মুজাফরনগর, 27 জানুয়ারি: তিন মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ শুক্রবার উত্তরপ্রদেশের মুজাফফরনগর এলাকার ঘটনা ৷ ইতমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বুধনা কোতোয়ালি থানার পুলিশ ৷ অভিযুক্তের নাম গুলশের ৷ পুলিশি জেরায় অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত ৷
জানা গিয়েছে, অভিযুক্তের দু‘টি বিয়ে ৷ প্রথম পক্ষের স্ত্রীর 5 সন্তান রয়েছে ৷ মৃত শিশু কন্যা তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী’র সন্তান ৷ মৃত শিশু কন্য়ার মায়ের দাবি, শুক্রবার সকালে দীর্ঘদিন ধরে ওই শিশুটি ঘুমচ্ছিল ৷ তা দেখেই সন্দেহ হয় শিশুটির মায়ের ৷ শিশুটিকে ঘুম ভাঙানোর চেষ্টা করেন তিনি ৷ কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির ঘুম না ভাঙায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান শিশুটির মৃত্যু হয়েছে ৷ এরপরই ওই মহিলা তাঁর স্বামীকে সমস্ত ঘটনা বলেন ৷ তাঁর স্বমীর আচরণে অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয় বুধনা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ জেরায় অভিযুক্ত গুলশার জানায়, তাঁর দু’টি বিয়ে ৷ প্রথম পক্ষের স্ত্রীর 5 সন্তান আছে ৷ এই শিশুটি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর ৷ তিনি চান না তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী’র কোনও সন্তান তাঁর সম্পত্তির অংশিদার হোক ৷ তাই সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতেই দ্বিতীয় পক্ষের স্ত্রী’র সন্তান ওই শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুন করেছে ৷
ঘটনা প্রসঙ্গেই, স্থানীয় থানার এসপি দেহাত সঞ্জয় কুমার বলেন, " মেয়েটির মা সাজিদার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গুলশেরের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত। তিনিও মেয়েটিকে অপছন্দ করতেন। সম্পত্তির ভাগ দিতে চাননি ৷ তাই শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। তবে ওই ব্যক্তি জেরায় স্বীকার করলেও, সত্যিই সে খুন করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশি ৷
আরও পড়ুন: