ETV Bharat / bharat

গুরুগ্রামে বাড়িতে আগুন, জীবিত দগ্ধ হয়ে মৃত্যু 4 জনের - FIRE INCIDENT IN GURUGRAM

ঘটনায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে দমকল বাহিনী ৷ অন্যদিকে, দমকলের বিরুদ্ধে ঘটনাস্থল দেরিতে পৌঁছানোর অভিযোগ উঠেছে ৷

FIRE INCIDENT IN GURUGRAM
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 1:35 PM IST

গুরুগ্রাম, 26 অক্টোবর: হরিয়ানার গুরুগ্রামে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ মৃতদের মধ্যে একজন কিশোর রয়েছে ৷ শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের সরস্বতী এনক্লেভ নামে কলোনির একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই আগুনেই জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের ৷ মৃত চারজনের বয়স 17 থেকে 28 বছরের মধ্যে ৷ জানা গিয়েছে, তাঁরা সকলে বিহারের বাসিন্দা ৷ দমকল বিভাগের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ উঠেছে ৷

স্থানীয়দের দাবি, শুক্রবার রাত 12টার পর আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় ৷ কিন্তু, দমকলের গাড়ি প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ ৷ স্থানীয়রা দাবি করেছেন, সরস্বতী এনক্লেভ থেকে পাঁচশো মিটার দূরে সেক্টর 35-এ দমকলের অফিস ৷ তা সত্ত্বেও ফোন করার প্রায় এক ঘণ্টা পরে দমকলের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ৷

স্থানীয়রা জানাচ্ছেন, কলোনির যে ঘরটিতে আগুন লেগেছিল, সেখানে এক কিশোর-সহ চারজন যুবক থাকতেন ৷ আগুন লাগার সময় তাঁরা সবাই ঘুমাচ্ছিলেন ৷ ঘরের ভিতরে আগুন লাগার পর, তা দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে ঘরের মধ্যেই সবাই আটকে পড়েন ৷ প্রতিবেশীরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ বন্ধ ঘরেই অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয় ৷

পরে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, চারজনের দগ্ধ দেহ পড়ে রয়েছে ৷ এমনকি তাঁদের মধ্যে কয়েকজনের কঙ্কাল বেরিয়ে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের ৷ দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোর এবং তিন যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

গুরুগ্রাম, 26 অক্টোবর: হরিয়ানার গুরুগ্রামে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ মৃতদের মধ্যে একজন কিশোর রয়েছে ৷ শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের সরস্বতী এনক্লেভ নামে কলোনির একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই আগুনেই জীবিত দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের ৷ মৃত চারজনের বয়স 17 থেকে 28 বছরের মধ্যে ৷ জানা গিয়েছে, তাঁরা সকলে বিহারের বাসিন্দা ৷ দমকল বিভাগের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ উঠেছে ৷

স্থানীয়দের দাবি, শুক্রবার রাত 12টার পর আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় ৷ কিন্তু, দমকলের গাড়ি প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ ৷ স্থানীয়রা দাবি করেছেন, সরস্বতী এনক্লেভ থেকে পাঁচশো মিটার দূরে সেক্টর 35-এ দমকলের অফিস ৷ তা সত্ত্বেও ফোন করার প্রায় এক ঘণ্টা পরে দমকলের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ৷

স্থানীয়রা জানাচ্ছেন, কলোনির যে ঘরটিতে আগুন লেগেছিল, সেখানে এক কিশোর-সহ চারজন যুবক থাকতেন ৷ আগুন লাগার সময় তাঁরা সবাই ঘুমাচ্ছিলেন ৷ ঘরের ভিতরে আগুন লাগার পর, তা দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ফলে ঘরের মধ্যেই সবাই আটকে পড়েন ৷ প্রতিবেশীরা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ বন্ধ ঘরেই অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয় ৷

পরে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, চারজনের দগ্ধ দেহ পড়ে রয়েছে ৷ এমনকি তাঁদের মধ্যে কয়েকজনের কঙ্কাল বেরিয়ে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের ৷ দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোর এবং তিন যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.