নয়াদিল্লি, 4 মে: লোকসভা ভোটের মধ্যে কংগ্রেস ছেড়ে বিজেপি'তে যোগদানের ধারা অব্যাহত ৷ শনিবার নয়াদিল্লির প্রধান কার্যালয়ে বিজেপি'তে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি ৷ উল্লেখ্য কিছুদিন আগেই দিল্লি কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন লাভলি ৷ কারণ হিসেবে তিনি কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোটকে দায়ী করেছিলেন ৷
রাজনৈতিক কর্মজীবনে এই নিয়ে দ্বিতীয়বার কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দিলেন অরবিন্দর ৷ 2017 সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপি'তে যোগ দিয়েছিলেন গান্ধিনগরের এই প্রাক্তন বিধায়ক ৷ অবশ্য এক বছরের মধ্যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে ফের পুরনো দলে ফিরে যান তিনি ৷ তবে তিনি একা নন, এদিন গেরুয়া শিবিরে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার চৌহান ৷ 24 এপ্রিল দল ছাড়েন তিনি ৷
বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন লাভলি ৷ তিনি জানান, কংগ্রেসে ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন তিনি ৷ সেই অবস্থায় তাঁকে বিজেপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান লাভলি ৷ সেইসঙ্গে এই লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার বিজেপি সরকার গঠন করবে সেই বিষয়ে আশাবাদী অরবিন্দর ৷
অরবিন্দর লাভলি এবং রাজকুমার ছাড়াও দিল্লি কংগ্রেস ইউনিটের আরও কয়েকজন পরিচিত মুখ নসীব সিং, নীরজ বসোয়া এবং অমিত মালিক শনিবার বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে তাঁদের সকলের হাতে বিজেপি পতাকা তুলে দেন ৷
প্রসঙ্গত, লোকসভায় টিকিট দেওয়া নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে দিল্লি কংগ্রেসের অন্দরে ৷ দলীয় সূত্রে খবর, আপের সঙ্গে দলের জোট মেনে নিতে পারছেন না দিল্লি ইউনিটের একাধিক শীর্ষ কংগ্রেস নেতা ৷ তাঁদের অভিযোগ এই জোটের কারণে ভোটে টিকিট দেওয়ার বিষয়ে আপ নেতাদের অধিক প্রাধান্য দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে, দলের স্থানীয় নেতৃত্বকে ছেড়ে বহিরাগতদের অগ্রাধিকার দিচ্ছে কংগ্রেস হাইকমান্ড ৷ এই সমস্ত ইস্যুতে বেশ কিছুদিন ধরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত দিল্লি কংগ্রেস ৷ এই আবহে অরবিন্দরদের বিজেপি যোগ কংগ্রেসকে কিছুটা ব্যাকফুটে করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ৷
আরও পড়ুন: