সুকমা, 15 সেপ্টেম্বর: একসঙ্গে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে খুন । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের সুকমার কোন্তায়। পুলিশ জানিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে ডাইনি সন্দেহে একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুকমার কোন্তার এটকাল এলাকায়। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এই বিষয়ে সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান জানান, রবিবার সকালে ডাইনি অপবাদে পাঁচ গ্রামবাসীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে। সকলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই হত্যার সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে ওই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়েছে । ঘটনার পর তাঁরা গ্রামে ছিল । জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷
এই হত্যাকাণ্ডের পর সুকমা থেকে বস্তার এলাকা পর্যন্ত তৎপর হয়েছে পুলিশ বিভাগ। কোন্তা পুলিশ ছাড়াও সুকমার এসপি পরিস্থিতির দিকে নজর রাখছেন । বস্তার আইজি সুন্দররাজ পিও স্থানীয় পুলিশের কাছ থেকে পুরো ঘটনার তথ্য নিয়েছেন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ 2024 সালে দাঁড়িয়ে এহেন ঘটনার নিন্দা করেছে সবাই ৷ তবে স্থানীয় প্রশাসন ঘটনার পর থেকে তৎপর বলে জানা গিয়েছে ৷ একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ৷