নাসিক, 1 সেপ্টেম্বর: হরিয়ানায় গরুর মাংস খেয়েছে সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে মারধর করা হয় ৷ মৃত ওই শ্রমিক ছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ এবার ফের প্রায় একই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র ৷ হরিয়ানায় ওই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে গোমাংস খাওয়ার ৷ আর নাসিকে অভিযোগটি ট্রেনে গোমাংস নিয়ে যাওয়ার ৷
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে, 72 বছরের এক বৃদ্ধকে একদল যুবক চড়-ঘুষি-কিল এবং লাথি মেরেই চলেছে ৷ তাঁর অপরাধ ট্রেনে করে তিনি কাঁচা গোমাংস নিয়ে যাচ্ছিলেন ৷ বছর বাহাত্তরের হাজি আশরাফ মুনিয়া কিন্তু বারবার তাঁদের বলে চলেছেন এটা ছাগলের মাংস, গরুর নয় ৷
ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি ভয়ে ভয়ে একই কথা বলে চলেছেন ৷ কিন্তু তাতে থোরাই তোয়াক্কা ৷ যুবকদের মার বেড়েই চলেছে । সঙ্গে চলছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ৷ হাজি আশরাফ মুনিয়া একাই ছিলেন ৷ মারতে মারতে তাঁর জামাও ছিঁড়ে ফেলা হয় ৷ তিনি বারবার আর্জি জানান তাঁকে ছেড়ে দেওয়ার ৷ কিন্তু ওই যুবকরা বৃদ্ধকে ভয় দেখান পুলিশের ৷ কিছুতেই বৃদ্ধের কথা মেনে নিতে চায়নি হামলাকারীরা ৷ ঘটনাটি, মুম্বইগামী ধলে এক্সপ্রেসের ৷ ট্রেনটি যখন মহারাষ্ট্রের ইগতপুরীর কাছে ছিল, তখন সেই বৃদ্ধের ওপর চড়াও হয় যুবকরা ৷ বাকি যাত্রীরা ভিডিয়োটি ভাইরাল করেন সোশালে ৷
থানে রেলওয়ে পুলিশ জানিয়েছে, বসার জায়গা নিয়ে ট্রেনে বাদানুবাদ শুরু হয়েছিল যুবক এবং বৃদ্ধের মধ্যে। বৃদ্ধকে নিগ্রহের অভিযোগে পাঁচ যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তিনি থাকেন জলগাঁওয়ে। ট্রেনে করে কল্যাণে মেয়ের কাছে যাওয়ার সময়ে তিনি হেনস্থার শিকার হন। এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে। যদিও, রবিবার বেলা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে।