নয়াদিল্লি, 24 মার্চ: প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন ৷ রবিবার সকালে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন ৷ এদিন প্রাক্তন বায়ুসেনা প্রধানের ভূয়সী প্রশংসা করেন বিনোদ তাওড়ে ৷ তিনি আত্মবিশ্বাসী যে, ভাদৌরিয়া রাজনীতিতে সফল হবেন ৷ বিজেপি নেতা আরও জানান, ভাদৌরিয়া ভারতীয় বায়ুসেনার সঙ্গে প্রায় 40 বছর কাজ করেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে আত্মনির্ভর ভারত প্রকল্পে যথেষ্ট অবদান রয়েছে ভাদৌরিয়ার ৷
বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন বায়ুসেনা প্রধান ভাদৌরিয়া বলেন, "বিজেপি আমায় দেশ গড়ার ক্ষেত্রে আরও একটা সুযোগ দিল ৷ এর জন্য আমি কৃতজ্ঞ ৷" 2021 সালে অবসর গ্রহণ করেছেন আরকেএস ভাদৌরিয়া ৷ ভারতীয় বায়ুসেনায় তাঁর কর্মজীবন প্রসঙ্গে তিনি বলেন, "আমি চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বায়ুসেনায় কাজ করেছি ৷ তবে আমার কাজের সবচেয়ে ভালো সময় বিজেপি সরকারের নেতৃত্ব গত 8 বছর ৷ আমাদের সেনাবাহিনীকে আরও আধুনিক করে তুলতে সরকার কয়েকটি কঠিন পদক্ষেপ করেছে ৷ এতে সেনাবাহিনী আত্মনির্ভর হয়েছে ৷ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ৷" তিনি দেশের জাতীয় সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ৷ প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কথা উল্লেখ করেন ৷
শনিবার রাতে নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয় ৷ তারপর রবিবার সকালে বিজেপিতে যোগ দেন আরকেএস ভাদৌরিয়া এবং ওয়াইএসআর কংগ্রেসের ভারাপ্রসাদ রাও ৷ এই অনুষ্ঠানে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
আরও পড়ুন: