কেদারনাথ, 24 মে: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ৷ পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় কেদারনাথ ধামে জরুরি অবতরণ করল হেলিকপ্টার ৷ রেডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান বলে জানা গিয়েছে ৷ যেখানে অবতরণ করা হয়েছিল সেখানে একটি নিকাশি নালা ছিল ৷ তবে এই ঘটনায় পাইলটের বুদ্ধিমত্তায় কেদারনাথে বড় দুর্ঘটনা এড়ানো গেল বলে মনে করা হচ্ছে ৷
হেলিকপ্টারে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷ উত্তরাখণ্ডে এবছরের চারধাম যাত্রা চলছে । কেদারনাথ ধামের জন্য তীর্থযাত্রীদের নিয়ে ঘনঘন বিমান পরিষেবাও দেওয়া হচ্ছে । প্রতিদিন বহু সংখ্যক হেলিকপ্টার তীর্থযাত্রীদের নিয়ে কেদারনাথে যাতায়াত করছে ।
আরও পড়ুন : মাঝ-আকাশে কপ্টারে ধোঁয়ায় জরুরি অবতরণ; সুস্থ আছি, জানালেন দেব
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে কেদারনাথ ধামের মাত্র 100 মিটার আগে পাহাড়ের উপর ক্রিস্টাল এভিয়েশনের হেলিকপ্টারের রেডারটি ক্ষতিগ্রস্ত হয় । সেই কারণে জরুরি অবতরণ করতে হয়েছে । পাইলট কল্পেশ নিরাপদ জরুরি অবতরণ করে যাত্রীদের জীবন রক্ষা করেন ৷ হেলিকপ্টারে 6 জন যাত্রী ছিলেন ৷ পাইলট-সহ সব যাত্রী অল্পের জন্য নিরাপদে অবতরণ করে রক্ষা পান ।
ক্রিস্টাল এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার শেরসি হেলিপ্যাড থেকে কেদারনাথ ধামে আসার সময় পাইলট-সহ 6 জন যাত্রী কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় । এর জেরে কেদারনাথ ধামের হেলিপ্যাডের প্রায় 100 মিটার আগে সকাল 7টা নাগাদ হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল । পাইলট কল্পেশ জানান, যাত্রীরা সবাই নিরাপদে আছেন । তবে তিনি বুদ্ধি করে জরুরি অবতরণ না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত । কেদারনাথ ধামে যাওয়ার সময় অনেক হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ।