ETV Bharat / bharat

পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন ! কীভাবে দুর্ঘটনা ? - MANDAI METRO STATION FIRE

মেট্রো স্টেশনের নিচের তলায় ঢালাইয়ের কাজ চলাকালীন ফোমের সামগ্রীতে আগুন ধরে যায় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন ৷

MANDAI METRO STATION FIRE
পুনের মন্ডই মেট্রো স্টেশনে আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2024, 8:58 AM IST

পুনে, 21 অক্টোবর: মধ্যরাত আনুমানিক 12টা নাগাদ, পুনের মন্ডই মেট্রো স্টেশনের নিচের তলায় ফোম জাতিয় দাহ্য সামগ্রীতে আগুন লেগে যায় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন ৷ 5টি ইঞ্জিনের একত্রিত প্রচেষ্টায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীরা। মেট্রো স্টেশনের নিচের তলায় সে সময় ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে দমকল কর্মীরা নন-ব্রেথেবল ফায়ার এক্সটিংগুইশার এবং জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কয়েকদিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনেতে সোয়ারগেট থেকে সিভিল কোর্ট মেট্রো লাইনের উদ্বোধন করেছিলেন, যার পরে প্রচুর সংখ্যক পুনের যাত্রীদের পরিবহণ সংক্রান্ত নিত্য দিনের সমস্যা সমাধান হয়েছিল। পুনের মন্ডইতে মেট্রো স্টেশনের কাজ শেষ হয়নি ৷ এই মেট্রো স্টেশনের কাজ এখনও চলছে। গতরাতে, মন্ডইতে মেট্রো স্টেশনে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন, নিচের তলায় ফোমের উপাদানে আগুন ধরে যায়, যার ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। ফায়ার ব্রিগেডের 5টি গাড়ি পাঠিয়ে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে ৷

এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ গিল বলেন, নিচের তলায় ঢালাইয়ের কাজ চলাকালীন ফোমের সামগ্রীতে আগুন ধরে যায় ৷ এর থেকেই মেট্রো স্টেশনে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে দমকলকর্মীরা আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আসেন ৷ তাই কোনও বড় বিপদ ঘটেনি বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার ৷

আরও পড়ুন
শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসকষ্টে মৃত্যু এক রোগীর; দাবি পরিবারের
অ্যাসিড নয়, জীবিত থাকতেই কৃষ্ণনগরের তরুণীর গায়ে আগুন ! দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের

পুনে, 21 অক্টোবর: মধ্যরাত আনুমানিক 12টা নাগাদ, পুনের মন্ডই মেট্রো স্টেশনের নিচের তলায় ফোম জাতিয় দাহ্য সামগ্রীতে আগুন লেগে যায় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন ৷ 5টি ইঞ্জিনের একত্রিত প্রচেষ্টায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীরা। মেট্রো স্টেশনের নিচের তলায় সে সময় ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি ছিল যে দমকল কর্মীরা নন-ব্রেথেবল ফায়ার এক্সটিংগুইশার এবং জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কয়েকদিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনেতে সোয়ারগেট থেকে সিভিল কোর্ট মেট্রো লাইনের উদ্বোধন করেছিলেন, যার পরে প্রচুর সংখ্যক পুনের যাত্রীদের পরিবহণ সংক্রান্ত নিত্য দিনের সমস্যা সমাধান হয়েছিল। পুনের মন্ডইতে মেট্রো স্টেশনের কাজ শেষ হয়নি ৷ এই মেট্রো স্টেশনের কাজ এখনও চলছে। গতরাতে, মন্ডইতে মেট্রো স্টেশনে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন, নিচের তলায় ফোমের উপাদানে আগুন ধরে যায়, যার ফলে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। ফায়ার ব্রিগেডের 5টি গাড়ি পাঠিয়ে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে ৷

এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ গিল বলেন, নিচের তলায় ঢালাইয়ের কাজ চলাকালীন ফোমের সামগ্রীতে আগুন ধরে যায় ৷ এর থেকেই মেট্রো স্টেশনে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে দমকলকর্মীরা আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আসেন ৷ তাই কোনও বড় বিপদ ঘটেনি বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার ৷

আরও পড়ুন
শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসকষ্টে মৃত্যু এক রোগীর; দাবি পরিবারের
অ্যাসিড নয়, জীবিত থাকতেই কৃষ্ণনগরের তরুণীর গায়ে আগুন ! দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.