জম্মু/নয়াদিল্লি 29 জুন: আজ থেকে শুরু হল 52 দিনের দীর্ঘ অমরনাথ যাত্রা ৷ তীর্থযাত্রীদের প্রথম দল জোড়া বেস ক্যাম্প নুনওয়ান পহেলগাঁও থেকে চন্দনওয়াড়ি ও সোনামার্গের দিকে রওনা দিয়েছে ৷ তাঁদের মুখে মুখে 'হর হর মহাদেব, বম বম বোলে' স্লোগান ৷ এই স্লোগান দিতে দিতেই তীর্থযাত্রীরা ভগবান শিবের আবাসস্থল অমরনাথ গুহার দিকে যাত্রা শুরু করেছেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "পবিত্র অমরনাথ যাত্রার শুরুতে সকল তীর্থযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা । বাবা বরফানির দর্শন ও পূজা সম্পর্কিত এই যাত্রা শিব ভক্তদের মধ্যে অপরিমেয় শক্তি সঞ্চার করবে । তাঁর কৃপায় সকল ভক্তের মঙ্গল কামনা করি । জয় বাবা বরফানি !"
पवित्र अमरनाथ यात्रा के शुभारंभ पर सभी तीर्थयात्रियों को मेरी हार्दिक शुभकामनाएं। बाबा बर्फानी के दर्शन और वंदन से जुड़ी यह यात्रा शिवभक्तों में असीम ऊर्जा का संचार करने वाली होती है। उनकी कृपा से सभी श्रद्धालुओं का कल्याण हो, यही कामना है। जय बाबा बर्फानी!
— Narendra Modi (@narendramodi) June 29, 2024
তীর্থযাত্রীদের এই যাত্রা যাতে সুগম হয়, তাই পাশে দাঁড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ৷ তীর্থযাত্রীদের জন্য একটি বিশেষ সিম কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ৷ পহেলগাঁও এবং বালতাল উভয় পথে তীর্থযাত্রীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে বিএসএনএল ৷
একটি বিবৃতিতে, টেলিকম কোম্পানি জানিয়েছে, "আমরা সম্পূর্ণ বিনামূল্য এই বিশেষ সিম কার্ডগুলি রেজিস্ট্রেশন করা তীর্থযাত্রীদের দিচ্ছি ৷ রুটের নির্দিষ্ট জায়গায়, সমস্ত বিএসএনএল কাস্টমার কেয়ার সেন্টার, বক্সি নগর জম্মুর যাত্রী নিবাস এবং নুনওয়ান ও বালতাল-সহ বেস ক্যাম্পে মিলছে এই সিম কার্ড ।"
#WATCH | Srinagar, Jammu and Kashmir: The annual pilgrimage to Amarnath shrine began today. This year, the 52-day-long pilgrimage would culminate on August 19.
— ANI (@ANI) June 29, 2024
(Visuals from Srinagar base camp) pic.twitter.com/A1aMakM3PQ
সিম কার্ডের বৈধতা 10 দিন ৷ মাত্র 15 মিনিটের মধ্যে এটি সক্রিয় হয়ে যাচ্ছে । যদিও সিমটি বিনামূল্যে পেলেও তীর্থযাত্রীদের 196 টাকা দিয়ে প্রথমে রিচার্জ করতে হবে ৷ সিম পাওয়ার জন্য তীর্থযাত্রীদের অবশ্যই তাদের যাত্রার স্লিপ এবং আধার কার্ড দেখাতে হবে । তীর্থযাত্রীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল অসংখ্য নতুন 4জি বিটিএস সাইট যুক্ত করে তার নেটওয়ার্ক পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে ।
#WATCH | J&K: A large number of pilgrims leave from Nunwan base camp in Pahalgam for Holy Amarnath cave. pic.twitter.com/1IiE9MIx0A
— ANI (@ANI) June 29, 2024
আজ থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে 19 অগস্ট । এই যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48-কিমি নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ছোট কিন্তু খাড়া 14-কিমি-লম্বা বালতাল রুট দিয়ে যাত্রীরা চলা শুরু করেছে ।
এদিন উচ্ছ্বসিত তীর্থযাত্রীরা খুব ভোরেই অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । অমরনাথ যাত্রার নোডাল অফিসার ও জেলা উন্নয়ন কমিশনার (অনন্তনাগ) সঈদ ফাখরুদ্দিন হামিদ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে তীর্থযাত্রীদের দলকে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন । নুনওয়ান বেসক্যাম্প পহেলগাঁও থেকে এই যাত্রা শুরু হয় ।
#WATCH | J&K: A large number of pilgrims en route from Baltal to Holy Amarnath cave. pic.twitter.com/u9hdwn7c95
— ANI (@ANI) June 29, 2024
শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এখানকার ভগবতী নগর শিবির থেকে বার্ষিক অমরনাথ যাত্রার জন্য তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে রওনা করান । একাধিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 4 হাজার 603 জন তীর্থযাত্রীর প্রথম দল কাশ্মীরের জোড়া বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় ৷ অমরনাথে পৌঁছনের জন্য দীর্ঘ 3 হাজার 880 মিটার-পথ পাড়ি দিতে হবে তীর্থযাত্রীদের । এখনও পর্যন্ত 3.5 লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন ৷