ETV Bharat / bharat

ফের বিতর্কে এলভিস, ইউটিউবার সাগর ঠাকুরকে মারধরের অভিযোগ - Elvish Yadav Bigg Boss OTT winner

Elvish Yadav Bigg Boss OTT winner: ইউটিউবার সাগর ঠাকুরের উপর হামলার ঘটনায় বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এবং ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে এফআইআর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির ইউটিউবার সাগর ঠাকুর সাগরকে মারধরের ভিডিয়ো।

FIR on Elvish Yadav
সাগর ঠাকুরের উপর হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 3:05 PM IST

গুরুগ্রাম, 9 মার্চ: ইউটিউবার ও বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এলভিশ যাদবের বিরুদ্ধে গুরুগ্রাম থানায় এফআইআর দায়ের ৷ তাঁর বিরুদ্ধে আর এক ইউটিউবার সাগর ঠাকুরকে মারধরের অভিযোগ ৷ নির্যাতিত ইউটিউবারের অভিযোগ, তাঁকে এলভিস যাদব মারধর করেছেন এবং মৃত্যুর হুমকি দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই দেখা যাচ্ছে সাগর ঠাকুরকে মারধর করছেন এলভিস যাদব ৷

এলভিস যাদবের বিরুদ্ধে গুরুগ্রাম স্কেক্টর 53 থানায় আইপিসি 147, 149, 323, 506 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ ইউটিউবার সাগর ঠাকুর জানান, সাউথ পয়েন্ট মলের কাছে এলভিস যাদব 8 থেকে 10 জন লোক নিয়ে এসে তাঁকে বেধড়ক মারধর করে। সেই ভিডিয়োটি সাউথ সাইবার সিটি গুরুগ্রাম সেক্টর-53 থানায় জমাও দিয়েছেন ৷

ইন্সপেক্টর ইনচার্জ রাজেন্দ্র কুমার বলেন, " দিল্লির বাসিন্দা সাগর ঠাকুরের নামে সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সটার্নে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলেও তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি এলভিস যাদবকে 2021 সাল থেকে চেনে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যে ক্ষুব্ধ এলভিস যাদব ও তার বন্ধুরা। এলভিস ও সাগরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।"

জানা গিয়েছে, বৃহস্পতিবার এলভিসের সঙ্গে দেখা করতে গুরুগ্রামে এসেছিলেন সাগর ৷ ওই দিন রাত 12টা নাগাদ এলভিস যাদব 8-10 যুবককে নিয়ে সেক্টর-53 র কাছে অবস্থিত সাউথ পয়েন্ট মলের সামনের দোকানে পৌঁছন ৷ সেখানেই সাগরকে মারধর করেন বলে অভিযোগ ৷ এমনকী এলভিস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন ইউটিউবার সাগর ঠাকুর ৷ এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এলভিস যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ ৷

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এলভিস যদব। সেখানে সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার এবং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকির সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলেন বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদব। এই সময়ে, ফারুকির সঙ্গে তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে তাদের দু’জনকে জড়িয়ে ধরে সেলফি তুলতে । এলভিস যাদব নিজেকে একজন কট্টর হিন্দু হিসেবে প্রচার করেন। এ নিয়ে এলভিসকে নিয়ে মন্তব্য করেছিলেন সাগর। যার জেরে রেগে যান এলভিস। সাগর ঠাকুরের উপর চড়াও হন বলে অভিযোগ ৷

হামলার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে, অভিযুক্ত এলভিস যাদব 18 মিনিট 38 সেকেন্ডের একটি ভিডিয়ো তৈরি করেছেন ৷ এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ এই হামলার ব্যাখ্যা দিয়েছেন। যেখানে এলভিস বলেছেন যে সাগর ঠাকুর যেভাবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় গালি দিয়েছেন। তা খুবই অনৈতিক। এর আগে নয়ডায় অনুষ্ঠিত রেভ পার্টি নিয়ে বিতর্কে পড়েছিলেন এই বিগ ওটিটি জয়ী সেলিব্রিটি। যেখানে সাপের বিষের মাধ্যমে নেশা করা অভিযোগ ছিল ৷ তখনও এফআইআর দায়ের হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. 'সেলেব ভাবার অবকাশই নেই', বলিউডে আত্মপ্রকাশের পরেও মাটিতে পা ঝিলমের
  2. সাপের বিষ সংক্রান্ত এলভিশ যাদব মামলায় বদলি তদন্তকারী আধিকারিক
  3. সাপের বিষ নিয়ে রেভ পার্টির আয়োজন, এফআইআর দায়ের বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে

গুরুগ্রাম, 9 মার্চ: ইউটিউবার ও বিগ বস ওটিটি সিজন 2 বিজয়ী এলভিশ যাদবের বিরুদ্ধে গুরুগ্রাম থানায় এফআইআর দায়ের ৷ তাঁর বিরুদ্ধে আর এক ইউটিউবার সাগর ঠাকুরকে মারধরের অভিযোগ ৷ নির্যাতিত ইউটিউবারের অভিযোগ, তাঁকে এলভিস যাদব মারধর করেছেন এবং মৃত্যুর হুমকি দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই দেখা যাচ্ছে সাগর ঠাকুরকে মারধর করছেন এলভিস যাদব ৷

এলভিস যাদবের বিরুদ্ধে গুরুগ্রাম স্কেক্টর 53 থানায় আইপিসি 147, 149, 323, 506 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ ইউটিউবার সাগর ঠাকুর জানান, সাউথ পয়েন্ট মলের কাছে এলভিস যাদব 8 থেকে 10 জন লোক নিয়ে এসে তাঁকে বেধড়ক মারধর করে। সেই ভিডিয়োটি সাউথ সাইবার সিটি গুরুগ্রাম সেক্টর-53 থানায় জমাও দিয়েছেন ৷

ইন্সপেক্টর ইনচার্জ রাজেন্দ্র কুমার বলেন, " দিল্লির বাসিন্দা সাগর ঠাকুরের নামে সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সটার্নে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলেও তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি এলভিস যাদবকে 2021 সাল থেকে চেনে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যে ক্ষুব্ধ এলভিস যাদব ও তার বন্ধুরা। এলভিস ও সাগরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।"

জানা গিয়েছে, বৃহস্পতিবার এলভিসের সঙ্গে দেখা করতে গুরুগ্রামে এসেছিলেন সাগর ৷ ওই দিন রাত 12টা নাগাদ এলভিস যাদব 8-10 যুবককে নিয়ে সেক্টর-53 র কাছে অবস্থিত সাউথ পয়েন্ট মলের সামনের দোকানে পৌঁছন ৷ সেখানেই সাগরকে মারধর করেন বলে অভিযোগ ৷ এমনকী এলভিস তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন ইউটিউবার সাগর ঠাকুর ৷ এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এলভিস যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ ৷

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এলভিস যদব। সেখানে সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার এবং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকির সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলেন বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদব। এই সময়ে, ফারুকির সঙ্গে তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে তাদের দু’জনকে জড়িয়ে ধরে সেলফি তুলতে । এলভিস যাদব নিজেকে একজন কট্টর হিন্দু হিসেবে প্রচার করেন। এ নিয়ে এলভিসকে নিয়ে মন্তব্য করেছিলেন সাগর। যার জেরে রেগে যান এলভিস। সাগর ঠাকুরের উপর চড়াও হন বলে অভিযোগ ৷

হামলার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে, অভিযুক্ত এলভিস যাদব 18 মিনিট 38 সেকেন্ডের একটি ভিডিয়ো তৈরি করেছেন ৷ এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ এই হামলার ব্যাখ্যা দিয়েছেন। যেখানে এলভিস বলেছেন যে সাগর ঠাকুর যেভাবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় গালি দিয়েছেন। তা খুবই অনৈতিক। এর আগে নয়ডায় অনুষ্ঠিত রেভ পার্টি নিয়ে বিতর্কে পড়েছিলেন এই বিগ ওটিটি জয়ী সেলিব্রিটি। যেখানে সাপের বিষের মাধ্যমে নেশা করা অভিযোগ ছিল ৷ তখনও এফআইআর দায়ের হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. 'সেলেব ভাবার অবকাশই নেই', বলিউডে আত্মপ্রকাশের পরেও মাটিতে পা ঝিলমের
  2. সাপের বিষ সংক্রান্ত এলভিশ যাদব মামলায় বদলি তদন্তকারী আধিকারিক
  3. সাপের বিষ নিয়ে রেভ পার্টির আয়োজন, এফআইআর দায়ের বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.