ETV Bharat / bharat

দেশজুড়ে পালিত ঈদুজ্জোহা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - Eid ul Adha 2024 - EID UL ADHA 2024

Eid ul Adha 2024: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ ৷ দিল্লির জামা মসজিদ এবং হজরত নিজামুদ্দিন দরগা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে ঈদের বিশেষ নমাজ পড়তে দেখা গিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ৷ দেশবাসীকে বকরি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Eid ul Adha 2024
ঈদের নমাজ জামা মসজিদে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 12:42 PM IST

নয়াদিল্লি, 17 জুন: মুসলিম ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম বকরি ঈদ ৷ একে ঈদ-উল-আধা বা ঈদুজ্জোহাও বলা হয় । দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদ । দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদ-উল-আধা উপলক্ষে সকাল সকাল নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের ছোট থেকে বড় সকলে । নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে চলল ঈদের শুভেচ্ছা বিনিময় । ঈদকে ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জামা মসজিদ চত্বরে । দেশ-বিদেশ থেকে মানুষ জামা মসজিদ পরিদর্শন ও নমাজ পড়তে আসেন ঈদের দিন । বকরি ঈদ উপলক্ষে ঠাসা ভিড় দিল্লির বাজারগুলিতে ৷

মুসলিম সম্প্রদায়ের সব মানুষকে এদিন বকরি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি সোশাল মিডিয়ায় লিখেছেন, "সকল দেশবাসীকে, বিশেষ করে দেশ-বিদেশে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জানাই ঈদুজ্জোহার শুভেচ্ছা ৷ ত্যাগের এই উৎসব আমাদের সবার সঙ্গে, বিশেষ করে দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার বার্তা দেয় । ঈদ উপলক্ষে আসুন আমরা সকল দেশবাসী বিশেষ করে বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করি ।"

মোদি লেখেন, "ঈদ-উল-আধার শুভেচ্ছা ৷ এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করুক । সবাই সুখী ও সুস্থ থাকুক ।" পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ৷

বকরি ঈদের গুরুত্ব: ঈদ-উল-আধা অর্থাৎ বকরি ঈদ ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের দশম তারিখে উদযাপিত হয় ৷ যেহেতু বকরি ঈদ ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়, তাই প্রতি বছর ঈদের তারিখ ভিন্ন হয় ৷ এটি কুরবানির দিন ।

এই দিনে মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাঁদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করেন এবং তা অভাবী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করেন । কুরবানির অংশগুলিকে তিন ভাগে ভাগ করা হয় । এক ভাগ গরিব-দুঃখীকে দেওয়া হয়, দ্বিতীয় ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেওয়া হয় এবং তৃতীয় ভাগ নিজের জন্য রাখা হয় । এই উৎসব দরিদ্রদের সাহায্য করতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনুপ্রাণিত করে ।

ইসলাম ধর্মে চাঁদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷ চাঁদ দেখে আজ ঈদ পালিত হচ্ছে ভারত-সহ পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও অন্যান্য জায়গায় । ইসলামিক মাসগুলি চাঁদের অবস্থানের উপর নির্ভর করে । যে কোনও ইসলামিক মাস শুরু হয় নতুন চাঁদ দেখার পর । একটি ইসলামিক মাসে 29 দিন বা 30 দিন আছে, এটি শুধুমাত্র চাঁদ দেখার দ্বারা নির্ধারিত হয় ।

বকরি ঈদে অ-মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, নির্দেশিকা জারি নাখোদা মসজিদ কমিটির

নয়াদিল্লি, 17 জুন: মুসলিম ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম বকরি ঈদ ৷ একে ঈদ-উল-আধা বা ঈদুজ্জোহাও বলা হয় । দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদ । দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদ-উল-আধা উপলক্ষে সকাল সকাল নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের ছোট থেকে বড় সকলে । নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে চলল ঈদের শুভেচ্ছা বিনিময় । ঈদকে ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জামা মসজিদ চত্বরে । দেশ-বিদেশ থেকে মানুষ জামা মসজিদ পরিদর্শন ও নমাজ পড়তে আসেন ঈদের দিন । বকরি ঈদ উপলক্ষে ঠাসা ভিড় দিল্লির বাজারগুলিতে ৷

মুসলিম সম্প্রদায়ের সব মানুষকে এদিন বকরি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি সোশাল মিডিয়ায় লিখেছেন, "সকল দেশবাসীকে, বিশেষ করে দেশ-বিদেশে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জানাই ঈদুজ্জোহার শুভেচ্ছা ৷ ত্যাগের এই উৎসব আমাদের সবার সঙ্গে, বিশেষ করে দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার বার্তা দেয় । ঈদ উপলক্ষে আসুন আমরা সকল দেশবাসী বিশেষ করে বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার করি ।"

মোদি লেখেন, "ঈদ-উল-আধার শুভেচ্ছা ৷ এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করুক । সবাই সুখী ও সুস্থ থাকুক ।" পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ৷

বকরি ঈদের গুরুত্ব: ঈদ-উল-আধা অর্থাৎ বকরি ঈদ ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের দশম তারিখে উদযাপিত হয় ৷ যেহেতু বকরি ঈদ ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়, তাই প্রতি বছর ঈদের তারিখ ভিন্ন হয় ৷ এটি কুরবানির দিন ।

এই দিনে মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাঁদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করেন এবং তা অভাবী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করেন । কুরবানির অংশগুলিকে তিন ভাগে ভাগ করা হয় । এক ভাগ গরিব-দুঃখীকে দেওয়া হয়, দ্বিতীয় ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেওয়া হয় এবং তৃতীয় ভাগ নিজের জন্য রাখা হয় । এই উৎসব দরিদ্রদের সাহায্য করতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনুপ্রাণিত করে ।

ইসলাম ধর্মে চাঁদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ৷ চাঁদ দেখে আজ ঈদ পালিত হচ্ছে ভারত-সহ পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও অন্যান্য জায়গায় । ইসলামিক মাসগুলি চাঁদের অবস্থানের উপর নির্ভর করে । যে কোনও ইসলামিক মাস শুরু হয় নতুন চাঁদ দেখার পর । একটি ইসলামিক মাসে 29 দিন বা 30 দিন আছে, এটি শুধুমাত্র চাঁদ দেখার দ্বারা নির্ধারিত হয় ।

বকরি ঈদে অ-মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, নির্দেশিকা জারি নাখোদা মসজিদ কমিটির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.