ETV Bharat / bharat

ভারত সফর পিছিয়ে গেল ইলন মাস্কের, কী কারণে ? - Elon Musk India Visit

Elon Musk India Visit Postponed: বহুল প্রতীক্ষিত ভারত সফর পিছিয়ে দিলেন ইলন মাস্ক । সংস্থা টেসলার বাধ্যবাধকতার কারণে এই সফর স্থগিত রাখলেন তিনি ৷ মাস্কের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নানা বিষয়ে বৈঠকের সম্ভাবনা ছিল ৷

Elon Musk
Elon Musk
author img

By PTI

Published : Apr 20, 2024, 12:13 PM IST

Updated : Apr 20, 2024, 12:45 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: এপ্রিলে ভারতে আসছেন না টেসলার সিইও ইলন মাস্ক ৷ পিছিয়ে গেল তাঁর সাম্প্রতিক ভারত সফর ৷ এমনটা শনিবার জানিয়েছেন মাস্ক ৷ কোম্পানির বাধ্যবাধকতার কারণে তাঁর এই সফর পিছিয়ে গিয়েছে ৷ এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ টেসলার ত্রৈমাসিক ফলাফল বেরতে চলেছে ৷ এর মধ্যে ভারত সফর করতে চান না তিনি ৷ সম্ভবত এই বছরের শেষের দিকে তাঁর বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে ভারতে আসতে পারেন ইলন মাস্ক । তিনি এক্স পোস্টে এ দিন বলেছেন, "দুর্ভাগ্যবশত টেসলার বাধ্যবাধকতার কারণে ভারত সফরটি পিছিয়ে দিতে হচ্ছে ৷ তবে আমি এই বছরেই ভারতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

ইলন মাস্কের এপ্রিলের চতুর্থ সপ্তাহে ভারতে সফর করার কথা ছিল ৷ এই মাসের শুরুর দিকে ভারত সফরে আসার বিষয়ে নিশ্চিত করেছিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও মাস্ক উল্লেখ করেছিলেন সোশাল মিডিয়া পোস্টে ৷ স্পেসএক্সের সিইও'র এই সফরের সময় ভারতীয় মহাকাশ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা ছিল ।

21 ও 22 এপ্রিল দুই দিনের সফরে ভারতে এসে তাঁর কোম্পানি স্পেসএক্সের প্রকল্প স্টারলিঙ্ক নিয়ে বড় ঘোষণা করবেন মাস্ক বলে আশা করা হয়েছিল ৷ যাতে হাজার হাজার পৃথিবী কক্ষপথের নিম্নে থাকা উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল ব্যবহার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা যায় । সম্প্রতি টেসলা কোম্পানি বিশ্বব্যাপী 10 শতাংশ বা প্রায় 14 হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে ৷ এরপরে কোম্পানির সর্বশেষ ত্রৈমাসিক (Q1) ফলাফল সম্পর্কে বিশ্লেষকদের সঙ্গে মাস্ক একটি বৈঠক ডেকেছেন ৷ সেই নিয়ে তিনি এখন ব্যস্ত ৷

নরেন্দ্র মোদি সরকার একটি নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছেন ৷ এই ঘোষণার কয়েক সপ্তাহ পরে ভারতে সফরে আসার কথা জানান ইলন মাস্ক ৷ বৈদ্যুতিক গাড়ির নীতির অধীনে ন্যূনতম 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সঙ্গে দেশে উৎপাদন ইউনিট স্থাপনকারী সংস্থাগুলিকে আমদানি শুল্ক ছাড় দেওয়া হবে, যা টেসলার মতো বিশ্বের প্রধান কোম্পানিগুলিকে আকর্ষণ করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ ।

টেসলা সিইও ইলন মাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ 2023 সালের জুনে নিউইয়র্কে সাক্ষাৎ হয়েছিল ৷ টেসলা কয়েক মাস ধরে বৈদ্যুতিক যানবাহনের আমদানি কর কমানোর জন্য ভারতকে চাপ দিচ্ছিল ৷ কারণ এদেশে টেসলার প্রথম কারখানা তৈরির বন্দোবস্ত প্রায় সারা।

আরও পড়ুন:

