ETV Bharat / bharat

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক - Fire in Manipur - FIRE IN MANIPUR

Fire Near Manipur CM Bungalow: মণিপুরে মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ড ৷ আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি । তবে যে ভবনটিতে আগুন লেগেছে সেটি গোয়ার প্রাক্তন মুখ্যসচিব প্রয়াত আইএএস অফিসার টি কিপগেনের পরিবারের । মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার পর আগুন লাগার ঘটনায় সতর্ক পুলিশ প্রশাসন ৷

Fire in Manipur
মণিপুরে অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 11:07 AM IST

ইম্ফল, 16 জুন: ভয়াবহ অগ্নিকাণ্ড মণিপুরে ৷ শনিবার সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলে গেল একটি ভবন ৷ যদিও ভবনটি জনমানবশূন্য ছিল ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারি বাংলো থেকে মাত্র কয়েকশো মিটার ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কের সৃষ্টি হয় ৷ যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার আশেপাশে রয়েছে মণিপুর সিভিল সেক্রেটারিয়েট কমপ্লেক্স এবং পুলিশের সদর দফতরও ৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । দমকলের তিনটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ কিন্তু অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ।

তবে এই ঘটনার পরে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন ৷ কারণ সোমবারই কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল ৷ বীরেন সিং জিরিবাম যাচ্ছিলেন ৷ পথে তাঁর কনভয়ে হামলা করার অভিযোগ ওঠে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে ৷ ওই ঘটনায় মণিপুর পুলিশের একজন আধিকারিক এবং একজন গাড়ির চালক আহত হন ।

জানা গিয়েছে, শনিবার যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি গোয়ার প্রাক্তন মুখ্যসচিব প্রয়াত আইএএস অফিসার টি কিপগেনের পরিবারের। গত বছর মণিপুর উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, কুকি উপজাতির শীর্ষ সংস্থা কুকি ইনপি'র পূর্ববর্তী সদর দফতরের কাছে ওই নির্জন ভবনে আগুন লাগে ৷ তারা গত বছরের মে মাসে উত্তর-পূর্ব রাজ্যে হিংসার ছড়ানোয় ভবনটি পরিত্যাগ করেছিল। 3 মে 2023 থেকে বারংবার কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুর ৷

এদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হিংসা-বিধ্বস্ত জিরিবাম পরিদর্শনের কথা ছিল ৷ তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দল শনিবার ভারী রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জিরিবাম ত্যাগ করেছে ৷ যার মধ্যে দুটি সাঁজোয়া বুলেট/মাইন বোমা প্রুফ ক্যাসিপার রয়েছে। মুখ্যমন্ত্রীর অস্থায়ী কর্মসূচি বাতিলের কারণ এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে যে, এটি জিরিবামের খারাপ আবহাওয়ার কারণে হতে পারে ৷ সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে ৷

ইম্ফল, 16 জুন: ভয়াবহ অগ্নিকাণ্ড মণিপুরে ৷ শনিবার সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলে গেল একটি ভবন ৷ যদিও ভবনটি জনমানবশূন্য ছিল ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারি বাংলো থেকে মাত্র কয়েকশো মিটার ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কের সৃষ্টি হয় ৷ যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার আশেপাশে রয়েছে মণিপুর সিভিল সেক্রেটারিয়েট কমপ্লেক্স এবং পুলিশের সদর দফতরও ৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । দমকলের তিনটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ কিন্তু অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ।

তবে এই ঘটনার পরে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন ৷ কারণ সোমবারই কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল ৷ বীরেন সিং জিরিবাম যাচ্ছিলেন ৷ পথে তাঁর কনভয়ে হামলা করার অভিযোগ ওঠে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে ৷ ওই ঘটনায় মণিপুর পুলিশের একজন আধিকারিক এবং একজন গাড়ির চালক আহত হন ।

জানা গিয়েছে, শনিবার যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি গোয়ার প্রাক্তন মুখ্যসচিব প্রয়াত আইএএস অফিসার টি কিপগেনের পরিবারের। গত বছর মণিপুর উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, কুকি উপজাতির শীর্ষ সংস্থা কুকি ইনপি'র পূর্ববর্তী সদর দফতরের কাছে ওই নির্জন ভবনে আগুন লাগে ৷ তারা গত বছরের মে মাসে উত্তর-পূর্ব রাজ্যে হিংসার ছড়ানোয় ভবনটি পরিত্যাগ করেছিল। 3 মে 2023 থেকে বারংবার কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুর ৷

এদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হিংসা-বিধ্বস্ত জিরিবাম পরিদর্শনের কথা ছিল ৷ তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দল শনিবার ভারী রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জিরিবাম ত্যাগ করেছে ৷ যার মধ্যে দুটি সাঁজোয়া বুলেট/মাইন বোমা প্রুফ ক্যাসিপার রয়েছে। মুখ্যমন্ত্রীর অস্থায়ী কর্মসূচি বাতিলের কারণ এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে যে, এটি জিরিবামের খারাপ আবহাওয়ার কারণে হতে পারে ৷ সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.