ETV Bharat / bharat

50 বছর পর আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, লিঙ্কে ক্লিক করে সাক্ষী থাকুন আপনিও - Solar Eclipse - SOLAR ECLIPSE

Total Solar Eclipse: 2024-এর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আজ 8 এপ্রিল ৷ ভারতে দেখা না-গেলেও বিশ্বের অন্যান্য দেশে তা দেখা যাবে ৷ যার প্রভাব প্রত্যক্ষ করার জন্য নাসার বিজ্ঞানীরা গ্রহণ চলাকালীন তা পর্যবেক্ষণ করবেন ৷ রইল নাসার দেওয়া ওয়েবসাইট লিঙ্ক ৷ যাতে ক্লিক করে দেখতে পাবেন আপনিও ৷

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 3:44 PM IST

Updated : Apr 8, 2024, 10:35 AM IST

বারাণসী, 8 এপ্রিল: বছরের প্রথম এবং 50 বছর পর সূর্যগ্রহণ হতে চলেছে 8 এপ্রিল সোমবার ৷ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটিই দীর্ঘতম সূর্যগ্রহণ । যা প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে । এই নিয়ে গবেষণা করবেন নাসার বিজ্ঞানীরা । বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষীরাও এটিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেছেন । তবে আপনি চাইলে এই বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণের এই ঘটনাটি NASA Eclipse ওয়েবসাইটে (https://science.nasa.gov/eclipses/) দেখতে পারেন ।

এই সময়কালে অনেক গ্রহের পাশাপাশি ধূমকেতুও দেখা যায় । তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না । এই কারণে, এটি রাশিচক্রে কোনও প্রভাব ফেলবে না । নাসার ওয়েবসাইটে গিয়ে সূর্যগ্রহণ দেখা যাবে । আগামী 8 এপ্রিল চৈত্র অমাবস্যায় ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ । এটি হবে 2024 সালের প্রথম সূর্যগ্রহণ । বিশেষজ্ঞরা বলছেন, সূর্যগ্রহণ ঘটবে মীন রাশি ও স্বাতী নক্ষত্রে । এটি উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা, আর্কটিক-সহ অনেক জায়গায় দেখা যাবে । তবে ভারতে দেখা যাবে না ৷

জ্যোতিষীরা বলছেন, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সূতক সময়ও বৈধ হবে না । সূর্য, চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয় যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় । চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে । এমন পরিস্থিতিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় ।

এই বিষয়ে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভয় কুমার সিং বলেছেন যে 8 এপ্রিল 2024 সালের এই পূর্ণ সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ । এটি উত্তর আমেরিকায় 50 বছর পর ঘটবে । উত্তর আমেরিকায় তিনটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, মেক্সিকো, আমেরিকা এবং কানাডা । এই সূর্যগ্রহণটি প্রশান্ত মহাসাগর থেকে সরে গিয়ে মেক্সিকোতে যাবে । মোট 4 মিনিট 27 সেকেন্ড স্থায়ী হবে ৷

মেক্সিকো পাড়ি দিয়ে আমেরিকার ডালাস, টেক্সাস হয়ে কানাডায় পৌঁছবে । এটি কানাডার অনেক জায়গার মধ্য দিয়েও উপরে উঠবে । এছাড়াও আর্কটিক সাগরের মধ্যে দিয়ে যাবে । এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আংশিকভাবে সমগ্র আমেরিকা জুড়ে দৃশ্যমান হবে ।

অধ্যাপক আরও জানান, আমেরিকায় দৃশ্যমান হওয়ার পাশাপাশি পানামাতেও এটি আংশিক দৃশ্যমান হবে । এর পাশাপাশি, ব্রাজিলেও এটি একইভাবে দৃশ্যমান হবে । ইউরোপে এটি নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের মধ্য দিয়ে যাবে । জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ।

এটি প্রায় 50 বছর পর কানাডা এবং উত্তর আমেরিকায় দৃশ্যমান হবে । প্রায় 8 বছর পর আমেরিকাতেও এই ঘটনা দেখা যাবে । এই পূর্ণ সূর্যগ্রহণও অনেক দীর্ঘ সময়ের জন্য, তাই এমন পরিস্থিতিতেও অনেক গবেষণা করা হবে । এর জন্য নাসার পুরো দলকে মোতায়েন করা হয়েছে । দলটি এই ঘটনাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করবে ।

এই জ্যোতির্বিদ্যার ঘটনা বায়ুমণ্ডলে কী ধরনের প্রভাব ফেলছে, আয়নমণ্ডলের উপর কী প্রভাব ফেলছে, স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলছে, তা দেখা হবে । সেই সঙ্গে এই ঘটনা পৃথিবীতে কী প্রভাব ফেলছে, সে সবই নাসার দল দেখবে । অনেক বিজ্ঞানী এর জন্য নিযুক্ত আছেন ।

