ETV Bharat / bharat

পাতে কম পড়েছে মাটনের টুকরো, বিয়ের অনুষ্ঠানে ধুন্ধুমার - Fight for Mutton in Wedding - FIGHT FOR MUTTON IN WEDDING

Chaos for Less Serving of Mutton: বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বচসা ৷ যা গড়াল বর ও কনেপক্ষর মারামারিতে ৷ পরিস্থিতি সামলাতে ছুটে এল পুলিশ ৷ কোথায় হল এমন ঘটনা ?

Hyderabad Mutton Case
মাটন নিয়ে মারামারি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 2:19 PM IST

Updated : Aug 29, 2024, 2:42 PM IST

নিজামাবাদ, 29 অগস্ট: বিয়ে বাড়িতে গণ্ডগোল ৷ খাসির মাংস পরিবেশন করা নিয়ে হাতাহাতিতে জড়াল বর ও কনেপক্ষ ৷ তা এতটাই চরমে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে দৌড়ে এল পুলিশ ৷ হাসপাতালে ভর্তি দু'পক্ষের বেশ কয়েকজন ৷ বুধবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের নিজামাবাদের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে ৷

এদিন রাতে নাভিপেটের একটি হলে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ নন্দীপেট মণ্ডলের এক যুবকের সঙ্গে বিয়ে হচ্ছিল নাভিপেট এলাকার তরুণীর ৷ সেই সময় খাবার টেবিলে বরপক্ষের কিছু যুবককে খাসির মাংস পরিবেশন করা হয় ৷ কিন্তু তাতে খাসির মাংস কম থাকায় ক্যাটারারের সঙ্গে ঝামেলায় জড়ায় তারা ৷ কনে পক্ষ থেকে খাবারের আয়োজন করায় বিবাদ গড়ায় দুই পরিবারের মধ্যেও ৷ শুরু হয় কথা কাটাকাটি ৷

বিবাদ এতটাই চরমে ওঠে যে, রান্নার সামগ্রী থেকে শুরু করে লাঠিসোঁটা, পাথর যেখানে যা ছিল তাই নিয়ে একে অপরের উপর চড়াও হয় ৷ পরিস্থিতি বেগতিক দেখে থানায় খবর দেয় স্থানীয়রা ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করে ৷ এই ঘটনায় স্থানীয় থানার এসএসআই বিনয় জানান যে, এক পক্ষের ইরনালা সত্যনারায়ণ-সহ 11 জন ও অপর পক্ষের সাইবাবা-সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এর মধ্যে সত্যনারায়ণ ও সাইবাবা-সহ আটজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে নিজামাবাদ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

তবে হায়দরাবাদের এই এলাকায় বিয়েবাড়িতে খাসির মাংস দেওয়া নিয়ে বিবাদের ঘটনা প্রথমবার নয় ৷ বহুক্ষেত্রে দেখা গিয়েছে এমন ঘটনার জেরে বিয়ে পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে ৷

নিজামাবাদ, 29 অগস্ট: বিয়ে বাড়িতে গণ্ডগোল ৷ খাসির মাংস পরিবেশন করা নিয়ে হাতাহাতিতে জড়াল বর ও কনেপক্ষ ৷ তা এতটাই চরমে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে দৌড়ে এল পুলিশ ৷ হাসপাতালে ভর্তি দু'পক্ষের বেশ কয়েকজন ৷ বুধবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের নিজামাবাদের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে ৷

এদিন রাতে নাভিপেটের একটি হলে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ নন্দীপেট মণ্ডলের এক যুবকের সঙ্গে বিয়ে হচ্ছিল নাভিপেট এলাকার তরুণীর ৷ সেই সময় খাবার টেবিলে বরপক্ষের কিছু যুবককে খাসির মাংস পরিবেশন করা হয় ৷ কিন্তু তাতে খাসির মাংস কম থাকায় ক্যাটারারের সঙ্গে ঝামেলায় জড়ায় তারা ৷ কনে পক্ষ থেকে খাবারের আয়োজন করায় বিবাদ গড়ায় দুই পরিবারের মধ্যেও ৷ শুরু হয় কথা কাটাকাটি ৷

বিবাদ এতটাই চরমে ওঠে যে, রান্নার সামগ্রী থেকে শুরু করে লাঠিসোঁটা, পাথর যেখানে যা ছিল তাই নিয়ে একে অপরের উপর চড়াও হয় ৷ পরিস্থিতি বেগতিক দেখে থানায় খবর দেয় স্থানীয়রা ৷ পুলিশ এসে ঘটনাস্থল থেকে দু'পক্ষের বেশ কয়েকজনকে আটক করে ৷ এই ঘটনায় স্থানীয় থানার এসএসআই বিনয় জানান যে, এক পক্ষের ইরনালা সত্যনারায়ণ-সহ 11 জন ও অপর পক্ষের সাইবাবা-সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এর মধ্যে সত্যনারায়ণ ও সাইবাবা-সহ আটজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে নিজামাবাদ সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

তবে হায়দরাবাদের এই এলাকায় বিয়েবাড়িতে খাসির মাংস দেওয়া নিয়ে বিবাদের ঘটনা প্রথমবার নয় ৷ বহুক্ষেত্রে দেখা গিয়েছে এমন ঘটনার জেরে বিয়ে পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে ৷

Last Updated : Aug 29, 2024, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.