আমেদাবাদ, 3 এপ্রিল: দুই প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সমস্যার সব দায় কংগ্রেসের, বিশেষত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৷ এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কংগ্রেস জমানায় ভুলের জন্য আজ পাকিস্তান কাশ্মীরের বেশ কিছুটা দখল করে পিওকে-তে বসে রয়েছে ৷ আরেক দিকে চিনও ভারতের আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ঢুকে দখলদারি চালাচ্ছে ৷
ভারত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার প্রস্তাব পেলেও তা হয়নি ৷ এই প্রসঙ্গে জয়শঙ্করের দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, 'ভারত পরে, প্রথমে চিন' ৷ মঙ্গলবার তিনি গুজরাতে চেম্বার অফ কমার্সের একটি সভায় ছিলেন ৷ সেখানে সাংবাদিকরা জয়শঙ্করকে প্রশ্ন করেন, ভারত কি পিওকে এবং চিনের দখল করা অংশের সঙ্গে আপস করে নেবে ? নাকি সেই জায়গাগুলি ফিরিয়ে আনার চেষ্টা করবে ৷
বিদেশমন্ত্রী বলেন, "1950 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল নেহরুকে চিনের বিষয়ে সতর্ক করেছিলেন ৷ তিনি নেহরুকে বলেছিলেন, এই প্রথমবার আমরা একসঙ্গে দু'টি প্রতিবেশী দেশের মুখোমুখি হয়েছি ৷ এরকমটা এর আগে কখনও হয়নি ৷ তিনি আরও বলেছিলেন, চিন যা বলছে তা তিনি বিশ্বাস করছেন না ৷ কারণ, চিনারা বলছে এক, কিন্তু তাদের উদ্দেশ্য অন্যকিছু ৷ তাই সাবধানতা অবলম্বন করা দরকার ৷"
অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রীর কথা উড়িয়ে দিয়েছিলেন জওহরলাল নেহরু ৷ এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, "নেহরু তখন প্যাটেলকে বলেছিলেন, আপনি চিনাদের অহেতুক সন্দেহ করছেন ৷ তিনি এটাও বলেছিলেন যে, হিমালয়ের কাছাকাছি থাকা কোনও দেশের পক্ষে আমাদের আক্রমণ করা সম্ভব নয় ৷ তিনি এই তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন ৷"
কাশ্মীর নিয়ে জয়শঙ্কর জানান, সর্দার বল্লভভাই প্যাটেল কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসঙ্ঘে যাওয়ার বিরোধী ছিলেন ৷ তিনি জানতেন, সেখানে এক বিচারকের মানসিকতা কী! এ নিয়ে জয়শঙ্করের কথায়, "কেউ যদি জানতে পারে যে বিচারপতি পক্ষপাতদুষ্ট, তার কাছ থেকে কেউ ন্যায়বিচারের আশা করবে ?"
সীমান্ত সমস্যা নিয়ে জয়শঙ্কর বলেন, "আজ যখন আমরা সীমান্ত নিয়ে আলোচনা করি, তখন অনেকে বলে যে নতুন করে সীমান্ত চিহ্নিত করো ৷ আমাদের সীমান্ত তো আমাদেরই আছে ৷ এ নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই ৷" বিদেশমন্ত্রী জানান, অতীতে এমন অনেক কিছু ঘটেছে, গত দশ বছরে সেই সব ইস্যুগুলি সরকারকে সামলাতে হয়েছে ৷ কিছু জায়গায় সমাধান সম্ভব হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, জটিলতা রয়ে গিয়েছে ৷
"কাশ্মীর নিয়ে আমরা সংসদে প্রস্তাবনা গ্রহণ করেছি এবং প্রত্যেককে তা সম্মান করতে হবে", বলেন জয়শঙ্কর ৷ তিনি আরও বলেন, "আজ আমাদের অবস্থান নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এটাও গুরুত্বপূর্ণ যে অতীতে ফিরে দেখা, কী কী ভুল হয়েছে ৷"
আরও পড়ুন: