আগ্রা, 6 ফেব্রুয়ারি: ভালোবাসার প্রতীক হল তাজমহল ৷ আগ্রায় অবস্থিত এই তাজমহল দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরা ৷ তাদের জন্য রয়েছে সুখবর ৷ এবার বিনামূল্যে মিলবে তাজমহলে প্রবেশের সুযোগ ৷ শুধু তাই নয়, নিজের চোখে দেখতে পাবেন শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি ৷ কবে থেকে জানেন ?
বিনামূল্যে তাজমহল দর্শন:
মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বিনামূল্যে খুলেছে তাজমহলের দরজা ৷ এই সুযোগ থাকবে তিনদিন ৷ 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত দেশি-বিদেশের পর্যটকেরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারবে ৷
কেন এই সুযোগ ?
মুঘল সম্রাট শাহজাহানের জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষে উরস উৎসবের বিশেষ আয়োজন করা হয়েছে তাজমহলে ৷ তার কারণে তিনদিন তাজমহলে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে । এর পাশাপাশি উরসের সময় তাজমহলের তয়খানা বা বেসমেন্টে অবস্থিত সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের আসল সমাধি দেখার সুযোগ থাকবে দর্শকদের ।
প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের রজব মাসের 25, 26 এবং 27 তারিখে শাহজাহানের তিন দিনব্যাপী উরস উৎসব পালিত হয় । এবার এই তারিখগুলি 6, 7 এবং 8 ফেব্রুয়ারি পরেছে । এ বছর শাহজাহানের 369তম উরস । শাহজাহানের উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি জানান, মুঘল সম্রাট শাহজাহানের 369তম তিন দিনব্যাপী উরস চলবে 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত । 6 ফেব্রুয়ারি দুপুর 2টোয় মূল সমাধির উদ্বোধন করা হবে । যেখানে গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রার আয়োজন করা হবে ।
তিনদিনব্যাপী কর্মসূচি
- 6 ফেব্রুয়ারি: গোসলের আচারের মাধ্যমে উরস শুরু হবে । প্রধান মাজারে অবস্থিত সমাধিগুলি দুপুর 2 টায় খোলা হবে । গোসলের পর ফাতিহা, মিলাদুন্নবী ও মুশায়রা হবে ।
- 7 ফেব্রুয়ারি: দুপুর 2টোয় তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের সমাধিতে চন্দন অর্পণ করা হবে । মূল সমাধিতে কাওয়ালি হবে ।
- 8 ফেব্রুয়ারি: তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান ও মমতাজের কবরে কোরআন খোয়ানি ও কুল আচারের পর সকালে কাওয়ালি হবে । এর সঙ্গে উরস কমিটির তরফে চাদর চরানো হবে । উরসে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে রঙিন হিন্দুস্তানি চাদর, এটি খুদ্দাম-ই-রোজা কমিটির আন্তঃধর্ম সম্প্রীতির প্রতীক । সেই সঙ্গে সন্ধ্যায় প্রাঙ্গণে লঙ্গর বা খাবার বিতরণ করা হবে । সূর্যাস্তের পর প্রধান মাজারে ফাতিহার মাধ্যমে উরস শেষ হবে ।
তাজমহলে বিনামূল্যে প্রবেশের সময়:
প্রতি বছর মুঘল সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের সময় তাজমহলের প্রবেশের সময় নির্ধারিত হয় । তাজমহলের জ্যেষ্ঠ সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, সম্রাট শাহজাহানের তিনদিনের উরসের প্রথম ও দ্বিতীয় দিন (মঙ্গল ও বুধবার) দুপুর 2টো থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে ।
উরসের তৃতীয় দিন 8 ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাজমহলে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে । এছাড়াও উরসের সময় নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও ভালো ব্যবস্থা থাকবে । অন্যদিকে এ বছর শাহজাহান উরস উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম জাইদি উরসের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন দিনেই তাজমহলে বিনামূল্যে প্রবেশের দাবি জানিয়েছিলেন ।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে:
এএসআই এবং সিআইএসএফের আধিকারিকদের মতে, উরসের সময় এনেক সংখ্যক মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে । শুধু তাজমহলে আসা দেশি-বিদেশি পর্যটকরাই নয়, তীর্থযাত্রীদেরও যেন কষ্ট না হয় । এ জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে ।
অনেক সময় অসামাজিক ব্যক্তিরাও এই স্মৃতিসৌধ দেখতে ভিড় করে ৷ এর ফলে তাজমহলের পরিবেশ যেন নষ্ট না হয় । তার জন্য এএসআই ও সিআইএসএফ জওয়ানদের সংখ্যা ও নজরদারি বাড়ানো হয়েছে । সেই সঙ্গে তাজমহলের ভেতরে কাউকে সিগারেট, বিড়ি, পান-মসলা, কোনো ধরনের পতাকা, ব্যানার বা পোস্টার নিয়ে যেতে দেওয়া হবে না । স্মৃতিসৌধে বই, স্ক্রু ড্রাইভার, লাইটার ও ছুরির মতো জিনিস নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
আরও পড়ুন: