নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত 10 বছরে উদ্যোগ এবং সহজ জীবনযাত্রার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন গতি পেয়েছে ৷ বৃহস্পতিবার কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার তিনি কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিন তালাক বেআইনি করা ও মহিলাদের সংরক্ষণের প্রসঙ্গ টেনে আনেন ৷ নির্মলা এ দিন বলেন যে, উচ্চশিক্ষায় মহিলা তালিকাভুক্তির হার 28 শতাংশ বেড়েছে ।
2024-25 সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে নির্মলা এ দিন বলেন, মহিলা উদ্যোগপতিদের 30 কোটি টাকা মুদ্রা যোজনা ঋণ দেওয়া হয়েছে । তাঁর কথায়, "10 বছরে উচ্চশিক্ষায় নারী তালিকাভুক্তির হার 28 শতাংশ বেড়েছে । এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত) কোর্সে, মেয়েরা 43 শতাংশ নথিভুক্ত করেছে - যা বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে অন্যতম ।"
নির্মলার দাবি, "উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জীবনযাত্রার সহজতা এবং তাদের জন্য মর্যাদা এই দশ বছরে গতি পেয়েছে ৷" এই সমস্ত পদক্ষেপই কর্মশক্তিতে মহিলাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান করে তুলেছে বলে জানান অর্থমন্ত্রী ৷
এ প্রসঙ্গে তিন তালাক ও মহিলাদের জন্য সংরক্ষণ বিল পাশের কথা তুলে ধরেন সীতারামন ৷ তিনি বলেন, "তিন তালাককে বেআইনি করা, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা এবং গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 70 শতাংশের বেশি বাড়ি মহিলাদের একক বা যৌথ মালিক হিসাবে দেওয়া, নারীদের মর্যাদা বাড়িয়েছে ৷"
এ দিন নির্মলা আরও বলেছেন যে, "আমাদের টেক-স্যাভি যুব প্রজন্মের জন্য এটি একটি সোনালি যুগ হবে । 50 বছরের সুদমুক্ত ঋণের সঙ্গে এক লক্ষ কোটি টাকার একটি কর্পাস প্রতিষ্ঠিত হবে । কর্পাস দীর্ঘমেয়াদি এবং কম বা শূন্য সুদের হারে অর্থ প্রদান করবে ।"
(পিটিআই)
আরও পড়ুন: