারের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। এসপি (শহর) অভিমন্যু মাঙ্গলিক জানান, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বর ও তার বাবাকে হেফাজতে নিয়েছে।

সাহারানপুর (উত্তরপ্রদেশ) , 11 ডিসেম্বর: বিয়ের মণ্ডপে পৌঁছে গেলেন বরের বান্ধবী ! সেখানেই তাঁদের সম্পর্কের কথাও স্পষ্ট করে জানালেন তরুণী ৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার হয়েছিল বলে দাবি তরুণীর ৷ তরুণীর অভিযোগের জেরে ভেঙে গেল বিয়ে ৷ বর ও তাঁর বাবাকে গ্রেফতা করল পুলিশ।

সাহারানপুরের গাগলহেড়ি থানা এলাকায় ওই বিয়ের অনুষ্ঠান ছিল ৷ আচমকাই সেখানে পৌঁছে যান বরের বান্ধবী ৷ কেরলের ওই তরুণী বিয়ের অনুষ্ঠানে পৌঁছেই তাঁদের বিভিন্ন ছবি দেখাতে থাকেন ৷ এমনকী তাঁদের প্রেমের গল্পও সকলকে বলতে থাকেন ৷ যা শুনে উপস্থিত সকলেই হতবাক। ওই তরুণী জানিয়েছেন, দিলবাহার নামে বিয়ে করতে আসা যুবক কেরালায় আসবাবপত্রে তৈরির কাজ করেন ৷ সেখানেই 7 বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে।

এমন অভিযোগ ঘিরে হট্টগোল পড়ে য়ায় অনুষ্ঠান বাড়িতে ৷ কনের বাবা পুলিশে খবর দেন ৷ বর ও তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ স্থগিত হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানও ৷ বিহারীগড় থানা এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা জুলফান নামে এক ব্যক্তির ছেলে দিলবাহারের বিয়ে ছিল ৷ মঙ্গলবার বিয়ের বরযাত্রীও সময় মতো চলে আসে কনের বাড়িতে ৷ আর তখনই বিয়ের অনুষ্ঠানে আসেন কেরলের এর্নাকুলাম জেলার ওই তরুণীও ৷ আর তাঁর অভিযোগের ভিত্তিতেই বন্ধ হয় বিয়ের আসর ৷

তরুণী জানান, দিলবাহার কেরালায় ফার্নিচার তৈরির কাজ করেন। 7 বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে নানা অজুহাত দেখাতে থাকেন। দিলবাহারের সঙ্গে তাঁর ছবিও দেখান তরুণী ৷ আরও জানান, যখন ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করে তারপরই 30 নভেম্বর কেরলের একটি থানায় দিলবাহারের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। এসপি (শহর) অভিমন্যু মাঙ্গলিক জানান, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বর ও তার বাবাকে হেফাজতে নিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.