ETV Bharat / bharat

পরীক্ষায় সংস্কার নিয়ে পড়ুয়া-অভিভাবকদের সঙ্গে কথা বলবে শিক্ষামন্ত্রকের প্যানেল - Panel for Examination Reforms

Panel for Examination Reforms: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংস্কার নিয়ে প্যানেল তৈরি করেছে শিক্ষামন্ত্রক ৷ সেই প্যানেলের নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণন ৷ সোমবার বৈঠক করে ওই প্যানেল ৷ তারা পড়ুয়া-অভিভাবকদের সঙ্গে কথা বলবে ৷

author img

By PTI

Published : Jun 25, 2024, 8:19 PM IST

Examination
পরীক্ষা (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 25 জুন: নিট ও নেট নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রক কথা বলতে চাইছে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ৷ পরীক্ষা সংস্কারে যে প্যানেল শিক্ষামন্ত্রক তৈরি করেছে, সেই প্যানেলই এই নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে আরও জানা গিয়েছে, এই আলোচনার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির ক্ষেত্রে চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়ই জানার চেষ্টা করা হবে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ৷

এই নিয়ে শিক্ষামন্ত্রকের তরফে যে প্যানেল তৈরি করা হয়েছে, সেই প্যানেলের মাথায় রয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণন ৷ সোমবার সন্ধ্যায় তিনি প্রথম বৈঠক করেন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে প্যানেলের তরফে বর্তমান পরিস্থিতি ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হয় ৷

এর পর মঙ্গলবার আর রাধাকৃষ্ণন বলেন, "আমাদের জন্য প্রথম অগ্রাধিকার হল দেশের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে তাদের উদ্বেগ ও পরামর্শগুলি জেনে নেওয়া । আমরা যতদূর সম্ভব তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে চাইছি । আগামী 15 দিনের মধ্যেই এই কাজ করা হবে ৷’’

তিনি আরও বলেন, "আমাদের জন্য পরবর্তী অগ্রাধিকার হল পরীক্ষা শুরু করার জন্য দ্রুত একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করা । আমরা ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছি ৷ বিশেষ করে দেশে একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে, যা বিকৃতি ছাড়া ও ত্রুটিহীন হবে ৷ আর পড়ুয়াদের জন্য অসুবিধা এবং চাপ কমিয়ে দেবে ৷"

এদিকে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, প্যানেল এনটিএ দ্বারা পরিচালিত একাধিক পরীক্ষা ও প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যা সম্পর্কে পরিসংখ্যান খতিয়ে দেখেছে । কোন পরীক্ষাগুলি হাতে লিখে হয়েছে এবং কোন পরীক্ষা কম্পিউটারে নেওয়া হয়েছে, সেটাও খতিয়ে দেখেছে ওই প্যানেল ৷ সাইবার সিকিউরিটির বিষয়টিও ওই বৈঠকে খতিয়ে দেখা হয় ৷

শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এই প্যানেল পরীক্ষা সংস্কার সম্পর্কে যে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরবর্তী পরীক্ষা-চক্রের আগে বলবৎ করা হবে ৷ তবে এটা করা যে কঠিন, তা মেনেও নিচ্ছেন মন্ত্রকের অনেকে ৷ এই প্যানেল দু’মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে ৷ তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

উল্লেখ্য, শিক্ষামন্ত্রক যে প্যানেল তৈরি করেছে সেখানে দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের ভাইস চ্যান্সেলর বি জে রাও, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমারিটাস অধ্যাপক কে রামামূর্তি, পিপল স্ট্রং কো-ফাউন্ডার অ্যান্ড কর্মযোগী ভারত বোর্ডের সদস্য পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স আদিত্য মিত্তাল এবং শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল রয়েছেন ৷

নয়াদিল্লি, 25 জুন: নিট ও নেট নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রক কথা বলতে চাইছে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ৷ পরীক্ষা সংস্কারে যে প্যানেল শিক্ষামন্ত্রক তৈরি করেছে, সেই প্যানেলই এই নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে আরও জানা গিয়েছে, এই আলোচনার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির ক্ষেত্রে চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয়ই জানার চেষ্টা করা হবে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ৷

এই নিয়ে শিক্ষামন্ত্রকের তরফে যে প্যানেল তৈরি করা হয়েছে, সেই প্যানেলের মাথায় রয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান আর রাধাকৃষ্ণন ৷ সোমবার সন্ধ্যায় তিনি প্রথম বৈঠক করেন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে প্যানেলের তরফে বর্তমান পরিস্থিতি ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হয় ৷

এর পর মঙ্গলবার আর রাধাকৃষ্ণন বলেন, "আমাদের জন্য প্রথম অগ্রাধিকার হল দেশের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে তাদের উদ্বেগ ও পরামর্শগুলি জেনে নেওয়া । আমরা যতদূর সম্ভব তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে চাইছি । আগামী 15 দিনের মধ্যেই এই কাজ করা হবে ৷’’

তিনি আরও বলেন, "আমাদের জন্য পরবর্তী অগ্রাধিকার হল পরীক্ষা শুরু করার জন্য দ্রুত একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করা । আমরা ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছি ৷ বিশেষ করে দেশে একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে, যা বিকৃতি ছাড়া ও ত্রুটিহীন হবে ৷ আর পড়ুয়াদের জন্য অসুবিধা এবং চাপ কমিয়ে দেবে ৷"

এদিকে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, প্যানেল এনটিএ দ্বারা পরিচালিত একাধিক পরীক্ষা ও প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যা সম্পর্কে পরিসংখ্যান খতিয়ে দেখেছে । কোন পরীক্ষাগুলি হাতে লিখে হয়েছে এবং কোন পরীক্ষা কম্পিউটারে নেওয়া হয়েছে, সেটাও খতিয়ে দেখেছে ওই প্যানেল ৷ সাইবার সিকিউরিটির বিষয়টিও ওই বৈঠকে খতিয়ে দেখা হয় ৷

শিক্ষামন্ত্রক সূত্রে খবর, এই প্যানেল পরীক্ষা সংস্কার সম্পর্কে যে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরবর্তী পরীক্ষা-চক্রের আগে বলবৎ করা হবে ৷ তবে এটা করা যে কঠিন, তা মেনেও নিচ্ছেন মন্ত্রকের অনেকে ৷ এই প্যানেল দু’মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে ৷ তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

উল্লেখ্য, শিক্ষামন্ত্রক যে প্যানেল তৈরি করেছে সেখানে দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের ভাইস চ্যান্সেলর বি জে রাও, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমারিটাস অধ্যাপক কে রামামূর্তি, পিপল স্ট্রং কো-ফাউন্ডার অ্যান্ড কর্মযোগী ভারত বোর্ডের সদস্য পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স আদিত্য মিত্তাল এবং শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.