হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: কৃষক বিক্ষোভ প্রসঙ্গে আবারও বেসুরো গাইলেন শীর্ষ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷
কেন্দ্রের বিরুদ্ধে পঞ্জাবের কৃষকদের বিক্ষোভে যখন পরিস্থিতি অগ্নিগর্ভ, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন দেশে নেই, বুধবার তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সদস্য তথা মন্ত্রিপরিষদের প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী ৷ বিরাট হিন্দুস্তান সঙ্গমের সভাপতি স্বামী বলেন যে, "মোদিকে অবশ্যই প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি বুঝতে হবে ৷"
নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে স্বামী লিখেছেন, "প্রধানমন্ত্রীর দেশে অনুপস্থিত থাকা কি ঠিক ? সামনে শুধু সাধারণ নির্বাচন রয়েছে তা-ই নয়, পাশাপাশি নয়াদিল্লির কাছেই পঞ্জাবের কৃষকদের গুরুতর বিদ্রোহ সহিংস হয়ে উঠতে পারে এবং বড়সড় কিছুও ঘটতে পারে ।"
পঞ্জাবের হাজার হাজার কৃষক বুধবার রাজ্য ও হরিয়ানার দুই সীমানায় অবস্থান করে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন হরিয়ানার আম্বালার কাছে শম্ভু সীমানায় বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন নিরাপত্তা কর্মীরা । কৃষকরা তাঁদের 'দিল্লি চলো' অভিযান পুনরায় শুরু করার জন্য সেখানে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির দিকে যাত্রা করার প্রয়াসে শম্ভু সীমানায় বহু-স্তরযুক্ত ব্যারিকেড ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন ৷ এ জন্য কৃষক নেতারা আগে একটি বৈঠকও করবেন ।
উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহী সফরে রয়েছেন এবং সেখান থেকে তিনি কাতারেও সফর করবেন । পঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে নরেন্দ্র মোদি সরকারের ড্রোন ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন সুব্রহ্মণ্যম স্বামী । তিনি বলেন, "মোদি সরকার কি পঞ্জাবে প্রতিবাদরত কৃষকদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করছে ? যদি তাই হয়, তাহলে এটি রাষ্ট্রসংঘের মানবাধিকার সনদের নিয়ম লঙ্ঘন হবে ৷"
আরও পড়ুন: