ETV Bharat / bharat

মোদি-রাহুলের বিরুদ্ধে নালিশ! কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন - PM Narendra Modi MCC violation - PM NARENDRA MODI MCC VIOLATION

EC seeks reply from BJP: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য ঘিরে শোরগোল ৷ তিনি এমসিসি কোড ভঙ্গ করেছেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে প্রথম পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই বিজেপি'র কাছে এ ব্যপারে জবাব তলব করল নির্বাচন কমিশন ৷ এদিকে রাহুলের বক্তৃতা নিয়েও কমিশনে গিয়েছিল বিজেপি ৷ তাই পালটা কংগ্রেসের কাছেও জবাব চাওয়া হয়েছে ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ কমিশনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 1:48 PM IST

Updated : Apr 25, 2024, 2:37 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল: এমসিসি বা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে কংগ্রেস-সহ 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷ এই বিষয়ে বিজেপি-র কাছে জবাব চাইল কমিশন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এদিকে কংগ্রেসের কাছ থেকেও জবাব তলব করেছে নির্বাচন কমিশন ৷ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং ওয়েনাড়ে প্রার্থী রাহুল গান্ধির মন্তব্য নিয়ে বিজেপিও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে ৷

নির্বাচন কমিশন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠিতে জানিয়েছে, কংগ্রেস, 21 এপ্রিল বাঁসওয়াড়ায় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল)অভিযোগ করেছে ৷ এ বিষয়ে দলকে সোমবার জবাব দিতে হবে ৷ কমিশন জে পি নাড্ডাকে আরও জানিয়েছে, দলের তারকা প্রচারকরা যেন অক্ষরে অক্ষরে আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে চলেন ৷ নির্বাচন কমিশন এও জানিয়েছে যে, এই প্রথম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করল কমিশন ৷ একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চিঠি দিয়েছে কমিশন ৷

Election Commission
নির্বাচন কমিশনের চিঠি

রবিবার, 21 এপ্রিল রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "কংগ্রেস মানুষের সম্পত্তির হিসেবনিকেশ নেবে ৷ আর তা যাদের সন্তানের সংখ্যা বেশি, যারা অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে, তাদের দিয়ে দেবে ৷ এমনকী মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রেও কংগ্রেসের নজর রয়েছে ৷" তাই কংগ্রেস ক্ষমতায় এলে সেসব চুরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেবে বলে উল্লেখ করেন মোদি ৷ তাঁর এই মন্তব্য ঘৃণা ভাষণ বলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস-সহ বিরোধী 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷

প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল) কমিশনের দ্বারস্থ হয় ৷ এদিকে বিজেপি নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ করে ৷ রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এমনকী মল্লিকার্জুন খাড়গেও এমসিসি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা
  2. সিএএ নিয়ে মমতাকে আক্রমণ, মোদি জমানায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন রাজনাথ

নয়াদিল্লি, 25 এপ্রিল: এমসিসি বা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে কংগ্রেস-সহ 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷ এই বিষয়ে বিজেপি-র কাছে জবাব চাইল কমিশন ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷ গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

গত 21 এপ্রিল, রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এদিকে কংগ্রেসের কাছ থেকেও জবাব তলব করেছে নির্বাচন কমিশন ৷ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং ওয়েনাড়ে প্রার্থী রাহুল গান্ধির মন্তব্য নিয়ে বিজেপিও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে ৷

নির্বাচন কমিশন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠিতে জানিয়েছে, কংগ্রেস, 21 এপ্রিল বাঁসওয়াড়ায় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল)অভিযোগ করেছে ৷ এ বিষয়ে দলকে সোমবার জবাব দিতে হবে ৷ কমিশন জে পি নাড্ডাকে আরও জানিয়েছে, দলের তারকা প্রচারকরা যেন অক্ষরে অক্ষরে আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে চলেন ৷ নির্বাচন কমিশন এও জানিয়েছে যে, এই প্রথম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করল কমিশন ৷ একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চিঠি দিয়েছে কমিশন ৷

Election Commission
নির্বাচন কমিশনের চিঠি

রবিবার, 21 এপ্রিল রাজস্থানের বাঁসওয়াড়ায় প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, "কংগ্রেস মানুষের সম্পত্তির হিসেবনিকেশ নেবে ৷ আর তা যাদের সন্তানের সংখ্যা বেশি, যারা অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে, তাদের দিয়ে দেবে ৷ এমনকী মা-বোনেদের সোনা, মঙ্গলসূত্রেও কংগ্রেসের নজর রয়েছে ৷" তাই কংগ্রেস ক্ষমতায় এলে সেসব চুরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেবে বলে উল্লেখ করেন মোদি ৷ তাঁর এই মন্তব্য ঘৃণা ভাষণ বলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস-সহ বিরোধী 'ইন্ডিয়া' জোটের একাধিক দল ৷

প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এমএল) কমিশনের দ্বারস্থ হয় ৷ এদিকে বিজেপি নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ করে ৷ রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন ৷ এমনকী মল্লিকার্জুন খাড়গেও এমসিসি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা
  2. সিএএ নিয়ে মমতাকে আক্রমণ, মোদি জমানায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন রাজনাথ
Last Updated : Apr 25, 2024, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.