  1. 'মোদি-সাক্ষাতের জন্য উদগ্রীব', ভারত সফর নিশ্চিত করে জানালেন মাস্ক
  2. এক্স ব্যবহারে দিতে হবে ফি, নয়া নিয়ম বাতলে দিলেন ইলন
  3. লোকসভা নির্বাচনের আগে ভারতে সক্রিয় এক্সের 'কমিউনিটি নোট' ফিচার

নয়াদিল্লি, 20 এপ্রিল: এপ্রিলে ভারতে আসছেন না টেসলার সিইও ইলন মাস্ক ৷ পিছিয়ে গেল তাঁর সাম্প্রতিক ভারত সফর ৷ এমনটা শনিবার জানিয়েছেন মাস্ক ৷ কোম্পানির বাধ্যবাধকতার কারণে তাঁর এই সফর পিছিয়ে গিয়েছে ৷ এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ টেসলার ত্রৈমাসিক ফলাফল বেরতে চলেছে ৷ এর মধ্যে ভারত সফর করতে চান না তিনি ৷ সম্ভবত এই বছরের শেষের দিকে তাঁর বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে ভারতে আসতে পারেন ইলন মাস্ক । তিনি এক্স পোস্টে এ দিন বলেছেন, "দুর্ভাগ্যবশত টেসলার বাধ্যবাধকতার কারণে ভারত সফরটি পিছিয়ে দিতে হচ্ছে ৷ তবে আমি এই বছরেই ভারতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

ইলন মাস্কের এপ্রিলের চতুর্থ সপ্তাহে ভারতে সফর করার কথা ছিল ৷ এই মাসের শুরুর দিকে ভারত সফরে আসার বিষয়ে নিশ্চিত করেছিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও মাস্ক উল্লেখ করেছিলেন সোশাল মিডিয়া পোস্টে ৷ স্পেসএক্সের সিইও'র এই সফরের সময় ভারতীয় মহাকাশ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা ছিল ।

21 ও 22 এপ্রিল দুই দিনের সফরে ভারতে এসে তাঁর কোম্পানি স্পেসএক্সের প্রকল্প স্টারলিঙ্ক নিয়ে বড় ঘোষণা করবেন মাস্ক বলে আশা করা হয়েছিল ৷ যাতে হাজার হাজার পৃথিবী কক্ষপথের নিম্নে থাকা উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল ব্যবহার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা যায় । সম্প্রতি টেসলা কোম্পানি বিশ্বব্যাপী 10 শতাংশ বা প্রায় 14 হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে ৷ এরপরে কোম্পানির সর্বশেষ ত্রৈমাসিক (Q1) ফলাফল সম্পর্কে বিশ্লেষকদের সঙ্গে মাস্ক একটি বৈঠক ডেকেছেন ৷ সেই নিয়ে তিনি এখন ব্যস্ত ৷

নরেন্দ্র মোদি সরকার একটি নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছেন ৷ এই ঘোষণার কয়েক সপ্তাহ পরে ভারতে সফরে আসার কথা জানান ইলন মাস্ক ৷ বৈদ্যুতিক গাড়ির নীতির অধীনে ন্যূনতম 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সঙ্গে দেশে উৎপাদন ইউনিট স্থাপনকারী সংস্থাগুলিকে আমদানি শুল্ক ছাড় দেওয়া হবে, যা টেসলার মতো বিশ্বের প্রধান কোম্পানিগুলিকে আকর্ষণ করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ ।

টেসলা সিইও ইলন মাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ 2023 সালের জুনে নিউইয়র্কে সাক্ষাৎ হয়েছিল ৷ টেসলা কয়েক মাস ধরে বৈদ্যুতিক যানবাহনের আমদানি কর কমানোর জন্য ভারতকে চাপ দিচ্ছিল ৷ কারণ এদেশে টেসলার প্রথম কারখানা তৈরির বন্দোবস্ত প্রায় সারা।

আরও পড়ুন:

  1. 'মোদি-সাক্ষাতের জন্য উদগ্রীব', ভারত সফর নিশ্চিত করে জানালেন মাস্ক
  2. এক্স ব্যবহারে দিতে হবে ফি, নয়া নিয়ম বাতলে দিলেন ইলন
  3. লোকসভা নির্বাচনের আগে ভারতে সক্রিয় এক্সের 'কমিউনিটি নোট' ফিচার
Last Updated : Apr 20, 2024, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.