ETV Bharat / bharat

ভূস্বর্গে বিশ্বের উচ্চতম চেনাব সেতুতে প্রথম ট্রেনের সফল ট্রায়াল রান, যাত্রা শুরু কবে ? - Sangaldan Reasi train - SANGALDAN REASI TRAIN

Sangaldan-Reasi Train Trial Run: খুব শীঘ্র কাশ্মীরের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে দেশের বাকি অংশ ৷ সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে ৷ ট্রায়াল রানে ট্রেনটি বিশ্বের উচ্চতম চেনাব সেতু অতিক্রম করেছে ৷

Sangaldan-Reasi train
সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 1:44 PM IST

Updated : Jun 17, 2024, 3:03 PM IST

নয়াদিল্লি, 17 জুন: সফলভাবে সম্পন্ন হল সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান ৷ ট্রেনটি বিশ্বের উচ্চতম চেনাব সেতু অতিক্রম করে নয়া মাইলফলক সৃষ্টি করেছে ৷ এমনটাই রবিবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

তিনি বলেন, "চেনাব সেতু পার করে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে । ইউএসবিআরএল প্রকল্পের অধীনে সকল নির্মাণকাজ প্রায় শেষের পথে ৷ কেবল 1 নম্বর টানেল তৈরির কাজ আংশিক বাকি রয়ে গিয়েছে ।"

উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ৷ এটি সম্পন্ন হলেই ভারতীয় রেল অসাধ্য সাধন করবে ৷ কাশ্মীরের সঙ্গে রেলপথে জুড়ে যাবে দেশের বাকি অংশ ৷ ইউএসবিআরএল প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই চেনাব সেতুটি তৈরি হয়েছে ৷ এই সেতুটি চেনাব নদীর 359 মিটার (প্রায় 109 ফুট) উপরে নির্মিত এবং এটি আইফেল টাওয়ারের থেকেও প্রায় 35 মিটার উঁচু ।

রেলমন্ত্রকের তরফে চলতি বছরের 26 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যেখানে 2,140টি স্থানে 40 লক্ষ 19 হাজার 516 জন লোক অংশগ্রহণ করেছিলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে রেলওয়ে সেতুর নীচে রাস্তার উদ্বোধন এবং রেল স্টেশনগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । কোনও পাবলিক ইভেন্টে বিভিন্ন ভেন্যুতে এত সংখ্যক লোক অংশ নেওয়ায় এটি লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৷

এদিকে গত মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অশ্বিনী বৈষ্ণব দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন । তাঁকে রেলমন্ত্রক ছাড়াও তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে । এর আগে গত শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, "বন্দে ভারত স্লিপার ট্রেনের কাজ পুরোদমে চলছে এবং প্রথম ট্রেনটি দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে । সমস্ত প্রযুক্তিগত কাজ শেষ পর্যায়ে রয়েছে । ট্রেনসেটটি বিইএমএল লিমিটেড তার বেঙ্গালুরুর রেল ইউনিটে তৈরি করেছে । বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের আরও সুবিধা এবং অদূর ভবিষ্যতে বিশ্বমানের পরিষেবা প্রদান করবে ৷"

নয়াদিল্লি, 17 জুন: সফলভাবে সম্পন্ন হল সাঙ্গলদান-রিয়াসি ট্রেনের প্রথম ট্রায়াল রান ৷ ট্রেনটি বিশ্বের উচ্চতম চেনাব সেতু অতিক্রম করে নয়া মাইলফলক সৃষ্টি করেছে ৷ এমনটাই রবিবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

তিনি বলেন, "চেনাব সেতু পার করে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেনের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে । ইউএসবিআরএল প্রকল্পের অধীনে সকল নির্মাণকাজ প্রায় শেষের পথে ৷ কেবল 1 নম্বর টানেল তৈরির কাজ আংশিক বাকি রয়ে গিয়েছে ।"

উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ৷ এটি সম্পন্ন হলেই ভারতীয় রেল অসাধ্য সাধন করবে ৷ কাশ্মীরের সঙ্গে রেলপথে জুড়ে যাবে দেশের বাকি অংশ ৷ ইউএসবিআরএল প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই চেনাব সেতুটি তৈরি হয়েছে ৷ এই সেতুটি চেনাব নদীর 359 মিটার (প্রায় 109 ফুট) উপরে নির্মিত এবং এটি আইফেল টাওয়ারের থেকেও প্রায় 35 মিটার উঁচু ।

রেলমন্ত্রকের তরফে চলতি বছরের 26 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যেখানে 2,140টি স্থানে 40 লক্ষ 19 হাজার 516 জন লোক অংশগ্রহণ করেছিলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে রেলওয়ে সেতুর নীচে রাস্তার উদ্বোধন এবং রেল স্টেশনগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । কোনও পাবলিক ইভেন্টে বিভিন্ন ভেন্যুতে এত সংখ্যক লোক অংশ নেওয়ায় এটি লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৷

এদিকে গত মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অশ্বিনী বৈষ্ণব দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন । তাঁকে রেলমন্ত্রক ছাড়াও তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে । এর আগে গত শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, "বন্দে ভারত স্লিপার ট্রেনের কাজ পুরোদমে চলছে এবং প্রথম ট্রেনটি দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে । সমস্ত প্রযুক্তিগত কাজ শেষ পর্যায়ে রয়েছে । ট্রেনসেটটি বিইএমএল লিমিটেড তার বেঙ্গালুরুর রেল ইউনিটে তৈরি করেছে । বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের আরও সুবিধা এবং অদূর ভবিষ্যতে বিশ্বমানের পরিষেবা প্রদান করবে ৷"

Last Updated : Jun 17, 2024, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.