ETV Bharat / bharat

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল, আন্নামালাই - Lok Sabha Elections

BJP 3rd candidate List: বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হল ৷ এই তালিকায় রয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ডা. তামিলিসাই সুন্দররাজন ৷ তালিকায় আছেন বিজেপি তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 7:59 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি ৷ এই তালিকায় মাত্র নয়জন প্রার্থীর নাম ঘোষণা হলেও তাতে রয়েছে চমক ৷ এ দিন ঘোষিত প্রার্থীরা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । আর সেখানে নাম রয়েছে তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ডা. তামিলিসাই সুন্দররাজনের ৷ চেন্নাই দক্ষিণ থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি । আর বিজেপি তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাইকে কোয়েম্বাটুর থেকে প্রার্থী করা হয়েছে ৷

জেপি নাড্ডার নেতৃত্বাধীন দল চেন্নাই সেন্ট্রাল থেকে বিনোদ পি সেলভামকে টিকিট দিয়েছে, আর ডা. এসি শানমুগাম ভেলোর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার লক্ষ্যে রয়েছে বিজেপি ৷ এর আগেই সাধারণ নির্বাচনের জন্য দুটি তালিকা ঘোষণা করেছে বিজেপি ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. এল মুরুগানকে নীলগিরি (এসসি) থেকে প্রার্থী করা হয়েছে, পন রাধাকৃষ্ণন কন্যাকুমারী থেকে বিজেপির প্রার্থী হয়েছেন । নয়নার নগেন্দ্রন, যিনি বর্তমানে একজন বিধায়ক, তাঁকে থিরুনেলভেলি থেকে বিজেপি টিকিট দিয়েছে । বিজেপি পেরাম্বলুর থেকে টিআর পারিবেন্দর এবং কৃষ্ণগিরি থেকে সি নরসিমহনকে প্রার্থী করেছে । তামিলনাড়ুতে 39টি লোকসভা আসন রয়েছে । বিজেপি পাট্টালি মক্কাল কাচি (পিএমকে), ওপিএস শাখা এবং আম্মা মক্কাল মুনেত্রা কাজগাম (এএমএমকে)-এর সঙ্গে জোটে রয়েছে।

এর আগে, তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দেন ডা. তামিলিসাই সৌন্দররাজন । সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুতে ব্যাপক প্রচার চালিয়েছেন ৷ একটি রোড শোও করেন তিনি ।

আরও পড়ুন:

  1. পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, তামিলনাড়ুতে বিজেপির হয়ে লোকসভায় লড়ার সম্ভাবনা
  2. তেলেঙ্গানার নয়া রাজ্যপাল হিসেবে শপথ রাধাকৃষ্ণনের
  3. বিজেপির দ্বিতীয় তালিকায় আরও 72 প্রার্থী, আছেন গড়করি-খাট্টার-অনুরাগ-গোয়েলের মতো হেভিওয়েটরা

হায়দরাবাদ, 21 মার্চ: বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি ৷ এই তালিকায় মাত্র নয়জন প্রার্থীর নাম ঘোষণা হলেও তাতে রয়েছে চমক ৷ এ দিন ঘোষিত প্রার্থীরা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । আর সেখানে নাম রয়েছে তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ডা. তামিলিসাই সুন্দররাজনের ৷ চেন্নাই দক্ষিণ থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি । আর বিজেপি তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাইকে কোয়েম্বাটুর থেকে প্রার্থী করা হয়েছে ৷

জেপি নাড্ডার নেতৃত্বাধীন দল চেন্নাই সেন্ট্রাল থেকে বিনোদ পি সেলভামকে টিকিট দিয়েছে, আর ডা. এসি শানমুগাম ভেলোর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার লক্ষ্যে রয়েছে বিজেপি ৷ এর আগেই সাধারণ নির্বাচনের জন্য দুটি তালিকা ঘোষণা করেছে বিজেপি ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. এল মুরুগানকে নীলগিরি (এসসি) থেকে প্রার্থী করা হয়েছে, পন রাধাকৃষ্ণন কন্যাকুমারী থেকে বিজেপির প্রার্থী হয়েছেন । নয়নার নগেন্দ্রন, যিনি বর্তমানে একজন বিধায়ক, তাঁকে থিরুনেলভেলি থেকে বিজেপি টিকিট দিয়েছে । বিজেপি পেরাম্বলুর থেকে টিআর পারিবেন্দর এবং কৃষ্ণগিরি থেকে সি নরসিমহনকে প্রার্থী করেছে । তামিলনাড়ুতে 39টি লোকসভা আসন রয়েছে । বিজেপি পাট্টালি মক্কাল কাচি (পিএমকে), ওপিএস শাখা এবং আম্মা মক্কাল মুনেত্রা কাজগাম (এএমএমকে)-এর সঙ্গে জোটে রয়েছে।

এর আগে, তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দেন ডা. তামিলিসাই সৌন্দররাজন । সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুতে ব্যাপক প্রচার চালিয়েছেন ৷ একটি রোড শোও করেন তিনি ।

আরও পড়ুন:

  1. পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, তামিলনাড়ুতে বিজেপির হয়ে লোকসভায় লড়ার সম্ভাবনা
  2. তেলেঙ্গানার নয়া রাজ্যপাল হিসেবে শপথ রাধাকৃষ্ণনের
  3. বিজেপির দ্বিতীয় তালিকায় আরও 72 প্রার্থী, আছেন গড়করি-খাট্টার-অনুরাগ-গোয়েলের মতো হেভিওয়েটরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.