নয়াদিল্লি, 15 মে: লোকসভা ভোট চলাকালীনই সংশোধিত নাগরিকত্ব আইনেরের অধীনে আবেদনকারীদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া শুরু করল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার প্রথম সেটে 14 জনকে ভারতীয় নাগরিক হিসেবে শংসাপত্র দেওয়া হয়েছে ৷
বুধবার থেকে শুরু হয়ে গেল পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের প্রক্রিয়া ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা একটি মনোনীত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনগুলি খতিয়ে দেখে 14 জনের কাছে শংসাপত্র হস্তান্তর করেছেন ৷ বুধবার এ কথা জানিয়েছেন একজন সরকারি মুখপাত্র ৷
তিনি বলেন, "স্বরাষ্ট্রসচিব আবেদনকারীদের অভিনন্দন জানিয়েছেন এবং নাগরিকত্ব (সংশোধন) বিধিমালা, 2024-এর প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন । ইন্টারঅ্যাক্টিভ সেশনে সেক্রেটারি পোস্ট, ডিরেক্টর (আইবি), রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ৷"
2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য 2019 সালের ডিসেম্বর মাসে সিএএ প্রণয়ন করা হয় ৷ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান অভিবাসীদের জন্য এই আইন ৷
এই আইন সংসদের দুই কক্ষের অনুমোদন পাওয়ার পর তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি ৷ তবে যে নিয়মগুলির অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে তা আইন প্রণয়নের চার বছরেরও বেশি সময় পরে চলতি বছরের 11 মার্চ জারি করা হয় । আবেদনপত্রের পদ্ধতি, জেলা স্তরের কমিটি (ডিএলসি) দ্বারা আবেদন প্রক্রিয়াকরণের পদ্ধতি এবং রাজ্য স্তরের এমপাওয়ার্ড কমিটি (ইসি) দ্বারা নাগরিকত্ব প্রদানের বিষয়টি নিয়মগুলিতে বলা রয়েছে ।
সরকারি মুখপাত্রের কথায়, "এই নিয়মগুলি অনুসরণ করে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের কাছ থেকে আবেদন গৃহীত হয়েছে, যারা ধর্ম বা এই ধরনের নিপীড়নের কারণে 31.12.2014 পর্যন্ত ভারতে প্রবেশ করেছেন ৷"
সিনিয়র সুপারিনটেনডেন্টস অফ পোস্ট/সুপারিনটেনডেন্টস অফ পোস্ট মনোনীত আধিকারিক হিসাবে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে ৷ সেই কমিটি নথিগুলির সফল যাচাইকরণের মাধ্যমে আবেদনকারীদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র ৷
তিনি বলেন, "নিয়ম অনুসারে প্রক্রিয়াকরণের পরে ডিএলসিগুলি ডিরেক্টর (সেনসাস অপারেশন)-এর নেতৃত্বে রাজ্য স্তরের ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে আবেদনগুলি প্রেরণ করেছে । আবেদনের প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয় । অধিকর্তা (সেনসাস অপারেশন)-র নেতৃত্বে দিল্লির এমপাওয়ার্ড কমিটি যথাযথ যাচাই-বাছাইয়ের পরে 14 জন আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই মতো ওই আবেদনকারীদের অধিকর্তা (সেনসাস অপারেশন) শংসাপত্র দিয়েছেন ৷"
আরও পড়ুন: