সারণ (বিহার), 2 জুলাই: তাঁদের প্রেমের সম্পর্ক দীর্ঘ কয়েক বছরের ৷ অথচ, বারবার বিয়ের প্রসঙ্গ তুললেও কর্ণপাত করেননি প্রেমিক ৷ রাগে, প্রতিশোধ নিতে এক কোপে তাঁর যৌনাঙ্গ কেটে নেন প্রেমিকা ৷ আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরা এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে ৷ যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রেমিক ৷ পাশে পড়ে রয়েছে কাটা যৌনাঙ্গ ৷
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের সারণ জেলায় ৷ আহত প্রেমিক একজন ওয়ার্ড কাউন্সিলর ৷ স্থানীয়রা জানান, হাজিপুরের বাসিন্দা 25 বছর বয়সি এক মহিলা চিকিৎসকের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি । মহিলা চিকিৎসক বিয়ে করার জন্য চাপ দিলেও কাউন্সিলর বারবার সেই প্রস্তাব থেকে সরে আসেন । অবশেষে দীর্ঘ আলোচনার পর রেজিস্ট্রি বিয়ের জন্য রাজি হন প্রেমিক ৷ সেই মতো গত 1 জুলাই, সোমবার বিয়ের দিন ঠিক করা হয় ৷ কিন্তু সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন কাউন্সিলার প্রেমিক ৷ রাগে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন তিনি ৷
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরা থানার পুলিশ ৷ আহত ওয়ার্ড কাউন্সিলরকে মারহাউড়ার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান তাঁরা ৷ সেখান থেকে তাঁকে চাপড়ায় পাঠানো হয় । স্বাস্থ্য পরীক্ষার পর চাপড়ার চিকিৎসকরা আহত কাউন্সিলরকে পিএমসিএইচ-এ রেফার করেন । ইতিমধ্যেই অভিযুক্ত মহিলা চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷
উল্লেখ্য, 2022 সালে খানিক একইরকম ঘটনার স্বাক্ষী হয়েছিল গোটা দেশ ৷ তবে সেই ঘটনায় প্রাণে বাঁচেনি প্রেমিকা ৷ জঙ্গল থেকে তাঁর দেহের 35টি টুকরো উদ্ধার করে দিল্লি পুলিশ ৷ দীর্ঘদিন লিভ-ইনে থাকার পর ভয়ঙ্কর পরিণতি হয়েছিল শ্রদ্ধা ওয়ালকারের ৷ এবার সেই প্রেমের কারণে ফের রক্তারক্তির ঘটনা ৷ তবে একটুর জন্য় প্রাণে বাঁচলেন বিহারের কাউন্সিলার প্রেমিক ৷