ETV Bharat / bharat

চলন্ত ট্রেনে বিস্ফোরণ, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের - FIRECRACKERS EXPLODE IN TRAIN

ট্রেন ছুটছে গতিতে ৷ আচমকাই বিস্ফোরণ। প্রাণ বাঁচাতে আতঙ্কে যাত্রীরা ঝাঁপ দিলেন ট্রেন থেকে ৷ তার ফলে গুরুতর আহত হন তাঁরা ৷

চলন্ত ট্রেনে বিস্ফোরণ
firecrackers explode (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 10:50 PM IST

Updated : Oct 28, 2024, 11:07 PM IST

রোহতক, 28 অক্টোবর: ফের ট্রেন সফরে আতঙ্ক। এবার যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার বিকেল 4.20 মিনিট নাগাদ জিন্দ-দিল্লি লোকাল ট্রেনটি যখন হরিয়ানার সাম্পলা স্টেশন অতিক্রম করে তখনই ট্রেনের এক কামরার মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ৷ প্রাণ বাঁচাতে ট্রেনযাত্রীরা ঝাঁপ দেন ৷ বিস্ফোরণের জেরে চার জন জখম হয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য যাত্রীরা ৷ বর্তমানে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ট্রেনে থাকা যাত্রীরা বলেন, "আমরা বাহাদুরগড় যাওয়ার জন্য রোহতক স্টেশন থেকে 4.20 মিনিটে ট্রেনে উঠেছিলাম। ট্রেনটি সাম্পলা স্টেশনে ছেড়ে যায় ৷ তারপরই বাহাদুরগড়ের দিকে যেতে হঠাৎ একটি কামরায় বিস্ফোরণ হয়। সেই সঙ্গে ট্রেনের বগিতে আগুন লেগে যায় ৷ চারিদিকে দাউদাউ করতে জ্বলতে থাকে আগুন ৷ ওই কামরায় যে যাত্রীরা ছিলেন তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেইসময় চলন্ত ট্রেন থেকে কয়েকজন যাত্রীও নেমেও পড়েন। ঝাঁপ দিতে গিয়ে ও বিস্ফোরণের কারণে 4 জন যাত্রী আহত হয়েছেন।"

আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের (ইটিভি ভারত)

আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। যে বগিতে আগুন লেগেছিল সেখানের এক মহিলা ও পুরুষ যাত্রী জানান, তাঁদের সিটের উপরে যেখানে ব্যাগ রাখা হয় সেখানের কোনও ব্যাগে হয়তো আতশবাজি রাখা ছিল, যা সম্ভবত বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিল লোহার কিছু জিনিসপত্র ৷ সেই কারণেই কামরায় আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদেরও অনুমান এমনটাই ৷ প্রসঙ্গত, বারবার ট্রেনে বিপদের ঘটনা ঘটছে। কখনও দুর্ঘটনা ঘটছে। কখনও আগুন লাগছে। বারবার ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের।

রোহতক, 28 অক্টোবর: ফের ট্রেন সফরে আতঙ্ক। এবার যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার বিকেল 4.20 মিনিট নাগাদ জিন্দ-দিল্লি লোকাল ট্রেনটি যখন হরিয়ানার সাম্পলা স্টেশন অতিক্রম করে তখনই ট্রেনের এক কামরার মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ ৷ প্রাণ বাঁচাতে ট্রেনযাত্রীরা ঝাঁপ দেন ৷ বিস্ফোরণের জেরে চার জন জখম হয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য যাত্রীরা ৷ বর্তমানে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ট্রেনে থাকা যাত্রীরা বলেন, "আমরা বাহাদুরগড় যাওয়ার জন্য রোহতক স্টেশন থেকে 4.20 মিনিটে ট্রেনে উঠেছিলাম। ট্রেনটি সাম্পলা স্টেশনে ছেড়ে যায় ৷ তারপরই বাহাদুরগড়ের দিকে যেতে হঠাৎ একটি কামরায় বিস্ফোরণ হয়। সেই সঙ্গে ট্রেনের বগিতে আগুন লেগে যায় ৷ চারিদিকে দাউদাউ করতে জ্বলতে থাকে আগুন ৷ ওই কামরায় যে যাত্রীরা ছিলেন তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেইসময় চলন্ত ট্রেন থেকে কয়েকজন যাত্রীও নেমেও পড়েন। ঝাঁপ দিতে গিয়ে ও বিস্ফোরণের কারণে 4 জন যাত্রী আহত হয়েছেন।"

আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের (ইটিভি ভারত)

আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। যে বগিতে আগুন লেগেছিল সেখানের এক মহিলা ও পুরুষ যাত্রী জানান, তাঁদের সিটের উপরে যেখানে ব্যাগ রাখা হয় সেখানের কোনও ব্যাগে হয়তো আতশবাজি রাখা ছিল, যা সম্ভবত বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে ছিল লোহার কিছু জিনিসপত্র ৷ সেই কারণেই কামরায় আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদেরও অনুমান এমনটাই ৷ প্রসঙ্গত, বারবার ট্রেনে বিপদের ঘটনা ঘটছে। কখনও দুর্ঘটনা ঘটছে। কখনও আগুন লাগছে। বারবার ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের।

Last Updated : Oct 28, 2024, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.