ETV Bharat / bharat

বড় ঘোষণা ইলন মাস্কের ! বিনামূল্যে মিলবে এক্সের প্রিমিয়াম পরিষেবা - Elon Musk - ELON MUSK

Freebies on X: আপনি সোশাল সাইট এক্সে রয়েছেন ৷ কিন্তু আপনার প্রিমিয়াম ও প্রিমিয়াম+ পরিষেবা কোনটাই নেই ৷ এবার বিনামূল্যে মিলতে পারে এই পরিষেবা ৷ এমনটাই ঘোষণা করেছেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ তার জন্য মানতে হবে এই শর্ত ৷

Elon Musk
Elon Musk
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 5:10 PM IST

হায়দরাবাদ, 28 মার্চ: বড় ঘোষণা করলেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ এবার থেকে বিনামূল্যে মিলবে সোশাল সাইট এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম+ পরিষেবা ৷ তবে তাঁর জন্য গ্রাহকদের মানতে হবে মাস্কের এই শর্ত ৷

কী সেই শর্ত ?

টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বৃহস্পতিবার ঘোষণা করেছেন, এক্স (আগে টুইটার) ব্যবহারকারী যাদের 2 হাজার 500 যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা পাবেন । তিনি আরও উল্লেখ করেছেন, যাদের 5 হাজারের বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা পাবেন । ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, "আগামিদিনে 2500টির বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী সমস্ত এক্স অ্যাকাউন্টগুলিকে বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা দেওয়া হবে এবং 5000টির বেশি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী অ্যাকাউন্টগুলি বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা দেওয়া হবে ৷"

মাস্কের এই ঘোষণায় স্বাগত জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ তবে কিছু এক্স ব্যবহারকারীরা নয়া ঘোষণার ব্যাখ্যা চেয়েছেন । একজন অনুরাগী এক্সে লিখেছেন, "এটা সত্যিই চমৎকার খবর । তবে আমি স্পষ্টভাবে বিষয়টি জানতে চাই ৷ আপনি কি যাদের অ্যাকাউন্ট যাচাই করা রয়েছে সেরকম অনুগামীদের উল্লেখ করছেন, নাকি আপনি এক্সে সাবস্ক্রিপশনের প্রসঙ্গে গ্রাহকদের নিয়ে আলোচনা করছেন? যদি এটির ক্ষেত্রে দ্বিতীয় বিকল্পটি হয়, তাহলে মনে হচ্ছে এই পরিষেবা পাওয়ার জন্য আমার কেবল আরও 4 হাজার 796 গ্রাহক বা সাবস্ক্রাইবার দরকার ৷"

প্রিমিয়াম সাবস্ক্রিপশন:

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবস্ক্রিপশন-সহ ব্যবহারকারীদের একটি বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে পোস্ট এডিট করতে দেয় । প্রিমিয়াম গ্রাহকরা দীর্ঘ ভিডিয়ো আপলোড করতে পারেন ৷ প্রায় তিন ঘণ্টা সময়ের এবং 8জিবি ফাইল পর্যন্ত ভিডিয়ো আপলোড করা যায় । তারা এমনকী এক্সে কমিউনিটি তৈরি করতে পারে ৷ সমান আগ্রহ রয়েছে এমন মনস্ক ব্যক্তিদের সঙ্গে সংযোগের সুবিধা দেয় প্রিমিয়াম সাবস্ক্রিপশন ।

প্রিমিয়াম+ সাবস্ক্রিপশন:

প্রিমিয়াম+ পরিষেবা ব্যবহারকারীরা ইলন মাস্কের xAI চ্যাটবট GrokAI অ্যাক্সেস করতে পারে । এই পরিষেবায় অ্যাকাউন্ট যাচাই করে ব্লু টিকমার্ক সুবিধা দেওয়া হয় । প্রিমিয়াম+ ব্যবহারকারীদের ভিডিয়ো বা পোস্টের সঙ্গে বিজ্ঞাপন যায় ৷ সেই বিজ্ঞাপনের থেকে উৎপন্ন আয়ের একটি অংশ পায় অ্যাকাউন্ট ব্যবহারকারী । বুধবার ইলন মাস্ক ঘোষণা করেছেন যে xAI-এর চ্যাটবট, Grok এক্সের সমস্ত প্রিমিয়াম গ্রাহকদের কাছে শীঘ্রই অ্যাক্সেসযোগ্য হবে । এর আগে xAI-এর চ্যাটবট শুধুমাত্র সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এস্কের প্রিমিয়াম+ গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল ।

আরও পড়ুন:

  1. কৃত্তিম বুদ্ধিমত্তা আগামিদিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মত ইলন মাস্কের
  2. মানসিক আঘাতের ফলেই মাস্কের একাধিক সম্পর্ক ও সন্তান, জীবনীতে লিখলেন আমেরিকান লেখক
  3. অডিয়ো-ভিডিয়ো কলের সুবিধা ইউজারদের, বড় ঘোষণা মাস্কের

হায়দরাবাদ, 28 মার্চ: বড় ঘোষণা করলেন এক্সের মালিক ইলন মাস্ক ৷ এবার থেকে বিনামূল্যে মিলবে সোশাল সাইট এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম+ পরিষেবা ৷ তবে তাঁর জন্য গ্রাহকদের মানতে হবে মাস্কের এই শর্ত ৷

কী সেই শর্ত ?

টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বৃহস্পতিবার ঘোষণা করেছেন, এক্স (আগে টুইটার) ব্যবহারকারী যাদের 2 হাজার 500 যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা পাবেন । তিনি আরও উল্লেখ করেছেন, যাদের 5 হাজারের বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা পাবেন । ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, "আগামিদিনে 2500টির বেশি যাচাইকৃত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী সমস্ত এক্স অ্যাকাউন্টগুলিকে বিনামূল্যে প্রিমিয়াম পরিষেবা দেওয়া হবে এবং 5000টির বেশি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারের অধিকারী অ্যাকাউন্টগুলি বিনামূল্যে প্রিমিয়াম+ পরিষেবা দেওয়া হবে ৷"

মাস্কের এই ঘোষণায় স্বাগত জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ তবে কিছু এক্স ব্যবহারকারীরা নয়া ঘোষণার ব্যাখ্যা চেয়েছেন । একজন অনুরাগী এক্সে লিখেছেন, "এটা সত্যিই চমৎকার খবর । তবে আমি স্পষ্টভাবে বিষয়টি জানতে চাই ৷ আপনি কি যাদের অ্যাকাউন্ট যাচাই করা রয়েছে সেরকম অনুগামীদের উল্লেখ করছেন, নাকি আপনি এক্সে সাবস্ক্রিপশনের প্রসঙ্গে গ্রাহকদের নিয়ে আলোচনা করছেন? যদি এটির ক্ষেত্রে দ্বিতীয় বিকল্পটি হয়, তাহলে মনে হচ্ছে এই পরিষেবা পাওয়ার জন্য আমার কেবল আরও 4 হাজার 796 গ্রাহক বা সাবস্ক্রাইবার দরকার ৷"

প্রিমিয়াম সাবস্ক্রিপশন:

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবস্ক্রিপশন-সহ ব্যবহারকারীদের একটি বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে পোস্ট এডিট করতে দেয় । প্রিমিয়াম গ্রাহকরা দীর্ঘ ভিডিয়ো আপলোড করতে পারেন ৷ প্রায় তিন ঘণ্টা সময়ের এবং 8জিবি ফাইল পর্যন্ত ভিডিয়ো আপলোড করা যায় । তারা এমনকী এক্সে কমিউনিটি তৈরি করতে পারে ৷ সমান আগ্রহ রয়েছে এমন মনস্ক ব্যক্তিদের সঙ্গে সংযোগের সুবিধা দেয় প্রিমিয়াম সাবস্ক্রিপশন ।

প্রিমিয়াম+ সাবস্ক্রিপশন:

প্রিমিয়াম+ পরিষেবা ব্যবহারকারীরা ইলন মাস্কের xAI চ্যাটবট GrokAI অ্যাক্সেস করতে পারে । এই পরিষেবায় অ্যাকাউন্ট যাচাই করে ব্লু টিকমার্ক সুবিধা দেওয়া হয় । প্রিমিয়াম+ ব্যবহারকারীদের ভিডিয়ো বা পোস্টের সঙ্গে বিজ্ঞাপন যায় ৷ সেই বিজ্ঞাপনের থেকে উৎপন্ন আয়ের একটি অংশ পায় অ্যাকাউন্ট ব্যবহারকারী । বুধবার ইলন মাস্ক ঘোষণা করেছেন যে xAI-এর চ্যাটবট, Grok এক্সের সমস্ত প্রিমিয়াম গ্রাহকদের কাছে শীঘ্রই অ্যাক্সেসযোগ্য হবে । এর আগে xAI-এর চ্যাটবট শুধুমাত্র সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এস্কের প্রিমিয়াম+ গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল ।

আরও পড়ুন:

  1. কৃত্তিম বুদ্ধিমত্তা আগামিদিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মত ইলন মাস্কের
  2. মানসিক আঘাতের ফলেই মাস্কের একাধিক সম্পর্ক ও সন্তান, জীবনীতে লিখলেন আমেরিকান লেখক
  3. অডিয়ো-ভিডিয়ো কলের সুবিধা ইউজারদের, বড় ঘোষণা মাস্কের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.