ETV Bharat / bharat

সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ শুরু - Evacuation of Tourists from Sikkim

Evacuation of Tourists from Sikkim: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে আটকে পড়েছিলেন দেশি-বিদেশি সহ প্রায় 1200 পর্যটক ৷ সোমবার দুপুরে তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়েছে ৷ সিকিম প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 17, 2024, 4:37 PM IST

গ্যাংটক, 17 জুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ অবশেষে শুরু হল ৷ সোমবার দুপুরে সিকিমের মঙ্গং জেলার টুং থেকে সড়কপথে ওই পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত ন’জন পর্যটককে সেখান থেকে সরানো হয়েছে ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

পর্যটকদের উদ্ধারের এই কাজের তদারকি করছেন মঙ্গংয়ের জেলাশাসক হেম কুমার ছেত্রী ৷ এছাড়াও রয়েছেন পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ ও বন দফতরের আধিকারিকরা ৷ ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিসেয়শন অফ সিকিম বা টাস-এর সদস্য়রাও উপস্থিত ছিলেন ৷ অবিরাম বর্ষণ ও একাধিক স্লাইড পার হওয়া সত্ত্বেও নিরাপত্তা, যত্ন ও সতর্কতার সঙ্গে পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে মঙ্গং প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

কিছু বিদেশি-সহ প্রায় 1200 পর্যটক গত এক সপ্তাহ ধরে লাচুং শহরে আটকে পড়েছিলেন ৷ কারণ, সিকিমের মঙ্গং জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি এবং ভূমিধসের কারণে দেশের অন্যান্য অংশের সঙ্গে সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সিকিম সরকারের তরফে এয়ারলিফেটর মাধ্য়মে ওই পর্যটকদের উদ্ধারের ভাবনাচিন্তা করা হয়েছিল ৷ কিন্তু সেটাও সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার কারণে ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

পরে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও প্রায় দু’দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে ৷ ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে আবার যোগাযোগ স্থাপন সম্ভব হয় ৷ শনিবার ওই সেতু নতুন করে নির্মাণের কাজ শেষ হয় ৷ সোমবার শুরু হল পর্যটকদের উদ্ধারের কাজ ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের কারণে সিকিমে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে । প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে ৷

গ্যাংটক, 17 জুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ অবশেষে শুরু হল ৷ সোমবার দুপুরে সিকিমের মঙ্গং জেলার টুং থেকে সড়কপথে ওই পর্যটকদের উদ্ধার করা শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত ন’জন পর্যটককে সেখান থেকে সরানো হয়েছে ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

পর্যটকদের উদ্ধারের এই কাজের তদারকি করছেন মঙ্গংয়ের জেলাশাসক হেম কুমার ছেত্রী ৷ এছাড়াও রয়েছেন পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ ও বন দফতরের আধিকারিকরা ৷ ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিসেয়শন অফ সিকিম বা টাস-এর সদস্য়রাও উপস্থিত ছিলেন ৷ অবিরাম বর্ষণ ও একাধিক স্লাইড পার হওয়া সত্ত্বেও নিরাপত্তা, যত্ন ও সতর্কতার সঙ্গে পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে মঙ্গং প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

কিছু বিদেশি-সহ প্রায় 1200 পর্যটক গত এক সপ্তাহ ধরে লাচুং শহরে আটকে পড়েছিলেন ৷ কারণ, সিকিমের মঙ্গং জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি এবং ভূমিধসের কারণে দেশের অন্যান্য অংশের সঙ্গে সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সিকিম সরকারের তরফে এয়ারলিফেটর মাধ্য়মে ওই পর্যটকদের উদ্ধারের ভাবনাচিন্তা করা হয়েছিল ৷ কিন্তু সেটাও সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার কারণে ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

পরে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও প্রায় দু’দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে ৷ ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে আবার যোগাযোগ স্থাপন সম্ভব হয় ৷ শনিবার ওই সেতু নতুন করে নির্মাণের কাজ শেষ হয় ৷ সোমবার শুরু হল পর্যটকদের উদ্ধারের কাজ ৷

Evacuation of Tourists from Sikkim
সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের কারণে সিকিমে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে । প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.