2020 সালের জুন মাসে ভারতেও হিরের আংটির মতো পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল । এর আগেও ডায়মন্ড রিং দেখা গিয়েছিল 2009 সালে । ভোর 5টা 26 মিনিটে বেনারসে দেখা গিয়েছিল । তখন পাখিরা অনেক কষ্টের সম্মুখীন হয় । এটি প্রাণীদের জন্য অত্যন্ত সংবেদনশীল ৷

অধ্যাপকের কথায়, "আকাশে হিরের আংটি তৈরি হলে পাখিরা রাত অনুভব করতে শুরু করে । এমন পরিস্থিতিতে তারা ভয় পায় । পশুরাও এখানে-সেখানে দৌড়তে শুরু করে । হঠাৎ তারা বিভ্রান্ত হয়ে পড়ে । এ সময় চৌম্বকীয় প্রভাবে অনেক পাখি পথ হারায় । এমন পরিস্থিতিতে পূর্ণ সূর্যগ্রহণের প্রভাব পড়বে স্বাস্থ্যের উপরও ।

এই সময়ে, বিভিন্ন ধরনের রশ্মিও বেরিয়ে আসে যা আমাদের রেটিনাকে প্রভাবিত করে । তাই বলা হয় খালি চোখে কখনওই পূর্ণ সূর্যগ্রহণ দেখবেন না । সেই সময় গাঢ় চশমা ব্যবহার করুন । তবে এবার তো পূর্ণ সূর্যগ্রহণটি ভারতে দেখা যাবে না ।

সম্পূরানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অমিত শুক্লা বলেছেন, ভারতে সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে না। ভারতীয় সময় অনুযায়ী রাত 9টা 12 মিনিটে এটি শুরু হবে । শেষ হবে রাত 2টো 22 এ । উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা, আর্কটিক-সহ অনেক জায়গায় এর প্রভাব দেখা যাবে ।

রাশিচক্রের উপর প্রভাব যতদূর সম্ভব কম ৷ কারণ এটি দেশে দৃশ্যমান না হলে রাশিচক্রের উপর কোনও প্রভাব পড়বে না । সেই দৃশ্য দৃশ্যমান হলেই গ্রহণের প্রভাব পড়ে । যেখানেই দেখা যায় তার প্রভাব পড়ে । যেখানে এই গ্রহণ হয় সেখানে রাজনৈতিক অস্থিরতার মতো ঘটনাও দেখা যায় ।

আরও পড়ুন :

  1. বিরল হাইব্রিড সূর্যগ্রহণ, চলতি বছরের প্রথম এই গ্রহণ 100 বছরে কয়েকবার ঘটে

বারাণসী, 8 এপ্রিল: বছরের প্রথম এবং 50 বছর পর সূর্যগ্রহণ হতে চলেছে 8 এপ্রিল সোমবার ৷ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটিই দীর্ঘতম সূর্যগ্রহণ । যা প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে । এই নিয়ে গবেষণা করবেন নাসার বিজ্ঞানীরা । বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষীরাও এটিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেছেন । তবে আপনি চাইলে এই বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণের এই ঘটনাটি NASA Eclipse ওয়েবসাইটে (https://science.nasa.gov/eclipses/) দেখতে পারেন ।

এই সময়কালে অনেক গ্রহের পাশাপাশি ধূমকেতুও দেখা যায় । তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না । এই কারণে, এটি রাশিচক্রে কোনও প্রভাব ফেলবে না । নাসার ওয়েবসাইটে গিয়ে সূর্যগ্রহণ দেখা যাবে । আগামী 8 এপ্রিল চৈত্র অমাবস্যায় ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ । এটি হবে 2024 সালের প্রথম সূর্যগ্রহণ । বিশেষজ্ঞরা বলছেন, সূর্যগ্রহণ ঘটবে মীন রাশি ও স্বাতী নক্ষত্রে । এটি উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা, আর্কটিক-সহ অনেক জায়গায় দেখা যাবে । তবে ভারতে দেখা যাবে না ৷

জ্যোতিষীরা বলছেন, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সূতক সময়ও বৈধ হবে না । সূর্য, চাঁদ এবং পৃথিবীর মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয় যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় । চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে । এমন পরিস্থিতিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় ।

এই বিষয়ে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভয় কুমার সিং বলেছেন যে 8 এপ্রিল 2024 সালের এই পূর্ণ সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ । এটি উত্তর আমেরিকায় 50 বছর পর ঘটবে । উত্তর আমেরিকায় তিনটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, মেক্সিকো, আমেরিকা এবং কানাডা । এই সূর্যগ্রহণটি প্রশান্ত মহাসাগর থেকে সরে গিয়ে মেক্সিকোতে যাবে । মোট 4 মিনিট 27 সেকেন্ড স্থায়ী হবে ৷

মেক্সিকো পাড়ি দিয়ে আমেরিকার ডালাস, টেক্সাস হয়ে কানাডায় পৌঁছবে । এটি কানাডার অনেক জায়গার মধ্য দিয়েও উপরে উঠবে । এছাড়াও আর্কটিক সাগরের মধ্যে দিয়ে যাবে । এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আংশিকভাবে সমগ্র আমেরিকা জুড়ে দৃশ্যমান হবে ।

অধ্যাপক আরও জানান, আমেরিকায় দৃশ্যমান হওয়ার পাশাপাশি পানামাতেও এটি আংশিক দৃশ্যমান হবে । এর পাশাপাশি, ব্রাজিলেও এটি একইভাবে দৃশ্যমান হবে । ইউরোপে এটি নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের মধ্য দিয়ে যাবে । জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ।

এটি প্রায় 50 বছর পর কানাডা এবং উত্তর আমেরিকায় দৃশ্যমান হবে । প্রায় 8 বছর পর আমেরিকাতেও এই ঘটনা দেখা যাবে । এই পূর্ণ সূর্যগ্রহণও অনেক দীর্ঘ সময়ের জন্য, তাই এমন পরিস্থিতিতেও অনেক গবেষণা করা হবে । এর জন্য নাসার পুরো দলকে মোতায়েন করা হয়েছে । দলটি এই ঘটনাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করবে ।

এই জ্যোতির্বিদ্যার ঘটনা বায়ুমণ্ডলে কী ধরনের প্রভাব ফেলছে, আয়নমণ্ডলের উপর কী প্রভাব ফেলছে, স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলছে, তা দেখা হবে । সেই সঙ্গে এই ঘটনা পৃথিবীতে কী প্রভাব ফেলছে, সে সবই নাসার দল দেখবে । অনেক বিজ্ঞানী এর জন্য নিযুক্ত আছেন ।

2020 সালের জুন মাসে ভারতেও হিরের আংটির মতো পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল । এর আগেও ডায়মন্ড রিং দেখা গিয়েছিল 2009 সালে । ভোর 5টা 26 মিনিটে বেনারসে দেখা গিয়েছিল । তখন পাখিরা অনেক কষ্টের সম্মুখীন হয় । এটি প্রাণীদের জন্য অত্যন্ত সংবেদনশীল ৷

অধ্যাপকের কথায়, "আকাশে হিরের আংটি তৈরি হলে পাখিরা রাত অনুভব করতে শুরু করে । এমন পরিস্থিতিতে তারা ভয় পায় । পশুরাও এখানে-সেখানে দৌড়তে শুরু করে । হঠাৎ তারা বিভ্রান্ত হয়ে পড়ে । এ সময় চৌম্বকীয় প্রভাবে অনেক পাখি পথ হারায় । এমন পরিস্থিতিতে পূর্ণ সূর্যগ্রহণের প্রভাব পড়বে স্বাস্থ্যের উপরও ।

এই সময়ে, বিভিন্ন ধরনের রশ্মিও বেরিয়ে আসে যা আমাদের রেটিনাকে প্রভাবিত করে । তাই বলা হয় খালি চোখে কখনওই পূর্ণ সূর্যগ্রহণ দেখবেন না । সেই সময় গাঢ় চশমা ব্যবহার করুন । তবে এবার তো পূর্ণ সূর্যগ্রহণটি ভারতে দেখা যাবে না ।

সম্পূরানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অমিত শুক্লা বলেছেন, ভারতে সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে না। ভারতীয় সময় অনুযায়ী রাত 9টা 12 মিনিটে এটি শুরু হবে । শেষ হবে রাত 2টো 22 এ । উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা, আর্কটিক-সহ অনেক জায়গায় এর প্রভাব দেখা যাবে ।

রাশিচক্রের উপর প্রভাব যতদূর সম্ভব কম ৷ কারণ এটি দেশে দৃশ্যমান না হলে রাশিচক্রের উপর কোনও প্রভাব পড়বে না । সেই দৃশ্য দৃশ্যমান হলেই গ্রহণের প্রভাব পড়ে । যেখানেই দেখা যায় তার প্রভাব পড়ে । যেখানে এই গ্রহণ হয় সেখানে রাজনৈতিক অস্থিরতার মতো ঘটনাও দেখা যায় ।

আরও পড়ুন :

  1. বিরল হাইব্রিড সূর্যগ্রহণ, চলতি বছরের প্রথম এই গ্রহণ 100 বছরে কয়েকবার ঘটে
Last Updated : Apr 8, 2024, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.