ETV Bharat / bharat

ভারতীয় ন্যায় সংহীতার অধীনে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড - Chapra Triple Murder Case - CHAPRA TRIPLE MURDER CASE

Court Sentences Two Triple Murder Accused: নতুন ভারতীয় ন্যায় সংহীতার অধীনে প্রথম কোন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড শোনালেন বিচারক ৷ জুলাই মাসের তিন হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জেলা ও দায়রা আদালত ৷

LIFE IMPRISONMENT IN TRIPLE MURDER
ভারতীয় ন্যায় সংহীতার অধীনে দেশে প্রথম সাজা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 1:36 PM IST

ছাপড়া (বিহার), 6 সেপ্টেম্বর: ভারতীয় ন্যায় সংহীতার অধীনে দেশে প্রথম যাবজ্জীবন কারাদণ্ড ৷ মাসকয়েক আগে একসঙ্গে তিনটি খুনের ঘটনায় দুই অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল ছাপড়ার জেলা ও দায়রা আদালত ৷

বৃহস্পতিবার বিচারক পুনীত কুমার গর্গ উভয় পক্ষের যুক্তি শোনার পর সাজা ঘোষণা করেন ৷ দোষীদের মধ্যে একজনের বিরুদ্ধে ন্যায় সংহীতার 103(1) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 25 হাজার টাকা জরিমানার ঘোষণা করেন বিচারপতি ৷ অপরজনকে 109(1) ধারায় 6 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10 হাজার টাকা জরিমানার সাজা শোনান ৷ রায় ঘোষণার পর পুলিশ সুপার কুমার আশিস বলেন, "এই মামলার তদন্ত প্রক্রিয়া সময়ের আগেই শেষ হয়েছে ৷ নতুন আইনের আওতায় দেশের এই প্রথম মামলায় আদালত ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে ।"

গত 17 জুলাই রাতে সারন জেলার রসুলপুর থানা এলাকার ধানদিহ গ্রামের বাসিন্দা তারকেশ্বর সিং-এর বাড়িতে হামলা চালায় সুধাংশু কুমার এবং অঙ্কিত কুমার নামে দুই ব্যক্তি ৷ সেই সময় বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন তারকেশ্বর ৷ বাড়িতে ঢুকেই পরিবারের সকলের উপর ছুরি চালাতে শুরু কর দু'জন ৷ ঘটনায় প্রাণ হারান তারকেশ্বর এবং তাঁর দুই মেয়ে ৷ গুরুতর আহত হন তাঁর স্ত্রী শোভা দেবী ও আর এক মেয়ে সুচিকা ৷

এই ঘটনায় মৃত তারকেশ্বরের স্ত্রী ও মেয়ের বয়ানের ভিত্তিতে পুলিশ রসুলপুর গ্রামের বাসিন্দা রোশন ওরফে সুধাংশু এবং অঙ্কিতকে গ্রেফতার করে ৷ তাদের বিরুদ্ধে একসঙ্গে তিনটি খুনের মামলা রুজু করা হয় ৷ এরপর তাঁদের ছাপড়ার আদালতে তোলা হয় ৷ ঘটনার 48 দিন পর দোষীদের সাজা শোনায় আদালত ৷

ছাপড়া (বিহার), 6 সেপ্টেম্বর: ভারতীয় ন্যায় সংহীতার অধীনে দেশে প্রথম যাবজ্জীবন কারাদণ্ড ৷ মাসকয়েক আগে একসঙ্গে তিনটি খুনের ঘটনায় দুই অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল ছাপড়ার জেলা ও দায়রা আদালত ৷

বৃহস্পতিবার বিচারক পুনীত কুমার গর্গ উভয় পক্ষের যুক্তি শোনার পর সাজা ঘোষণা করেন ৷ দোষীদের মধ্যে একজনের বিরুদ্ধে ন্যায় সংহীতার 103(1) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 25 হাজার টাকা জরিমানার ঘোষণা করেন বিচারপতি ৷ অপরজনকে 109(1) ধারায় 6 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10 হাজার টাকা জরিমানার সাজা শোনান ৷ রায় ঘোষণার পর পুলিশ সুপার কুমার আশিস বলেন, "এই মামলার তদন্ত প্রক্রিয়া সময়ের আগেই শেষ হয়েছে ৷ নতুন আইনের আওতায় দেশের এই প্রথম মামলায় আদালত ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে ।"

গত 17 জুলাই রাতে সারন জেলার রসুলপুর থানা এলাকার ধানদিহ গ্রামের বাসিন্দা তারকেশ্বর সিং-এর বাড়িতে হামলা চালায় সুধাংশু কুমার এবং অঙ্কিত কুমার নামে দুই ব্যক্তি ৷ সেই সময় বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন তারকেশ্বর ৷ বাড়িতে ঢুকেই পরিবারের সকলের উপর ছুরি চালাতে শুরু কর দু'জন ৷ ঘটনায় প্রাণ হারান তারকেশ্বর এবং তাঁর দুই মেয়ে ৷ গুরুতর আহত হন তাঁর স্ত্রী শোভা দেবী ও আর এক মেয়ে সুচিকা ৷

এই ঘটনায় মৃত তারকেশ্বরের স্ত্রী ও মেয়ের বয়ানের ভিত্তিতে পুলিশ রসুলপুর গ্রামের বাসিন্দা রোশন ওরফে সুধাংশু এবং অঙ্কিতকে গ্রেফতার করে ৷ তাদের বিরুদ্ধে একসঙ্গে তিনটি খুনের মামলা রুজু করা হয় ৷ এরপর তাঁদের ছাপড়ার আদালতে তোলা হয় ৷ ঘটনার 48 দিন পর দোষীদের সাজা শোনায় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.