ETV Bharat / bharat

বেস ক্যাম্প থেকে অমরনাথে রওনা প্রথম দলের, তীর্থযাত্রীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির - Amarnath Yatra Begins - AMARNATH YATRA BEGINS

Amarnath Yatra 2024 Begins: শুরু হল এ বছরের অমরনাথ তীর্থযাত্রা । এবার ভক্তরা অতি উৎসাহের সঙ্গে এই তীর্থযাত্রায় অংশ নিচ্ছেন । বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম দল ৷ তীর্থযাত্রীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

Amarnath Yatra 2024
আজ থেকে শুরু হল অমরনাথ যাত্রা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 6:14 PM IST

জম্মু/নয়াদিল্লি 29 জুন: আজ থেকে শুরু হল 52 দিনের দীর্ঘ অমরনাথ যাত্রা ৷ তীর্থযাত্রীদের প্রথম দল জোড়া বেস ক্যাম্প নুনওয়ান পহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি ও সোনামার্গের দিকে রওনা দিয়েছে ৷ তাঁদের মুখে মুখে 'হর হর মহাদেব, বম বম বোলে' স্লোগান ৷ এই স্লোগান দিতে দিতেই তীর্থযাত্রীরা ভগবান শিবের আবাসস্থল অমরনাথ গুহার দিকে যাত্রা শুরু করেছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "পবিত্র অমরনাথ যাত্রার শুরুতে সকল তীর্থযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা । বাবা বরফানির দর্শন ও পূজা সম্পর্কিত এই যাত্রা শিব ভক্তদের মধ্যে অপরিমেয় শক্তি সঞ্চার করবে । তাঁর কৃপায় সকল ভক্তের মঙ্গল কামনা করি । জয় বাবা বরফানি !"

তীর্থযাত্রীদের এই যাত্রা যাতে সুগম হয়, তাই পাশে দাঁড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ৷ তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ সিম কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ৷ পহেলগাঁও এবং বালতাল উভয় পথে তীর্থযাত্রীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে বিএসএনএল ৷

একটি বিবৃতিতে, টেলিকম কোম্পানি জানিয়েছে, "আমরা সম্পূর্ণ বিনামূল্য এই বিশেষ সিম কার্ডগুলি রেজিস্ট্রেশন করা তীর্থযাত্রীদের দিচ্ছি ৷ রুটের নির্দিষ্ট জায়গায়, সমস্ত বিএসএনএল কাস্টমার কেয়ার সেন্টার, বক্সি নগর জম্মুর যাত্রী নিবাস এবং নুনওয়ান ও বালতাল-সহ বেস ক্যাম্পে মিলছে এই সিম কার্ড ।"

সিম কার্ডের বৈধতা 10 দিন ৷ মাত্র 15 মিনিটের মধ্যে এটি সক্রিয় হয়ে যাচ্ছে । যদিও সিমটি বিনামূল্যে পেলেও তীর্থযাত্রীদের 196 টাকা দিয়ে প্রথমে রিচার্জ করতে হবে ৷ সিম পাওয়ার জন্য তীর্থযাত্রীদের অবশ্যই তাদের যাত্রার স্লিপ এবং আধার কার্ড দেখাতে হবে । তীর্থযাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল অসংখ্য নতুন 4জি বিটিএস সাইট যুক্ত করে তার নেটওয়ার্ক পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে ।

আজ থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে 19 অগস্ট । এই যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48-কিমি নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ছোট কিন্তু খাড়া 14-কিমি-লম্বা বালতাল রুট দিয়ে যাত্রীরা চলা শুরু করেছে ।

এদিন উচ্ছ্বসিত তীর্থযাত্রীরা খুব ভোরেই অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । অমরনাথ যাত্রার নোডাল অফিসার ও জেলা উন্নয়ন কমিশনার (অনন্তনাগ) সঈদ ফাখরুদ্দিন হামিদ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে তীর্থযাত্রীদের দলকে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন । নুনওয়ান বেসক্যাম্প পহেলগাঁও থেকে এই যাত্রা শুরু হয় ।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এখানকার ভগবতী নগর শিবির থেকে বার্ষিক অমরনাথ যাত্রার জন্য তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে রওনা করান । একাধিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 4 হাজার 603 জন তীর্থযাত্রীর প্রথম দল কাশ্মীরের জোড়া বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় ৷ অমরনাথে পৌঁছনের জন্য দীর্ঘ 3 হাজার 880 মিটার-পথ পাড়ি দিতে হবে তীর্থযাত্রীদের । এখনও পর্যন্ত 3.5 লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন ৷

জম্মু/নয়াদিল্লি 29 জুন: আজ থেকে শুরু হল 52 দিনের দীর্ঘ অমরনাথ যাত্রা ৷ তীর্থযাত্রীদের প্রথম দল জোড়া বেস ক্যাম্প নুনওয়ান পহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি ও সোনামার্গের দিকে রওনা দিয়েছে ৷ তাঁদের মুখে মুখে 'হর হর মহাদেব, বম বম বোলে' স্লোগান ৷ এই স্লোগান দিতে দিতেই তীর্থযাত্রীরা ভগবান শিবের আবাসস্থল অমরনাথ গুহার দিকে যাত্রা শুরু করেছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "পবিত্র অমরনাথ যাত্রার শুরুতে সকল তীর্থযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা । বাবা বরফানির দর্শন ও পূজা সম্পর্কিত এই যাত্রা শিব ভক্তদের মধ্যে অপরিমেয় শক্তি সঞ্চার করবে । তাঁর কৃপায় সকল ভক্তের মঙ্গল কামনা করি । জয় বাবা বরফানি !"

তীর্থযাত্রীদের এই যাত্রা যাতে সুগম হয়, তাই পাশে দাঁড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ৷ তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ সিম কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ৷ পহেলগাঁও এবং বালতাল উভয় পথে তীর্থযাত্রীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে বিএসএনএল ৷

একটি বিবৃতিতে, টেলিকম কোম্পানি জানিয়েছে, "আমরা সম্পূর্ণ বিনামূল্য এই বিশেষ সিম কার্ডগুলি রেজিস্ট্রেশন করা তীর্থযাত্রীদের দিচ্ছি ৷ রুটের নির্দিষ্ট জায়গায়, সমস্ত বিএসএনএল কাস্টমার কেয়ার সেন্টার, বক্সি নগর জম্মুর যাত্রী নিবাস এবং নুনওয়ান ও বালতাল-সহ বেস ক্যাম্পে মিলছে এই সিম কার্ড ।"

সিম কার্ডের বৈধতা 10 দিন ৷ মাত্র 15 মিনিটের মধ্যে এটি সক্রিয় হয়ে যাচ্ছে । যদিও সিমটি বিনামূল্যে পেলেও তীর্থযাত্রীদের 196 টাকা দিয়ে প্রথমে রিচার্জ করতে হবে ৷ সিম পাওয়ার জন্য তীর্থযাত্রীদের অবশ্যই তাদের যাত্রার স্লিপ এবং আধার কার্ড দেখাতে হবে । তীর্থযাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল অসংখ্য নতুন 4জি বিটিএস সাইট যুক্ত করে তার নেটওয়ার্ক পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে ।

আজ থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে 19 অগস্ট । এই যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48-কিমি নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ছোট কিন্তু খাড়া 14-কিমি-লম্বা বালতাল রুট দিয়ে যাত্রীরা চলা শুরু করেছে ।

এদিন উচ্ছ্বসিত তীর্থযাত্রীরা খুব ভোরেই অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । অমরনাথ যাত্রার নোডাল অফিসার ও জেলা উন্নয়ন কমিশনার (অনন্তনাগ) সঈদ ফাখরুদ্দিন হামিদ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে তীর্থযাত্রীদের দলকে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন । নুনওয়ান বেসক্যাম্প পহেলগাঁও থেকে এই যাত্রা শুরু হয় ।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এখানকার ভগবতী নগর শিবির থেকে বার্ষিক অমরনাথ যাত্রার জন্য তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে রওনা করান । একাধিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 4 হাজার 603 জন তীর্থযাত্রীর প্রথম দল কাশ্মীরের জোড়া বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় ৷ অমরনাথে পৌঁছনের জন্য দীর্ঘ 3 হাজার 880 মিটার-পথ পাড়ি দিতে হবে তীর্থযাত্রীদের । এখনও পর্যন্ত 3.5 লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.